ব্যবহারকারী আলাপ:Engr Read Hossain

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ব্যবহারকারী আলাপ:Reaid Hossain থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: Aftabuzzaman কর্তৃক ৬ বছর পূর্বে "সাহায্য করুন!" অনুচ্ছেদে

আপনাকে বৃত্তি প্রদান করা হয়েছে![সম্পাদনা]

প্রিয় Reaid Hossain, শুভেচ্ছা নিবেন।
আপনি কিছুদিন আগে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা সন্মেলনের বৃত্তিতে আপনার নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন।

অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, আয়োজক কমিটি আপনাকে বৃত্তি প্রদান করার জন্য নির্বাচিত করেছে। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনার ইমেইল ঠিকানায় পাঠানো হয়েছে। দয়া করে আপনার ইমেইল পরীক্ষা করুন। কোন প্রশ্ন থাকলে info@wikimedia.org.bd ঠিকানায় যোগাযোগ করুন।
-আয়োজক কমিটি

সাহায্য[সম্পাদনা]

1. ব্যবহারকারী নাম পরিবর্তনের জন্য এখানে আবেদন করুন। 2. এখানে জানতে পারবেন আপনি কবে একাউন্ট তৈরি করেছেন এবং প্রথম সম্পাদনা কবে করেছেন। ধন্যবাদ কায়সার আহমাদ (আলাপ) ১০:১৬, ৯ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

টিক-চিহ্ন
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

সাহায্য করুন![সম্পাদনা]

টিক-চিহ্ন
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

উইকি লাভস মনুমেন্টস, ছবি প্রতিযোগীতা-২০১৬ তে যে ছবি আমি আপলোড করেছিলাম সেই ছবি গুলোর থেকে কিছু নির্বাচিত ছবি আমি উইকি লাভস মনুমেন্টস, ছবি প্রতিযোগীতা-২০১৭ তে যুক্ত করতে চাচ্ছি। কিন্তু আপলোড করা সম্ভব হচ্ছেনা। কারন, আগের ছবির সঙ্গে সেটা সম্পূর্ণ মিলে যাচ্ছে যার ফলে হুবহু প্রতিলিপি হিসাবে সনাক্ত করা হছে। আমার প্রশ্ন: উক্ত ছবি গুলো কি আর এই প্রতিযোগীতার আওতায় আনা সম্ভব?

রিয়াদ (আলাপ) ১৬:১০, ২৬ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উত্তর হল: না, ইতিমধ্যে আপলোড করা ছবিগুলি আর এই প্রতিযোগীতার আওতায় আনা সম্ভব নয়। আপনি ঐ বস্তু/স্থাপনার ছবি আপলোড করতে পারবেন তবে সেই ছবি নতুন/ইতিমধ্যে আপলোড হয়নি এমন হতে হবে। --আফতাব (আলাপ) ১৭:৩২, ২৬ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
সুপ্রিয় Engr Read Hossain,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~