ভারতের তেলেঙ্গানা কমিউনিস্ট পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হায়দ্রাবাদে টিসিপি ম্যুরাল

তেলেঙ্গানা কমিউনিস্ট পার্টি (টিসিপি) হল ভারতের অন্ধ্র ষপ্রদেশ রাজ্যের একটি রাজনৈতিক দল। টিসিপি একটি পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের জন্য কাজ করে। টিসিপির নেতা এস ভেঙ্কট স্বামী

টিসিপি তেলেঙ্গানা রাষ্ট্র সাধনা ফ্রন্টের সদস্য।[১][২]

অন্ধ্র প্রদেশের ২০০৫ সালের পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের জন্য টিসিপি নিবন্ধিত হয়েছিল। এর নির্বাচনী প্রতীক হিসেবে ' কেক ' বরাদ্দ দেওয়া হয়।[৩]

২০১১ সালের এপ্রিলে, ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি (সংযুক্ত) এর হায়দ্রাবাদ এবং রাঙ্গা রেড্ডি জেলা কমিটির সদস্যরা একটি পৃথক তেলেঙ্গানা রাজ্যের সংগ্রামকে সমর্থন করার জন্য এমসিপিআই (ইউ) এর প্রত্যাখ্যানের প্রতিবাদে টিসিপিতে যোগ দেয়।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "TRS rebels and others form joint front"The Hindu। মে ৬, ২০০৪। ২০০৪-০৫-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "KCR warned against joining Government"The Hindu। মে ১১, ২০০৪। ২০১২-১০-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Symbol Notification 725-2_Municipalities" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "This website is currently unavailable."www.hyderabadcircle.com। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৮