ব্যবহারকারী আলাপ:WikiSylhet

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

রিয়েল সিলেট নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

রিয়েল সিলেট নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রিয়েল সিলেট পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। —শাকিল হোসেন আলাপ ১২:৪২, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil যথাযতভাবে পর্যালোচনা করে আমি এই পাতাটি তৈরি করেছি আপনিও পর্যালোচনা করে দেখেন। WikiSylhet (আলাপ) ১২:৫২, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
অপসারণ প্রস্তাবনা মানেই অপসারণ নয়! এখানে নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রতিষ্ঠার জন্য আলোচনা হবে। আমি আপনাকে অপসারণ প্রস্তাবনায় মন্তব্য রাখতে উৎসাহিত করবো। প্রস্তাবনা এখানে পাবেন —শাকিল হোসেন আলাপ ১৩:০১, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil আমি চাই এটা থাকুক আর আমার একটা সমস্যা আমি English Wiki লিখতে পারতেছি না WikiSylhet (আলাপ) ১৩:২০, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil এই পাতাটিকে ইংলিশ wiki তে নিবন্ধন করতে সহযোগিতা চাই। WikiSylhet (আলাপ) ১৩:২২, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

মার্চ 2021[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। এটা হয়তো আপনার ইচ্ছাকৃত ছিল না, কিন্তু আপনার সাম্প্রতিক সম্পাদনা রিয়েল সিলেট থেকে রক্ষণাবেক্ষণ ট্যাগ অপসারণ করেছে। রক্ষণাবেক্ষণ ট্যাগ অপসারণের ক্ষেত্রে অনুগ্রহ করে নিশ্চিত হোন যে, যে সমস্যার জন্য ট্যাগ সাঁটা হয়েছে, তার সমাধান হয়েছে, অথবা সম্পাদনা সারাংশে উপযুক্ত কারণ প্রদর্শন করুন। এটা যদি আপনার ভুল হয়ে থাকে, দুশ্চিন্তা করবেন না, আপনার মুছে ফেলা টেমপ্লেট ফেরত আনা হয়েছে। কিভাবে এই বিশ্বকোষে অবদান রাখা যায়, তা জানতে আমাদের স্বাগত পাতাটি দেখে নিন, এবং আপনি যদি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। ধন্যবাদ। — Meghmollar2017আলাপ০৩:৩৩, ১৩ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

দয়া করে নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণের বিজ্ঞপ্তি সরিয়ে ফেলবেন না অথবা নিবন্ধ অপসারণের আলোচনা থেকে অন্যের মন্তব্য মুছে ফেলবেন না। এটি করে আলোচনা বন্ধ করা যাবে না। সুতরাং, আপনাকে যথাযথ পাতায় প্রস্তাবিত অপসারণ বিতর্কে মন্তব্য করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ধন্যবাদ। —শাকিল হোসেন আলাপ ১৬:০৯, ১৩ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ট্যাগ সরিয়ে ফেললেই নিবন্ধটি অপসারণ থেকে বেঁচে যাবে না। আর সুরক্ষা টেমপ্লেট লাগালেই কোনো নিবন্ধ সুরক্ষিত হয়ে যায় না। এ ধরনের হাস্যকর ধ্বংসপ্রবণ আচরণ থেকে নিবৃত্ত হোন। অন্যথায় আপনাকে বাধা প্রদান করা হতে পারে। — Meghmollar2017আলাপ১৬:১১, ১৩ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]