বিষয়বস্তুতে চলুন

ভারতের কমিউনিস্ট বিপ্লবী লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারতের কমিউনিস্ট বিপ্লবী লিগ
প্রতিষ্ঠা1971
ভাবাদর্শCommunism
রাজনৈতিক অবস্থানLeft-wing
জাতীয় অধিভুক্তিLeft Front

ভারতের কমিউনিস্ট বিপ্লবী লীগ (সিআরএলআই) হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি রাজনৈতিক দল। দলের নেতৃত্বে আছেন অশিম চ্যাটার্জি, [১] যিনি ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী-লেনিনবাদী) দলের প্রাক্তন ছাত্র নেতা। পশ্চিমবঙ্গের ডেবরা-গোপীবল্লভবুর এলাকায় সশস্ত্র আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি সিপিআই (এমএল) এর বিরোধিতার কারণে [২] ১৯৭১ সালে চট্টেজী চারু মজুমদারের সাথে সম্পর্ক ছিন্ন করেন। চ্যাটার্জি বেঙ্গল-বিহার-ওড়িশা বর্ডার রিজিওনাল কমিটি, সিপিআই (এমএল) গঠন করেন। তাঁর দল সত্যনারায়ণ সিংয়ের সিপিআই (এমএল)-এ যোগ দেয়। পরে চ্যাটার্জি সিআরএলআই গঠন করেন।

১৯৯৫-২০০০ সময়কালে সিআরএলআই বামফ্রন্টের সদস্য ছিল। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সিপিআই (এম)) এর সাথে সম্পর্ক ছিন্ন করার পর, সিআরএলআই সাইফুদ্দিন চৌধুরীর পার্টি অফ ডেমোক্রেটিক সোশ্যালিজমের সাথে যোগাযোগ করেছিল।

২০০৫ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে, সিআরএলআই নেতা চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

২০১৫ সালে দল বামফ্রন্টে ফিরে আসে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Unnithan, Sandeep (মার্চ ১৮, ২০১১)। "Maoist movement will fail: Former Naxal leader"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৩ 
  2. "Ashim Chatterjee - Speaker India Today Conclave 2011"conclave.intoday.in। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৩