ভামা শ্রীনিবাসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভামা শ্রীনিবাসন
জন্ম (1935-04-22) ২২ এপ্রিল ১৯৩৫ (বয়স ৮৮)
মাদ্রাজ, ভারত
জাতীয়তাভারতীয়/আমেরিকান
মাতৃশিক্ষায়তনমাদ্রাজ বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণবিশুদ্ধ গাণিতিক গবেষণা
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রগণিত
প্রতিষ্ঠানসমূহক্লার্ক বিশ্ববিদ্যালয়, ইলিঅনিস বিশ্ববিদ্যালয়, এসেন বিশ্ববিদ্যালয়, সিডনি বিশ্ববিদ্যালয়, টোকিও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাস্যান্ডি গ্রীন

ভামা শ্রীনিবাসন (জন্ম ২২ এপ্রিল ১৯৩৫[১]) হলেন একজন ভারতীয় গণিতজ্ঞ। তাঁকে সাধারণত জানা যায় সসীম জোটের উপস্থাপনা তত্ত্ব-এ অগ্রণী অবদানের জন্য৷ তাঁর অবদানসমূহকে নিউথার বক্ততার ১৯৯০ সালে সম্মানীত করা হয়৷ ১৯৮১ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি অ্যাসোসিয়েসন ফর ওমেন ইন ম্যাথমেটিক্স-এর সভাপতি হিসাবে কর্মনির্বাহ করেন। [২]

প্রারম্ভিক শিক্ষা এবং জীবন[সম্পাদনা]

তাঁর জন্ম হয়েছিল ভারত-এর মাদ্রাজে। তারপর তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে কলাশাখাে স্নাতক ডিগ্রী অর্জন করে এবং ১৯৫৫ সালে বিজ্ঞান শাখাে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। গবেষণার জন্য পরবর্তী পর্যায়ে তিনি ইংল্যান্ডে গমন করেন। পরে শিক্ষা জীবন আরম্ভ করতে তিনি ইংল্যান্ডে থেকে যান৷ তিনি ১৯৬০ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত কিলে বিশ্ববিদ্যালয়ে গণিতের একজন প্রবক্তা হিসাবে কাজ করেন। তারপর তিনি "ন্যাশনাল রিসার্চ কাউন্সিল অব কানাডা"র মাধ্যমে ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পোষ্টডক্টরেটের বৃত্তি (১৯৬৫-৬৬) গ্রহণ করেন। তারপর তিনি ভারতে আসেন এবং রামানুজন গণিত প্রতিষ্ঠানে ১৯৬৬ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত শিক্ষাদান করেন।[৩]

কেরিয়ার[সম্পাদনা]

তারপর শ্রীনিবাসন মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন এবং তার পরের দশকটি ক্লার্ক বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসাবে অধ্যাপনা করেন। ১৯৭৭ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক হয়ে পরে। সেই বছরে তিনি প্রিন্সটনস্থিত উচ্চতর অধ্যয়নের প্রতিষ্ঠানগুলির সদস্য হন৷ ১৯৮০ সালে তিনি ইলিনয়স বিশ্ববিদ্যালয়ে তাঁর সুদীর্ঘ অধ্যাপনার সময়ের আরম্ভ করেন। তিনি চিকাগোর সার্কল কম্পের গণিতের অধ্যাপক হিসাবে কার্যনির্বাহ করেন। ১৯৭৯ সালের জানুয়ারিতে তিনি আমেরিকান গাণিতিক সমাজে আদরণীয় ভাষণ প্রদান করেন। [৪] তিনি অতিথি অধ্যাপক হিসাবেও প্যারিস, জার্মানীর ইসেন বিশ্ববিদ্যালয়, সিডনি বিশ্ববিদ্যালয়, এবং জাপানের টোকিও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ভ্রমণ করেন। তাছাড়া নিজক্ষেত্রের কয়েকটি পত্রিকার সম্পাদনার দায়িত্বেও তিনি জড়িত ছিলেন। তার মধ্যে: প্রসিডিংস্ অব দ্য এএমএস (১৯৮৩ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত); কমিউনিকেশনস ইন অ্যালজেব্রা (১৯৭৮ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত); ম্যাথেমেটিকেল সার্ভেইস এন্ড মোনোগ্রাফস (১৯৯১-১৯৯৩)। ১৯৯১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি আমেরিকান গাণিতিক সমাজর সম্পাদনা সমিতির সঙ্গে জড়িত ছিলেন।

সসীম শ্রেণীর গবেষণার জন্য শ্রীনিবাসন পোল ফঙ্গের সঙ্গে সহযোগিতা করেন। তাঁর এই কর্মকে লাজটিগে করা কোয়ান্টাম শ্রেণীর গবেষণার সঙ্গে জড়িত করা হয়েছে। ফলে গণিত এবং পদার্থ বিজ্ঞানের মধ্যে এক যোগসূত্র স্থাপিত হয়েছে। [৫]

পুরস্কার এবং সম্মান[সম্পাদনা]

  • ২০১২ সালে তিনি আমেরিকান গাণিতিক সমাজের একজন সভ্য হযন।[৬]
  • ২০১৭ সালে তিনি "অ্যাসোসিয়েসন ফর ওমেন ইন ম্যাথমেটিক্স"-এর উদ্বোধনী গোষ্ঠীটির একজন সদস্য হিসাবে নির্বাচিত হন। <ref>{{ওয়েব উদ্ধৃতি|title=Launch of the AWM Fellows Program|url=https://awm-

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bhama Srinivasan The Invasion of Geometry into Finite Group Theory"। awm-math.org। ২৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১২ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০ 
  4. url=http://www.ams.org/home/page
  5. Oakes, Elizabeth H. (২০০২)। International encyclopedia of women scientistsবিনামূল্যে নিবন্ধন প্রয়োজন। New York, NY: Facts on File। আইএসবিএন 0816043817 
  6. List of Fellows of the American Mathematical Society, retrieved 2013-07-26.