ব্রেভ ওয়েব ব্রাউজার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রেভ
ম্যাক ওএসে ব্রেভ ব্রাউজার সংস্করণ ১.৫৭
উন্নয়নকারীব্রেভ ব্রাউজার, ইংক.[১]
সর্বশেষ সংস্করণঅ্যান্ড্রয়েড: ১.৪.৩ ডেস্কটপ: ১.০ / ১৩ নভেম্বর ২০১৯
প্রাকদর্শন সংস্করণবেটা: ১.১১.৮৩ ডেভ: ১.১১.৮৪ নাইটলি: ১.১২.৬৪ / ১ জুলাই ২০২০; ৩ বছর আগে (2020-07-01)
লেখা হয়েছেসি, জাভাস্ক্রিপ্ট, সি++
অপারেটিং সিস্টেম
উপলব্ধইংরেজি
ধরনওয়েব ব্রাউজার
লাইসেন্স
  • ব্রাউজার: এমপিএল ২.০
  • প্রাইভেসি ব্যাজার: জিপিএল সংস্করণ ৩+
  • এইচটিটিপিএস এভরিহোয়্যার: জিপিএল সংস্করণ ২
[২]
ওয়েবসাইটhttps://brave.com

ব্রেভ (ইংরেজি: Brave) ক্রোমিয়াম ওয়েব ব্রাউজার ভিত্তিক একটি ফ্রিওপেন সোর্স ওয়েব ব্রাউজার।[৩] ব্রাউজারটি বিজ্ঞাপন ও ওয়েবসাইট ট্র্যাকার ব্লক করে। কোম্পানিটি ব্রাউজারটির ভবিষ্যৎ সংস্করণে ব্যবহারের জন্য অর্থ ব্যবসায় মডেল পরিগ্রহণের প্রস্তাব দিয়েছে।

২০১৯ অনুযায়ী ব্রেভ গ্নু লিনাক্স, উইন্ডোজ, ম্যাকওএস, অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য মুক্তি পেয়েছে। বর্তমান সংস্করণটিতে পূর্ব থেকেই পাঁচটি সার্চ ইঞ্জিন অন্তর্ভুক্ত থাকে, যার মধ্যে তাদের অংশীদার ডাকডাকগোও রয়েছে।[৪]

ইতিহাস[সম্পাদনা]

ব্রেভ সফটওয়্যার নামে ২৮ মে ২০১৫ সালে গঠিত একটি কোম্পানি ব্রেভ উন্নয়ন করেছে। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রেন্ডেন ইচ, ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা ব্রায়ান বন্ডি। ২০ জানুয়ারি ২০১৬ সালে ব্রেভ সফটওয়্যারের প্রথম সংস্করণ প্রকাশিত হয়, যেখানে তারা তাদের অ্যাড ব্লকের বৈশিষ্ট্যটির কথা জানায়, সাথে পরবর্তী গোপনীয়তা অ্যাড বৈশিষ্ট্য ও আয় বণ্টন প্রোগ্রাম নিয়ে তাদের পরিকল্পনার কথাও জানায়।[৫]

জুন ২০১৮ সালে ব্রেভ পে-টু-সার্ফের একটি পরীক্ষামূলক সংস্করণ প্রকাশ করে।

ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ব্রেভ মুওন নামে ইলেক্ট্রনের একটি ফোর্ক চালাতো। তবে উন্নয়ন ও ব্যবস্থাপনার ঝামেলা এড়াতে তারা পরে ক্রোমিয়ামে স্থানান্তরিত হয়।[৩]

ইউব্লক অরিজিন, ও গোস্টারির অ্যালগরিদম থেকে থেকে উদ্বুদ্ধ হয়ে ব্রেভ জুন ২০১৯ সালে তারা রাস্টে নতুন একটি অ্যাড ব্লকিং রুল তৈরী করে, যা তাদের মতে পূর্বের সি++ এ উন্নয়নকৃত রুল থেকে ৬৯ গুণ বেশি দ্রুত।[৬]

ব্রেভ ১৩ নভেম্বর ২০১৯ সালে এর স্টেবল সংস্করণ ১.০ প্রকাশ করে। অথচ তখনই বিশ্বব্যাপী এর মাসিক ব্যবহারকারী সংখ্যা ছিলো প্রায় ৮.৭ মিলিয়ন।[৭] একই সময়ে এর প্রায় ৩ মিলিয়ন দৈনিক ব্যবহারকারী ছিল।

ব্যবসায় মডেল[সম্পাদনা]

ব্রেভ বেসিক অ্যাটেনশন টোকেন (ব্যাট) ব্যবহার করে আয় বণ্টন করে।[৮] মূলত ডেলওয়্যারে হাইপারওয়্যার ল্যাবস ইনকর্পোরেটেড নামে নিবন্ধিত কোম্পানি ২০১৫ সালে তার নাম ব্রেভ সফটওয়্যার, ইংকে পরিবর্তন করে ও ক্যালিফোর্নিয়ায় নিবন্ধিত হয়। বর্তমানে এখানে কোম্পানিটির সদর দপ্তর অবস্থিত।[৯]

