ব্যবহারকারী আলাপ:Gallileo2k/সংকলন০৪
আলোচনা যোগ করুনNavigation vs Navbox প্রসঙ্গে
[সম্পাদনা]ইংরেজি উইকিতে {{Navigation}} ব্যবহারের বদলে {{Navbox}} ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু বাংলা উইকিতে {{Navbox}} কাজ করে না। সম্ভবত এই ক্লাস table class="navbox collapsible autocollapse nowraplinks" নেই বলে। আমি আপাতত পুরানোটাই ব্যবহার করছি। আপনি সময় পেলে এটা একটু দেখলে ভাল হয়। ধন্যবাদ। --μακσυδ • আলাপ ১৭:৪২, ৩ নভেম্বর ২০০৭ (UTC)
- এইটা কমন ডট সিএসএস ফাইলে যোগ করতে হবে। আমি এখন করতে পারছিনা, বেলায়েত খুব সহজেই এটা আপডেট করে দিতে পারবেন, উনাকে বলে দেখুন। --রাগিব (আলাপ | অবদান) ০৬:২৩, ৪ নভেম্বর ২০০৭ (UTC)
- {{Navbox}} এখনো কাজ করে না ঠিক মত। ইংরেজী উইকিপিডিয়ায় যেখানে [show] /[hide] দেখায় বাংলা উইকিতে পুরনো {{Navivation}} ব্যবহার করলে [দেখাও]/[আড়াল করো] দেখাত। আমি {{Tnavbar}} আপডেট করেছি ফলে পুরানো টেম্পলেট গুলো ঠিকমত দেখাচ্ছে না (এরকম মাত্র ৫টা আছে, আর ইংরেজি উইকিতেও সেগুলো ঠিকমত দেখায় না, তবে ওরা সবগুলিকে Navbox দিয়ে আপডেট করে ফেলেছে)। সেগুলোকে আমি নাহয় {{Navbox}} দিয়ে আপডেট করে দেবো। আপনি একটু দেখবেন তো Common.css এর আর কি পরিবর্তন করতে হবে।--μακσυδ • আলাপ ১৩:৪১, ৭ নভেম্বর ২০০৭ (UTC)
thanks
[সম্পাদনা]--তারিফ এজাজ ০৪:৪৬, ৫ নভেম্বর ২০০৭ (UTC)
বইয়ের প্রচ্ছদের কপি রাইট
[সম্পাদনা]আমি কিছু বইয়ের প্রচ্ছদ স্ক্যান করে কি তা কমন্সে যোগ করতে পারব? অন্য ভাষার উইকিতে কয়েকটা বইয়ের প্রচ্ছদের ছবি দেখেছি। বইয়ের পচ্ছদের কপি রাইটের ব্যাপারটা আমাকে একটু জানালে আমি কয়েকটা বইয়ের উপর কাজ করতে পারতাম। ধন্যবাদ। --মুনতাসির ১৬:৪৯, ২৩ নভেম্বর ২০০৭ (UTC)
- সমস্যাটা হলো, বইয়ের সাথে বইয়ের প্রচ্ছদও কপিরাইটেড। অন্য ভাষার উইকিতে (এবং বাংলা উইকিতেও) যোগ করা হয়েছে ফেয়ার ইউজের অধীনে। ফেয়ার ইউজের ব্যাপারটা ঘোলাটে, এবং দরকার না হলে তাতে না যাওয়াই ভালো। --রাগিব (আলাপ | অবদান) ০৭:০৬, ২৪ নভেম্বর ২০০৭ (UTC)
Congrates
[সম্পাদনা]--তারিফ এজাজ ০২:৪২, ২০ ডিসেম্বর ২০০৭ (UTC)
- রাগিব ভাইয়া, ইংরেজি উইকিতে গুরুদুয়ারার পপাপে আপনার তোলা ছবিটি আসছে :D
--তারিফ এজাজ ০২:৪৬, ২০ ডিসেম্বর ২০০৭ (UTC)
আমি নতুন
[সম্পাদনা]সকলকে নতুন বছরের শুভেচ্ছা।
আমি এখানে একেবারেই নতুন। তাই অনেককিছু বুঝতে পারছিনা। আপনারা সাহায্য করলে আমার সুবিধা হবে। আমি একটি ফোরামের সদস্য এবং আমার ব্লগ আছে। এই দুটোর কোড খুব সামান্য বুঝি। (আমি সাহিত্যের ছাত্র, কম্পিউটারের না)। কিন্তু উইকিপিডিয়ার কোডগুলোর সাথে এখনও পরিচিত হতে পারিনি। আমি একটা সমস্যায় পড়েছি, সমাধান দিলে আনন্দিত হবো।
- গতকাল কুড়িগ্রামের উপর ছোট্ট একটি তথ্যপাতা যোগ করেছি। কিন্তু সেখানে আমার তোলা কোন ছবি যোগ করতে পারছিনা। ছবি কিভাবে আপলোড করে ওই পেজের সাথে যোগ করবো?
- আমি ধীরে ধীরে আরও তথ্য যোগ করবো। কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা সম্পর্কে। সেগুলো কি আলাদা আলাদা পেজ হবে নাকি একই পেজের মধ্যে থাকবে?
আমি আমার আলাপ পাতা দেখতে পেয়েছি। কিছু বুঝিনি।
মি. রাগিব আমার বুদ্ধিবৃত্তিক সীমাবদ্ধতাগুলোকে গঠনমূলক দৃষ্টিতে দেখলে আনন্দিত হবো। ধন্যবাদ সকলকে--Susanta ০৬:৩৮, ২ জানুয়ারি ২০০৮ (UTC)
আর্সেনাল ফুটবল ক্লাব
[সম্পাদনা]আর্সেনাল ফুটবল ক্লাব নিবন্ধটি নির্বাচিত করার জন্য করার জন্য প্রস্তাব করা হয়েছে। দেখে মন্তব্য করুন। --রায়হান আবীর ২০:০২, ১১ জানুয়ারি ২০০৮ (UTC)
interwiki bot in bn wiki
[সম্পাদনা]Are you going to run as a bot in bn wiki? If so, please state that in my talk page, so that I can grant you bot flags. Thanks. Ragib 17:58, 15. Jun 2007 (CEST)
- I have created a separate user account, Purbo T, for interwiki bot activities on the bn Wikipedia. -- Purodha Blissenbach aka bn:User:Purodha (talk) 00:20, 23. Jun 2007 (CEST)
- Thank you! --Purodha Blissenbach ০১:৫৫, ১৮ জানুয়ারি ২০০৮ (UTC)
রাগিব ভাই লক্ষ্য করুন : জাহানারা ইমাম
[সম্পাদনা]তথ্যে কিছু ভুল ছিল। ঠিক করে দিয়েছি। বইয়ের আরো কিছু তথ্য ভুল আছে, পরে ঠিক করে দিবো।
রাজনৈতিক জীবনটা যোগ করা ঠিক হয়েছে কিনা বুঝতে পারছি না। যাহোক মতামত জানাবেন। --Suranjit ১৮:৫৭, ২৩ জানুয়ারি ২০০৮ (UTC)
রাগিব ভাই লক্ষ্য করুন : ছবি
[সম্পাদনা]আমি সম্প্রতি ছেঁড়াদ্বীপের একটি ছবি আপলোড করেছি। আপলোড বোধহয় ঠিকভাবে হয়নি। কোনো মন্তব্য বা সংশোধন থাকলে জানালে উপকৃত হবো। সে অনুযায়ী পরে আরো কয়েকটি ছবি দিতে পারবো। ধন্যবাদ। --গৌতম ১০:০৩, ২৭ জানুয়ারি ২০০৮ (UTC)
নির্বাচিত নিবন্ধ
[সম্পাদনা]আর্সেনাল ফুটবল ক্লাব নিবন্ধকে নির্বাচিত করার জন্য প্রস্তাব করা হয়েছিল। সম্প্রতি সত্যজিৎ রায়-কে করার জন্যও প্রস্তাব রেখেছি। এখানে দেখুন: উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ। দুটি নিবন্ধই সম্পূর্ণ। অবশ্য নির্বাচিত হওয়ার আগে সবার পর্যালোচনা আবশ্যক। আর হিসাবমতে ফেব্রুয়ারির ১ তারিখে প্রধান পাতায় ভাষাবিজ্ঞান নিবন্ধটি আসার কথা। এর জন্য প্রয়োজনীয় সব কাঠামোই আমি করেছি। এখনও যদি দ্বিমত থাকে তাহলে উইকিপিডিয়া আলাপ:এ মাসের নির্বাচিত নিবন্ধ - এখানে মন্তব্য করুন। সময় ঘনীয়ে আসছে। -- মুহাম্মদ ০৬:১৯, ২৯ জানুয়ারি ২০০৮ (UTC)
নতুন নিবন্ধ
[সম্পাদনা]Sir, i have problem when i start new top and click on it the following message will come for downloading. I already contribute new topic in einlish their have no such prob. But I bengali I am facing the prob. যখন আমি "আপনি পৃষ্ঠাটি সৃষ্টি করতে পারেন।" উপর ক্লীক করছি তখন
জ্য়ন্ত নাথ Jayanta Nath ১২:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
আমি যখন লগিন করে করছি তখন একই সমস্যা, কিন্তু লগিন না থাকলে কনো সমস্যা নেই। Joy ০৬:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
তথ্যছকে সমস্যা
[সম্পাদনা]আমি একটি টেমপ্লেট তৈরি করেছি । Template:শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম । একটি ইংরাজি টেমপ্লেট থেকে আমি এটি তৈরি করেছি । কিন্তু সমস্যা হল টেমপ্লেটটি প্রাথমিক ভাবে ফোল্ডিং অবস্থায় না থেকে খোলা অবস্থায় আসছে । যা অভিপ্রেত না । এছাড়া আমি টেমপ্লেটটির রঙও পাল্টাতে পারছি না । এছাড়া কখনও কখনও ফরম্যাটিং এ সমস্যা হচ্ছে । কিছু লেখা বাইরে বেরিয়ে যাচ্ছে বা লাইন ব্রেক আসছে । পিয়াল ০৭:০০, ১৭ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
তথ্যছক
[সম্পাদনা]শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিবন্ধটি দেখূন । এর নিচে দুটি তথ্যছক লাগানো আছে । একটি শরৎচন্দ্রের সাহিত্যকর্ম এবং আরেকটি বাংলার নবজাগরণ । আমার কম্পিউটারে বাংলার নবজাগরণ তথ্যছকটি প্রাথমিক ভাবে বন্ধ অবস্থায় এলেও সাহিত্যকর্ম ছকটি খোলা অবস্থায় আছে । আর সাহিত্যকর্ম ছকের উপন্যাস অংশটি দেখুন লাইনের মধ্যে দূরত্ব সমান নয় । আর বাংলার নবজারগরন ছকে দেখাও আর আড়াল করো ঠিক নেই । আড়াল কর হবার সময় দেখাও কথাটিও দেখা যাচ্ছে । পিয়াল ০৭:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
জয়ন্ত নাথের সমস্যা
[সম্পাদনা]জয়ন্ত নাথের সমস্যাটা নাকি ফায়ারফক্স ব্যবহার করও সমাধান হয়নি। একটু দেখবেন কি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:২৬, ১৯ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
- ফায়ার ফক্স ব্যবহার করেছি কিন্তু তাও একই সমস্যা হচ্ছে। আমি যখন পুরোনো কোনো নিবন্ধ-এর [সম্পাদনা] অংশে click করছি তখন কোনো সমস্যা থাকছে না। আমি সুন্দর ভাবে সম্পাদনা করতে পারছি, কিন্তু নতুন নিবন্ধ তৈরী করতে গেলে index.php ফাইল ডাউনলোড করতে চাইছে, যার মধ্যে লেখা আছে .. [Process] Type=Edit text Engine=MediaWiki Script=http://bn.wikipedia.org/w/index.php Server=http://bn.wikipedia.org Path=/w Special namespace=বিশেষ [File] Extension=wiki URL=http://bn.wikipedia.org/w/index.php? title=%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80_%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA:Jayantanth&action=edit&internaledit=true
Jayanta Nath ১১:০২, ১৯ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
সমাধান
[সম্পাদনা]রাগিব ভাই, আমি জয়ন্ত নাথ ,আমি jayantanth থেকে joy usersনামে পরিবর্তন হবার পরার আর কোনো সমস্যা হচ্ছে না।জয়ন্ত নাথ ১১:৩৫, ২০ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
মন্তব্য
[সম্পাদনা]ঠিক আছে, কলকাতা নিয়ে লিখব - ঠি্ক এখন সেরকম একটা কিছু করছিও..... আর এ ব্যপারে (কলকাতা নিয়ে) আমি যদি কোন ভাবে কাজে লাগতে পারি তাহলে তা জানাবেন, খুশি হব।
- সৌমেন্দ্র নাথ ঠাকুর ২১:০৬, ২০ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
পুন: আমিতো কোন ছাই, রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব ভট্টাচার্য (পশ্চিমবঙ্গের বর্তমান মূখ্যমন্ত্রী) জ্যোতি বসু (পশ্চিমবঙ্গের প্রাক্তন মূখ্যমন্ত্রী) এছাড়া আরো আনেক বিখ্যাত বিখ্যাত ব্যাক্তি - এরকম অনেকেই পূর্ববঙ্গের মানুষ, এটা ঘটনা!!
