বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Rubeldewan993

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Md Arif bd কর্তৃক ৪ বছর পূর্বে "অবিশ্বকোষীয় ও বিজ্ঞাপন প্রচার" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

[সম্পাদনা]

রুবেল দেওয়ান

রুবেল দেওয়ান ০৫ এপ্রিল ১৯৯৩ খ্রিস্টাব্দে নওগাঁ জেলার পোরশা উপজেলাধীন বিপ্রভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আজিজার দেওয়ান এবং মাতার নাম মোসা: শামসুন্নাহার। ৬ষ্ট শ্রেণিতে অধ্যয়নকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। ২০০৮ সাল থেকে বাংলাদেশ বেতার-ঢাকা থেকে প্রচারিত ‘কলকাকলি’ অনুষ্ঠান হতে তার বিভিন্ন ছড়া-কবিতা প্রচার হতে থাকে এবং উক্ত ছড়া-কবিতাগুলি বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত হয়। পত্রিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য-‘শিশু’, ‘ধান শালিকের দেশ’ ইত্যাদি। ছড়া-কবিতার পাশাপাশি তিনি গল্প, উপন্যাস, নিবন্ধ, স্মৃতিকথা, ভ্রমণকাহিনীও লিখে থাকেন। জাপান থেকে প্রকাশিত মাসিক ‘কিশোরচিত্র’ পত্রিকায় তার নিবন্ধসহ অন্যান্য লেখা প্রকাশিত হতে থাকে। দৈনিক ‘জনকণ্ঠ’, দৈনিক ‘সমকাল’ পত্রিকায় চিঠিপত্র কলামেও তার লেখা প্রকাশিত হয়। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘বঙ্গপ্রেমী' যা ২০১৩ সালে প্রকাশিত হয়।

সূত্রঃ প্রকাশক, অধ্যাপক মাহমুদ মোস্তফা আল মারুফ

(আলো আধার প্রকাশন)

|→কিছু অর্জন←|

☞বিপ্রভাগ প্রাইমারী স্কুলে শ্রেণিকক্ষ ‘রুবেল দেওয়ান কক্ষ’ নামে নামকরণ। ☞৫ম শ্রেণির First Model Test এবং 2nd Model Test পরীক্ষায় উপজেলা পর্যায়ে যথাক্রমে ২য় স্থান এবং ১ম স্থান অধিকার। ☞১ম শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত ১ম স্থান অধিকার। ☞স্কুল পর্যায়ে নিজের লেখা নাটকে অভিনয় করে ১ম স্থান এবং উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার। ☞ইউনিয়নের সকল স্কুলের অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে কবিতা আবৃত্তি করে ১ম স্থান অর্জন। ☞জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতায় উপজেলা এবং জেলা পর্যায়ে ১ম স্থান অর্জনসহ বিভাগীয় পর্যায়ে ৪র্থ স্থান অধিকার (দলীয়)। ☞রাজশাহী ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর থেকে ২০১৫ সালে মেধাবী সংবর্ধনা পুরষ্কার লাভ। ☞২১/০৯/১৫ ইং তারিখে Radio Padma 99.2 FM-এ সাক্ষাৎকারমূলক একটি অনুষ্ঠান ‘কবির কবিতা’-তে আবৃত্তি এবং সাক্ষাৎকার দেন।


Education Qualification: ➤2007: Five (Scholarship), Biprobhag Primary school, Naogaon. ➤2012: SSC (Department of Science), Mashidpur BL High School, Naogaon. ➤2012: Diploma in Computer Science & ICT, SIT Foundation, Bogra. ➤2014: HSC (Department of Science), Varendro College, Rajshahi. ➤2015-Present: (Department of Physics), Rajshahi College, Rajshahi.

Professional Experience:

◑ Founder & Director, Electron Tuition Home, Rajshahi. (2018-Present) ◑ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, 'অন্বেষণ' রাজশাহী কলেজ, রাজশাহী (২০১৪-২০১৯) ◑ সম্মানিত সদস্য, নিয়ামতপুর পোরশা সাপাহার উপজেলা ছাত্রছাত্রী ঐক্য পরিষদ (২০১৪-বর্তমান) ◑ Member, Club of Physics, Rajshahi College, Rajshahi. (2014-Present) ◑ প্রতিষ্ঠাতা সভাপতি, বিপ্রভাগ যুব উন্নয়ন ক্লাব (২০১৯-বর্তমান) ◑ Former Brand Promotor, Airtel Bangladesh Limited. (2016-2018) ◑ প্রতিষ্ঠাতা পরিচালক, প্রভাতী প্রাইভেট সেন্টার, রাজশাহী (২০১৫-২০১৮) ◑ রাজশাহী কলেজ নাট্য সংসদ, রাজশাহী। (২০১৯-বর্তমান) ◑ খণ্ডকালিন শিক্ষক, অনন্যা একাডেমী, মতিঝিল, ঢাকা (২০১৪) ◑ Rajshahi College Presentation Club-RCPC (2019-Preaent) ◑ সদস্য, কালের কণ্ঠ শুভ সংঘ, রাজশাহী কলেজ, রাজশাহী (২০১৯-বর্তমান)

2A03:2880:13FF:2:0:0:FACE:B00C (আলাপ) ০৬:৩১, ১৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)Rubel Dewanউত্তর দিন

অবিশ্বকোষীয় ও বিজ্ঞাপন প্রচার

[সম্পাদনা]

ভাই আপনি নওগাঁ জেলা নিবন্ধনটিতে নিজের প্রচারনা মূলক সম্প্রসারন করে যাচ্ছেন যা উইকিপিডিয়া নীতিমালা বর্হিভূত। আশা করবো প্রচারনা মূলক কোন নিবন্ধন সম্প্রসারণ করবেন না। Md Arif bd (আলাপ) ০৭:৩৪, ১৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন