শওকত আলী খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ব্যারিস্টার শওকত আলী খান থেকে পুনর্নির্দেশিত)
ব্যারিস্টার শওকত আলী খান
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ

শওকত আলী খান একজন বাংলাদেশী রাজনীতিবিদ। ১৯৭০ সালে তিনি মির্জাপুর থেকে সংসদ সদস্য (এমপি) এবং ১৯৭৩ থেকে ১৯৭৫ পর্যন্ত টাঙ্গাইল-৭ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। [১][২] ২০১৯ সালে বাংলাদেশ সরকার কর্তৃক তিনি মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হয়েছিলেন। [৩]

ইতিহাস[সম্পাদনা]

তিনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে ভূমিকা রাখেন এবং বঙ্গবন্ধুর বাসভবনে আলোচনার পর তাকে বঙ্গবন্ধু নিজ এলকায় যাওয়ার নির্দেশ দেন (২৩ মার্চ ১৯৭১), এরপর তিনি নিজ গ্রাম লাউহাটীতে চলে আসেন (২৪ মার্চ ১৯৭১)। তিনি যুদ্ধের জন্য সামরিক প্রশিক্ষণ নিয়ে (মাইনারচর, ভারত) গেরিলা বাহিনীর একটি কোম্পানিসহ দেশের ভেতরে আসে (আগস্ট ১৯৭১)। তিনি রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পর তিনি সংবিধান রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি ছিলেন।

জন্ম[সম্পাদনা]

দেলদুয়ার উপজেলার লাউহাটী গ্রামে ১৯২৬ সালে তিনি জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবন[সম্পাদনা]

তিনি লন্ডন থেকে ব্যারিস্টারী পাস করেন।

কর্মজীবন[সম্পাদনা]

তিনি হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন (১৯৭০)।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Shawkat Ali passes away"The Daily Star। ১ জুলাই ২০০৬। ২৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৪ 
  2. "List of 1st Parliament Members"Bangladesh Parliament 
  3. "Martyr Shawakat Ali nominated for Independence Award"unb.com.bd (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-১২। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১৩