- সৌমেন্দ্র নাথ ঠাকুর ২১:৩০, ২০ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
Militery navigation template
[সম্পাদনা]রাগিব ভাই, এই টেমপ্লেটটা বাংলায় কিভাবে ব্যবহার করতে হবে? আমি সামরিক সংগঠনে এই টেমপ্লেটটা ব্যবহার করতে চাই। বর্তমানে Navbox ব্যবহার করে একটা টেমপ্লেট তৈরী করেছি। --Shohag ০৮:০০, ২২ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
- ইংরেজি উইকির ঐ টেম্পলেটের পাতায় যান, এডিট বা সোর্স দেখার জন্য খুলে কোড দেখে কপি করে নিন। তার পর বাংলাতে টেম্পলেটের পাতা খুলে সেখানে পেস্ট করে সেভ করুন। --রাগিব (আলাপ | অবদান) ০৮:২৮, ২২ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
Block
[সম্পাদনা]No problem. :) -- Cat chi? ১৮:৫৪, ২ মার্চ ২০০৮ (UTC)
পশ্চিমবঙ্গের জেলাসমূহ
[সম্পাদনা]রাগিব ভাই, পশ্চিমবঙ্গের জেলাসমূহ নামের টেম্পেট টির মধ্যে ভুল আছে। টেম্পেট টি কে তৈরী করেছে বুঝতে পারছি না। Edit ও করা যাচ্ছে না। সাহায্য করতে পারেন?? জয়ন্ত নাথ ০৮:১৫, ৬ মার্চ ২০০৮ (UTC)
- ধন্যবাদ রাগিব ভাই জয়ন্ত নাথ ০৮:৩০, ৬ মার্চ ২০০৮ (UTC)
SUL Usurpation
[সম্পাদনা]Hi Ragib,
could you rename User:PDD (vandal account with only one edit to his user page) to something else so that I can merge my accounts? Thanks in advance... de:User:PDD/en:User:PDD ০৮:৪১, ২৬ মার্চ ২০০৮ (UTC)
- Problem solved via account merging on meta; no further action required. Thanks! PDD ১০:২৪, ২৬ মার্চ ২০০৮ (UTC)
Problem not solved
[সম্পাদনা]Ragib via, I can't solve the ip address problem yet. --তারিফ এজাজ ০৭:৫২, ২৮ মার্চ ২০০৮ (UTC)
তথ্যছক-রাষ্ট্রপতি
[সম্পাদনা]রাগিব ভাই, একটু দেখবেন Template:তথ্যছক-রাষ্ট্রপতি মধ্যে বোধহয় কোনো ভুল আছে। আমি Templateটি জর্জ ন্যাথানিয়েল কার্জন-এ ব্যাবহার করে ঠিক ফল পাচ্ছি না। আর তথ্যছক বা Template তৈরীর উপর কোনো help তৈরী করতে পারলে ভালো হয়। জয়ন্ত নাথ ০৬:১১, ১ এপ্রিল ২০০৮ (UTC)
রাগিব ভাই, সামহোয়্যার ইন থেকে এখানে চলে আসলাম।
