বিষয়বস্তুতে চলুন

ভারতের মার্ক্সবাদী-লেনিনবাদী পার্টি (লাল পতাকা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারতের মার্ক্সবাদী-লেনিনবাদী পার্টি (লাল পতাকা), পূর্বে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) লাল পতাকা, ভারতের একটি কমিউনিস্ট পার্টি। দলটি বৃহত্তর নকশাল আন্দোলনের অন্যতম মধ্যপন্থী দল।[১]

২০১৯ সাল পর্যন্ত, দলের প্রধান নেতারা ছিলেন এমএস জয়কুমার, সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং পিসি উন্নিচেক্কান, কেরালা রাজ্য কমিটির সম্পাদক।[২][৩] যুবজন ভেদী দলের যুব শাখা।[৩]

২০০৩ বিভক্ত[সম্পাদনা]

২০০৩ সালে ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) রেড ফ্ল্যাগ (কে এন রামচন্দ্রনের নেতৃত্বে) এর বিভক্তি থেকে দলটি উদ্ভূত হয়েছিল। কানু সান্যালের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী-লেনিনবাদী) শ্রেণী সংগ্রামের সাথে সিপিআই (এমএল) রেড ফ্ল্যাগকে একীভূত করার বিরোধিতা করেছিল উন্নিচেক্কান গোষ্ঠী। মতবিরোধের আরেকটি বিষয় ছিল ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামে অংশগ্রহণের প্রশ্ন, যার বিরোধিতা করেছিল ইউনিচেক্কান গ্রুপ। স্ট্যালিনের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্নটি ছিল সেই সময়ে দুটি দলের মধ্যে মতবিরোধের আরেকটি মূল বিষয়।

২০-২১ ডিসেম্বর ২০০৩ তারিখে ব্যাঙ্গালোরের নয়নথাহল্লি নিত্যানন্দ ধনা মন্দিরে উন্নিচেক্কান গোষ্ঠী তাদের নিজস্ব একটি জাতীয় সম্মেলনের আয়োজন করে, এমএস জয়কুমার (সর্বভারতীয় সেক্রেটারি ), [৪] আয়াপ্পা হুগার ( কর্নাটক ), কে. [৫] একই শহরে ভারত (মার্কসবাদী-লেনিনবাদী) লাল পতাকা অনুষ্ঠিত হচ্ছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. R. Krishnakumar. Embers of a revolution ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ অক্টোবর ২০০৬ তারিখে, in Frontline, Volume 22 - Issue 21, 08 - 21 Oct. 2005
  2. The Hindu. CPI(ML) seeks judicial probe
  3. Yuvajana Vedi plans march[অধিগ্রহণকৃত!], in The Hindu, 27 September 2004
  4. LDF should win: CPI(ML) Red Flag, in The Hindu, 30 March
  5. Crisis in Red Flag continues, in The Hindu, 24 December 2003