ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা (লাব্রাং ত্রিপা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা (ওয়াইলি: bsod nams grags pa) (১৭২৩-১৭৮৯) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের প্রথম ব্সোদ-গ্রাগ্স-স্প্রুল-স্কু (ওয়াইলি: bsod grags sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন। তিনি তিব্বতের ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের সপ্তদশ প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা ১৭২৩ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলে একটি মঙ্গোল যাযাবরগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। তিনি ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারে ব্লো-ব্জাং-দোন-গ্রুব (ওয়াইলি: blo bzang don grub) নামক প্রথম স্দে-খ্রি রিন-পো-ছে (ওয়াইলি: sde khri rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা্র নিকট শিক্ষালাভ করেন। পরবর্তীকালে তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয়ে এবং গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। তিনি ল্হা-ব্ত্সুন-স্কাল-ব্জাং-ত্শোগ্স-গ্ন্যিস (ওয়াইলি: lha btsun skal bzang tshogs gnyis) এবং রা-স্তোদ-পা-ব্লো-ব্জাং-রাব-র্গ্যাস (ওয়াইলি: ra stod pa blo bzang rab rgyas) নামক দুই বৌদ্ধ সাধকের নিকট ছেদ সাধনা সমন্ধে অধ্যয়ন করেন। পঞ্চম পাঞ্চেন লামা, ঙ্গাগ-দ্বাং-ম্ছোগ-ল্দান (ওয়াইলি: ngag dbang mchog ldan) নামক চুয়ান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা, রোল-পা'ই-র্দো-র্জে (ওয়াইলি: rol pa'i rdo rje) নামক তৃতীয় ল্চাং-স্ক্যা হো-থোগ-থু, ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং (ওয়াইলি: ngag dbang blo bzang) প্রভৃতি বিখ্যাত পণ্ডিতেরা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। তিনি ১৭৭২ খ্রিষ্টাব্দে ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের তন্ত্র মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন। তিনি ১৭৭৯ খ্রিষ্টাব্দে এই বিহারের সপ্তদশ প্রধানের দায়িত্ব লাভ করেন এবং চার বছর এই পদে থাকেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dorje, Sonam (অক্টোবর ২০১২)। "The First Sodrak Tulku, Sonam Drakpa"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-০৪ 
পূর্বসূরী
---
ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা
প্রথম ব্সোদ-গ্রাগ্স-স্প্রুল-স্কু
উত্তরসূরী
দ্কোন-ম্ছোগ-র্গ্যা-ম্ত্শো