বরুমায়িন নিরম শিবাপ্পু
পরিচালক | কে. বলচন্দ |
---|---|
প্রযোজক | আর. ভেংকটরমণ |
রচয়িতা | কে. বলচন্দ |
শ্রেষ্ঠাংশে | কমল হাসন শ্রীদেবী এস. ভে. শেখর আর. দিলীপ পূর্ণম বিশ্বনাথান প্রতাপ কে. পোথেন |
সুরকার | মনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথন |
চিত্রগ্রাহক | বি. এস. লোকনাথ |
সম্পাদক | এন. আর. কিট্টু |
প্রযোজনা কোম্পানি | প্রেমালয় পিকচার্স |
পরিবেশক | প্রেমালয় পিকচার্স |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | তামিল |
ভারুমায়িন নিরাম ছিভাপ্পু (তামিল: வறுமையின் நிறம் சிவப்பு, অনুবাদ 'দারিদ্র্যতার রঙ লাল') হচ্ছে ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় তামিল চলচ্চিত্র যেটি পরিচালনা করেন খ্যাতনামা পরিচালক কৈলাস বলচন্দ,[১] এ চলচ্চিত্রে কমল হাসন এবং শ্রীদেবী মুখ্য ভূমিকায় অভিনয় করেন । চলচ্চিত্রটি তেলুগু ভাষায় অনুবাদ করে 'আকালী রাজ্যম' নামে ১৯৮১ সালে মুক্তি দেওয়া হয় যদিও কিছু দৃশ্য তেলুগু ভাষায় নতুন করে শুট করতে হয়েছিল পরিচালক বলচন্দকে । ১৯৮৩ সালে এ ছবির হিন্দি পুনঃনির্মাণ মুক্তি দেন বলচন্দ যার নাম ছিল 'যারা ছি যিন্দেগি'।[২][৩][৪][৫] চলচ্চিত্রটি ফিল্মফেয়ার সেরা চলচ্চিত্র পুরস্কার - তামিল পেয়েছিলো। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন মনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথন এবং দুটি গানের গীতি বিপ্লবী কবি সুব্রাহ্মণ ভারতীর কবিতা থেকে নেওয়া হয়েছিলো।
কাহিনীসংক্ষেপ
[সম্পাদনা]এস. রঙ্গন (কমল হাসন) এবং তার একটি বন্ধু (আর. দিলীপ) দিল্লীর একটি মেসে ভাড়া থাকেন, একদিন তাদের মেসে তামিলনাড়ু প্রদেশের তাঞ্জর গ্রামের একটি লোক (এস ভে শেখর) এসে ওঠেন থাকার জন্য। রঙ্গন তার সাথে পরিচিত হয় এবং তারা একত্রে বসবাস করা শুরু করে। রঙ্গনসহ বাকী দুই পুরুষই চাকরি না পেয়ে হতাশ থাকে। রঙ্গন আবার রগচটা ধরনের মানুষ, তার ভারতের সমাজ-ব্যবস্থা পছন্দ নয়, রঙ্গন তার বাবা সুন্দরম পিল্লাই (পূর্ণম বিশ্বনাথান) এর সাথে ঝগড়া করে দিল্লী এসেছে। রঙ্গনের সাথে একদিন দেবী (শ্রীদেবী) নামের একটি মেয়ের সাথে বাস-স্টেশনে দেখা হয় যে মঞ্চনাটক অভিনেত্রী। এই মেয়ের সঙ্গে রঙ্গনের শখ্যতা গড়ে ওঠে যেটি পরবর্তীতে দেবীর মঞ্চনাটক পরিচালক প্রতাপ (প্রতাপ পোথেন) এর হিংসার কারণ হয়ে দাঁড়ায়। সিনেমার শেষদিকে দেখা যায় যে রঙ্গন নাপিতের পেশা বেছে নিয়েছে এবং দেবীর সাথে বাস করছে।
চরিত্র
[সম্পাদনা]- কমল হাসন - রঙ্গন
- শ্রীদেবী - দেবী
- পূর্ণম বিশ্বনাথন - সুন্দরম পিল্লাই
- এস. ভে. শেখর - তাম্বু
- আর. দিলীপ - দিলীপ
- প্রতাপ কে. পোথেন - প্রতাপ
- ওরু ভিরাল কৃষ্ণ রাও - দেবী'র বাবা
- তেঙ্গাই শ্রীনিবাস - রঙ্গনের সেলুন কাস্টমার (কৃতিত্ব দেওয়া হয়নি)
গানের তালিকা
[সম্পাদনা]নং. | শিরোনাম | গীতিকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "সিপ্পি ইরিক্কুদু" | কন্নদাসন | এস. পি. বলসুব্রাহ্মণ, এস. জনকী | ০৫ঃ০৪ |
২. | "তিরতাকারাইনিলে" | সুব্রাহ্মণ ভারতী | এস. পি. বলসুব্রাহ্মণ | ০২ঃ৩৪ |
৩. | "রঙ্গ রঙ্গাইয়া" | কন্নদাসন | পি. সুশীলা | ০৩ঃ০৪ |
৪. | "নাল্লাদোর ভিনাই সেইদে" | সুব্রাহ্মণ ভারতী | এস পি বলসুব্রাহ্মণ | ০৩ঃ৩৯ |
৫. | "পাট্টু ওন্নু পাড়ু তম্বি" | কন্নদাসন | এস পি বলসুব্রাহ্মণ | ০৪ঃ৩৮ |
৬. | "তু হ্যায় রাজা" | পি. বি. শ্রীনিবাস | এস. জনকী | ০৩ঃ৫৬ |
পুরস্কারসমূহ
[সম্পাদনা]- শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিল - কৈলাস বলচন্দ
- শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিল - আর. ভেঙ্কটরমণ (প্রযোজক)
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার - কমল হাসন
- শ্রেষ্ঠ পরিচালক বিভাগে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার - কৈলাস বলচন্দ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Varumayin Niram Sivappu"। cinesouth। ২০১০-০৯-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-১৬।
- ↑ Srinivasan, Sudhir (১৮ অক্টোবর ২০১৪)। "Hundred, not out"। The Hindu। ৩ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ V. Raman, Mohan (৩ জানুয়ারি ২০১৫)। "KB: Kollywood's Discovery Channel"। The Hindu। ১ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ T. SARAVANAN। "Jest for fun"। The Hindu। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ Staff Reporter। "Actor Dileep passes away"। The Hindu। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- তামিল ভাষার চলচ্চিত্র
- ১৯৮০-এর চলচ্চিত্র
- ১৯৮০-এর দশকের তামিল ভাষার চলচ্চিত্র
- দিল্লির পটভূমিতে চলচ্চিত্র
- ভারতে দারিদ্র্য সম্পর্কে চলচ্চিত্র
- এম. এস. বিশ্বনাথন সুরারোপিত চলচ্চিত্র
- অন্য ভাষায় পুনর্নির্মিত তামিল চলচ্চিত্র
- দিল্লিতে ধারণকৃত চলচ্চিত্র
- ভারতীয় নাট্য চলচ্চিত্র
- ভারতীয় বহুভাষিক চলচ্চিত্র
- ভারতীয় ব্যঙ্গাত্মক চলচ্চিত্র