নভেম্বর ২০১৯ সালে ব্রেভ ব্যবহারকারীদের সাথে ৭০% আয় ভাগাভাগিতে অ্যাডনেটওয়ার্ক আনে।[১০]

সমালোচনা ও গ্রহণযোগ্যতা[সম্পাদনা]

জানুয়ারি ২০১৬ সালে, আরস টেকনিকার সেবাস্তিয়ান এন্থনি ব্রেভকে একটি "ক্যাশ-গ্র্যাব" ও "ডাবল ডিপ হিশেবে অ্যাখ্যায়িত করেন। তার মতে, "ব্রেভ একটি দারুণ ধারণা। কিন্তু এটাতো আসলে অন্যের বিজ্ঞাপনের জায়গায় নিজের বিজ্ঞাপন দেখানো ব্যতীত আর কিছু নয়।"[১১]

এপ্রিল ২০১৭ সালে টেকওয়ার্ল্ড ব্রেভের দারুণ গতি ও উন্নত বিজ্ঞাপন ট্র্যাকিং নিয়ন্ত্রনের প্রশংসা করে। তবে এর প্রসারণ ক্ষমতা যে এখনও পরিপূর্ণ নয়, তাও উল্লেখ করেন। [১২]

বৈশিষ্ট্যসমূহ[সম্পাদনা]

বেসিক অ্যাটেনশন টোকেন[সম্পাদনা]

বেসিক অ্যাটেনশন টোকেন লোগো

"বেসিক অ্যাটেনশন টোকেন" (ব্যাট) একটি ইথারিয়াম-ভিত্তিক ওপেন সোর্স, বিকেন্দ্রিক বিজ্ঞাপন বিনিময় প্ল্যাটফর্ম।[১৩] ব্রেভের পরিশ‌‌োধ পদ্ধতি, যেটি আগে বিটকয়েন ব্যবহার করতো, ব্যবহারকারীদের ব্যট টোকেন ব্যবহার করে ওয়েবসাইট মালিক ও কন্টেন্ট সৃষ্টিকারকদের বখশিশ প্রদানের সুযোগ দেয়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Company Overview of Brave Software Inc."। Bloomberg। ৪ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯ 
  2. "browser-laptop/LICENSE.txt at master"গিটহাব। ২৯ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৮ 
  3. চিম্পানু, কাতালিন। "Brave browser moves to Chromium codebase, now supports Chrome extensions; ব্রেভ ব্রাউজার ক্রোমিয়ামে কোডবেসে স্থানান্তরিত হয়েছে, এখন ক্রোম এক্সটেনশনসমূহ সমর্থন করে"জেটডিনেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯ 
  4. "Brave's browser offers you a bit more privacy when searching online; অনলাইনের সার্চ করার সময় ব্রেভের ব্রাউজার আপনার আরেকটু বেশি গোপনীয়তা নিশ্চিত করবে", সিনেট, সিবিএস ইন্টারেক্টিভ, ১৪ ডিসেম্বর ২০১৭, সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯ 
  5. হা, অ্যান্থনি (২০ জানুয়ারি ২০১৬)। "With Brave Software, JavaScript's Creator Is Building A Browser For The Ad-Blocked Future; অ্যাড ব্লক সুবিধাসম্বলিত ব্রেভ ব্রাউজার তৈরীর মাধ্যমে জাভাস্ক্রিপ্টের স্রষ্টা এবার একটা ব্রাউজার তৈরী করছেন"TechCrunch। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯ 
  6. টুং, লিয়াম। "Brave defies Google's moves to cripple ad-blocking with new 69x faster Rust engine;ব্রেভ নতুন ৬৯ গুণ বেশি দ্রুত রাস্ট ইঞ্জিনের অ্যাড ব্লকিং রুল দিয়ে গুগলের চালের পাল্টা চাল দিলো"জেডডিনেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯ 
  7. "Brave Launches Next-Generation Browser that Puts Users in Charge of Their Internet Experience with Unmatched Privacy and Rewards"ব্রেভ ব্রাউজার (ইংরেজি ভাষায়)। ১৩ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯ 
  8. "Brave Wants to Destroy the Ad Business by Paying You to Watch Ads in Its Web Browser"Gizmodo। ২৪ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯ 
  9. "California Secretary of State Business Search: Brave Software, Inc."। ১২ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  10. "Brave browser launches an Ad Network while blocking publisher's ads"পিপিসি Land (ইংরেজি ভাষায়)। ১৪ নভেম্বর ২০১৯। ১৯ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  11. Anthony, Sebastian (২১ জানুয়ারি ২০১৬)। "Mozilla co-founder unveils Brave, a browser that blocks ads by default"Ars Technica। ২১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  12. মার্সার, ক্রিস্টিনা; ডুন, জন ই (২৬ এপ্রিল ২০১৮)। "The most secure browsers 2018"টেকওয়ার্ল্ড। আইডিজি। ২৫ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  13. রাসেল, জন। "Former Mozilla CEO raises $35M in under 30 seconds for his browser startup Brave"টেকক্রাঞ্চ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]