ভস্কড কর্মসূচি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভস্কড কর্মসূচি
ভস্কড ১ ও ভস্কড ২।
দেশসোভিয়েত ইউনিয়ন
উদ্দেশ্যএকাধিক যাত্রীবাহী প্রথম নভোযান এবং মহাশূণ্যে পদচারণা।
অবস্থাসম্পূর্ণ
কার্যক্রমের ইতিহাস
স্থায়িত্বকাল১৯৬৪–১৯৬৬
প্রথম উড্ডয়নভস্কড ১
সর্বশেষ উড্ডয়নভস্কড ২
উৎক্ষেপণ কেন্দ্র(সমূহ)বাইকোনুর
যানের তথ্য
চালকবাহী যানভস্কড
চালক ধারণক্ষমতা
উৎক্ষেপক যান(গুলি)ভস্কড

ভস্কড কর্মসূচি (রুশ: Восход, আ-ধ্ব-ব[vɐsˈxot], চড়াই বা ভোর) হলো দ্বিতীয় সোভিয়েত মানব মহাকাশ যাত্রা কর্মসূচি। ভস্কড মহাকাশযান এবং রকেট ব্যবহার করে দুটি একদিনের মনুষ্যবাহী অভিযান পরিচালিত হয়েছিলো, যার একটি ১৯৬৪ সালে এবং অপরটি ১৯৬৫ সালে প্রেরিত হয় এবং দুটি কুকুর নিয়ে ১৯৬৬ সালে ২২ দিনের একটি অভিযান পরিচালিত হয়।


মনুষ্যবাহী অভিযান[সম্পাদনা]

অভিযান যাত্রা স্থায়িত্ব প্রত্যাবর্তন যাত্রী টীকা
ভস্কড ১ ১২ অক্টোবর ১৯৬৪ ১ দিন ০ ঘন্টা ১৭ মিনিট ৩ সেকেন্ড ১৩ অক্টোবর ১৯৬৪ ভ্লাদিমির কোমারভ কন্সটান্টিন ফিয়োকটিস্টোভ বরিস ইগোরভ একাধিক যাত্রীবাহী প্রথম নভোযান।
ভস্কড ২ ১৮ মার্চ ১৯৬৫ ১ দিন ২ ঘন্টা ২ মিনিট ১৭ সেকেন্ড ১৮ মার্চ ১৯৬৫ পাভেল বেলইয়ায়েভ অ্যালক্সি লিওনভ প্রথম মহাশূণ্যে পদচারণা

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:Voskhod Programme টেমপ্লেট:Russian human spaceflight programs টেমপ্লেট:Russian space program