ব্ৰজাবলী ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্ৰজভলি ভাষা ভারতের অসম অঞ্চলে পঞ্চদশ-ষোড়শ শতাব্দীতে শঙ্করদেব কর্তৃক তৈরীকৃত ও ব্যবহৃত এক ধরনের সাহিত্যিক ভাষা বিশেষ। এই ভাষা তিনি বরগীত এবং অঙ্কীয়া নাট রচনার সময় ব্যবহার করেছিলেন। এই ভাষার সমরূপ ভাষা বাংলাউড়িষ্যায় প্রচলিত থাকলেও অসমে প্রচলিত ব্ৰজভলি ভাষা তাদের থেকে ভিন্ন ধরনের ছিল। অন্যান্য সমরূপ ভাষাগুলি ব্রজভাষা নির্ভর হলেও ব্রজভলি ভাষা মৈথিলীঅসমীয়া ভাষার সংমিশ্রণে গঠিত হয়েছিল।[১][২]:২৫৭ সাধারণভাবে এই ভাষার কথ্য রূপে অসমীয়া শব্দের প্রচলন ছিল বলে অসমের মানুষ সহজেই এই ভাষা বুঝতে পারতেন।[২]:২৪৬

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dr Sukumar Sen, A History of Brajabuli Literature, Calcutta, 1931 p1)
  2. Neog, Maheshwar (১৯৮০)। Early History of the Vaishnava Faith and Movement in Assam। Delhi: Motilal Banarasidass।