[সম্পাদনা]রাগিব ভাই, শুভেচ্ছা নিবেন।
আমি আলী হায়দার খান (তন্ময়)। সা. ই. এ লিখি । বেশ কিছুদিন আগেই বাংলা উইকিতে এ্যাকাউন্ট করেছিলাম কিন্তু কিছু দিন হয় নিবন্ধের কাজ শুরু করেছি। কিছু কিছু বিষয়ে সমস্যা হচ্ছে। আশা করি সাহায্য করবেন।
ধন্যবাদ
--তন্ময় ১৫:৫১, ১ এপ্রিল ২০০৮ (UTC)আলী হায়দার খান
NSTU এর ছবি
[সম্পাদনা]এগুলো আমার ভাই এর তোলা ছবি। সে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
--তন্ময় ২১:১৯, ৪ এপ্রিল ২০০৮ (UTC)আলী হায়দার খান
বইয়ের রেফারেন্স
[সম্পাদনা]বইয়ের রেফারেন্স দেয়ার পদ্ধতিটি জানালে উপকৃত হবো । Jatak ১৫:০০, ৯ এপ্রিল ২০০৮ (UTC)
ধন্যবাদ
[সম্পাদনা]প্রত্যাবর্তন বা পুনরাগমণ যেটাই হোক সম্পাদনা করেতে পেরে স্বস্তি লাগছে। অবশ্যই অনলাইনে নিয়মিত থাকলে সম্পাদনা অব্যহত থাকবে। ধন্যবাদ। রাজিবুল ০৬:২৪, ১৭ এপ্রিল ২০০৮ (UTC)
Mediawiki Help
[সম্পাদনা]রাগিব ভাই, আমি কিছু সময় ধরে mediawiki ব্যবহার করতে শুরু করেছি আমার ওয়েবসাইটে। কিন্তু আমি আপলোড এনেবল করতে পারছি না। আমি কি কোড পরিবর্তন করবো সেটা বললে ভালো হয়।
ধন্যবাদ...
ধ্বনিগত বাংলা রূপ
[সম্পাদনা]আমার নিজের আলাপ পাতায় আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। --সামীরুদ্দৌলা ১৮:০০, ২২ এপ্রিল ২০০৮ (UTC)
বাংলার জন্য 'উইকিপিডিয়াগুলোর তালিকা' মেটা তৈরি করেছি।
[সম্পাদনা]ইংরেজি List of wikipedias এর মত বাংলার জন্য 'উইকিপিডিয়াগুলোর তালিকা' মেটাটি তৈরি করেছি। প্রথম পাতার অন্যান্য ভাষায় উইকিপিডিয়া র সম্পূর্ণ তালিকার সাথে এটা সংযোগ/লিংক করতে চাই। এটির অনুবাদ এখনো কিছুটা বাকি আছে। এটা একা আমার পক্ষে করা কঠিন। তাই যারা আগ্রহী তাদের সাহায্য চাইছি। এছাড়া মেটাটি নিয়মিত আপডেট ও করতে হবে। সেজন্য সবার অংশগ্রহণ কাম্য। ধন্যবাদ। --তন্ময় ১৩:০৭, ২৩ এপ্রিল ২০০৮ (UTC)আলী হায়দার খান
Unblock Request
[সম্পাদনা]Hi, could you please unblock me? I've requested a bot flag and now I'm waiting for it. -- FiriBot 3rd of May, 16:52.
Blocking SpBot
[সম্পাদনা]Hello.
