ব্লো-ব্জাং-দোন-গ্রুব-র্গ্যা-ম্ত্শো
ব্লো-ব্জাং-দোন-গ্রুব-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: blo bzang don grub rgya mtsho) (১৮০০-১৮৬৩) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের পঞ্চম ঝি-বা-ল্হা (ওয়াইলি: zhi ba lha) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন। তিনি তিব্বতের খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) ছাব্বিশতম প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
[সম্পাদনা]ব্লো-ব্জাং-দোন-গ্রুব-র্গ্যা-ম্ত্শো ১৮০০ খ্রিষ্টাব্দে তিব্বতের ব্রাগ-গ্যাব (ওয়াইলি: brag gyab) অঞ্চলে জন্মগরহণ করেন। য়ে-শেস-ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-ম্গোন-পো (ওয়াইলি: ye shes blo bzang bstan pa'i mgon po) নামক অষ্টম র্তা-ত্শাগ-র্জে-দ্রুং (ওয়াইলি: rta tshag rje drung) উপাধিধারী লামা তাকে 'ফাগ্স-পা-দ্গে-লেগ্স-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: phags pa dge legs rgyal mtshan) নামক চতুর্থ ঝি-বা-ল্হা উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিতকরণকে নিশ্চিত করেন। তিনি লাসা শহরে অবস্থিত সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেন। ১৮৪৭ খ্রিষ্টাব্দে ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের ছাব্বিশতম প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ও এই পদে তিনি চৌদ্দ বছর থাকেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Chhosphel, Samten (জুলাই ২০১০)। "The Fifth Zhiwa Lha, Lobzang Dondrub Gyatso"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১১।
পূর্বসূরী 'ফাগ্স-পা-দ্গে-লেগ্স-র্গ্যাল-ম্ত্শান |
ব্লো-ব্জাং-দোন-গ্রুব-র্গ্যা-ম্ত্শো পঞ্চম ঝি-বা-ল্হা |
উত্তরসূরী ঙ্গাগ-দ্বাং-'জিগ্স-মেদ-ম্খ্যেন-রাব-ব্স্তান-'দ্জিন-'ফ্রিন-লাস |
পূর্বসূরী ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-দ্পাল-ল্দান-ব্স্তান-পা'ই-ন্যি-মা |
ব্লো-ব্জাং-দোন-গ্রুব-র্গ্যা-ম্ত্শো ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের ছাব্বিশতম প্রধান |
উত্তরসূরী ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান |