ভাওয়পাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভাওয়পাল মাঝে মাঝে ভোপাল হিসাবে উচ্চারিত হয়, রাজপুত বংশ যা চিভালি সম্প্রদায়কে উপজাতীয় গোষ্ঠীর অংশ হিসাবে গঠন করে। এগুলি মূলত চিভাল নামে পরিচিত। যা জম্মু ও কাশ্মীর রাজ্যের চেনাবঝিলাম নদীর মধ্যবর্তী শিবালিক পাহাড়ের দক্ষিণ দিকে অবস্থিত। [১]

ইতিহাস এবং উৎস[সম্পাদনা]

এলাকার হিন্দু রাজা ধর্ম চাঁদ চিব ১৫ শতকে ইসলাম গ্রহণ করেছিলেন ও তাঁর ধর্মান্তরের ফলস্বরূপ, আরও অনেক রাজপুত গোষ্ঠী ইসলাম গ্রহণ করেছিল। ভাওয়পাল অন্যান্য মত থেকে বংশদ্ভুত দাবি করেন রাজপুত এর কাংরা, এখন হয় হিমাচল প্রদেশ, ভারত। [১]

বিতরণ[সম্পাদনা]

পাকিস্তানি কাশ্মীরে এগুলি প্রধানত কোটলি জেলা এবং বাঘ জেলায়, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি গ্রামে পাওয়া যায়। ভারতীয় শাসিত জম্মু ও কাশ্মীর এবং জম্মু তহশিলের। এগুলি মূলত জলন্ধর জেলায় পাঞ্জাব অঞ্চলে পাওয়া শিখ ভোপাল

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. People of India Jammu & Kashmir Volume XXV edited by K. S Singh