ব্স্তান-'দ্জিন-লুং-র্তোগ্স-'ফ্রিন-লাস-ছোস-'ফাগ্স
ব্স্তান-'দ্জিন-লুং-র্তোগ্স-'ফ্রিন-লাস-ছোস-'ফাগ্স (ওয়াইলি: bstan 'dzin lung rtogs 'phrin las chos 'phags) (১৯৮৫-বর্তমান) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের সপ্তম লিং রিনপোছে উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
[সম্পাদনা]ব্স্তান-'দ্জিন-লুং-র্তোগ্স-'ফ্রিন-লাস-ছোস-'ফাগ্স ১৯৮৫ খ্রিষ্টাব্দে ভারতের হিমাচল প্রদেশের ম্যাকলিয়ডগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ খ্রিষ্টাব্দে চতুর্দশ দলাই লামা তাকে থুব-ব্স্তান-লুং-র্তোগ্স-ব্স্তান-'দ্জিন-'ফ্রিন-লাস (ওয়াইলি: thub bstan lung rtogs bstan 'dzin 'phrin las) নামক ষষ্ঠ লিং রিনপোছে উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন। আট বছর বয়স হলে চতুর্দশ দলাই লামা তাকে উপাসক, প্রব্রজ্যা ও শ্রমণের শপথ প্রদান করেন। এরপর তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের লোসেলিং মহাবিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। ২০০৪ খ্রিষ্টাব্দের ৩০শে মার্চ চতুর্দশ দলাই লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ব্স্তান-'দ্জিন-লুং-র্তোগ্স-'ফ্রিন-লাস-ছোস-'ফাগ্সের জীবনী"। ১৪ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৪।
পূর্বসূরী থুব-ব্স্তান-লুং-র্তোগ্স-ব্স্তান-'দ্জিন-'ফ্রিন-লাস |
ব্স্তান-'দ্জিন-লুং-র্তোগ্স-'ফ্রিন-লাস-ছোস-'ফাগ্স সপ্তম লিং রিনপোছে |
উত্তরসূরী -- |