Did you take some time, to think about what you did? How can can I register, if you block the user "with autoblock" for _infitite_? I use a static IP. I cannot even edit my talk page, because you blocked everything. Did you take a look at this and this (since 2005 without any blocks)!? I am not a vandal-bot as you can see. Most other Wikipedias want to see 30-50 edits before they grant a bot-flag, because the edits are not visible in বিশেষ:RecentChanges and are not checked as well as the others. Would you prefer to grant a flag to a new, unknown and inexperienced user? I cannot understand your behavior, other users know how to handle this: by talking, not blocking! SpBot ১৭:১২, ৩ মে ২০০৮ (UTC)
- Well, it is YOU who didn't bother to check out the bot page and the related policies before starting a bot. The requirements for any bots is clearly laid down in that page. --রাগিব (আলাপ | অবদান) ১৭:২২, ৩ মে ২০০৮ (UTC)
- Is this short statement all a Bot has to satisfy here? In comparison to the German Wikipedia this is nothing. But you get blocked immediately if you are is not in a simple list?! e.g. you grant a flag after 3 hours and 3 edits without any discussion. This does not make sense. I call this needless bureaucracy + nonsense. SpBot ১৮:১৮, ৩ মে ২০০৮ (UTC)
- No, this is not bureaucracy or nonsense, rather a common courtesy we ask for iw bot and other bot operators ... please notify us before running your bot here, and get a bot flag so that you don't mess up the RC page. For IW bots, no prolonged discussion is necessary or required. --রাগিব (আলাপ | অবদান) ১৯:৩০, ৩ মে ২০০৮ (UTC)
- To clarify further, we block any bots running without bot flags. And to get a bot flag, operators are requested to apply to this page. As simple as that. --রাগিব (আলাপ | অবদান)
- Ok, I thought there were more reasons for this rule than the RC. Could you please unblock me? I'm still blocked. --SpBot ২১:১৮, ৩ মে ২০০৮ (UTC)
- To clarify further, we block any bots running without bot flags. And to get a bot flag, operators are requested to apply to this page. As simple as that. --রাগিব (আলাপ | অবদান)
bn wiki
[সম্পাদনা]Dhonnyobad :)Rueben lys ১৪:৫৭, ৫ মে ২০০৮ (UTC)
সাহায্য চাই
[সম্পাদনা]সূচীপএ সম্পাদনা কিভাবে করব দয়া করে জানান।--Mousumi ০৩:৩৩, ১২ মে ২০০৮ (UTC)
ধন্যবাদ
[সম্পাদনা]আপনি বাংলা উইকেপিডিয়ার ওপর আমার নজর ফেলার জন্য ধন্যবাদ। অনেক দিনের অনভ্যাসের ফলে, বাংলা লেখার ওপর দখলটা মোটামুটি চলেই গেছে। কিছু সময় লাগবে আবার সড়গড় হতে। Shovon76 ১৯:১২, ৪ জুন ২০০৮ (UTC)
Username change
[সম্পাদনা]This says you're the only local bureaucrat... Can you please rename this account to Maxim? (confirm). Maximr ২৩:০৫, ৪ জুন ২০০৮ (UTC)
- You can rename that account out of the way (usurpation). Is that possible here? Maximr ০০:২৩, ৫ জুন ২০০৮ (UTC)
Help required
[সম্পাদনা]Hi Ragib, can you please tell me how to put REF (মানে বাংলা 'রেফ') when I am using Avro with phonetic typing enabled? Thanks in advance. শোভন ১০:৩২, ৬ জুন ২০০৮ (UTC)
দুটো পাতা ডিলিট করে দিন
[সম্পাদনা]Hi Ragib, can you please delete the following two pages - ভারতের ফুটবল ক্লাব এবং [[বিষয়শ্রেণী:ভারতীয় ফুটবল ক্লাব]]? ধন্যবাদ! শোভন ২০:১৭, ১৬ জুন ২০০৮ (UTC)
Re:KhanBot at bn
[সম্পাদনা]Hi, the thing is that KhanBot is not going to be run autonomously on this wikipedia. Whenever it is run here, it is under my supervision; I manually accept the changes before it apply them to pages. My bot is run autonomous on wikipedias where it has a bot flag; not here. --Harald Khan Ճ ১৮:১৩, ১৯ জুন ২০০৮ (UTC)
Template:Infobox Officeholder and west bengal
[সম্পাদনা]thank you for fix the Template:Infobox Officeholder and please suggest and help me what I have to translate . Actually I want to complete the entire Template:Infobox Officeholder to Bengali. And again thank you for advice me to about west bengal Article. I have a camera and mobile camera aslo. I must add more picture about W.B. Again thanks.জয়ন্ত নাথ ০৫:০০, ৩০ জুন ২০০৮ (UTC)
বাংলা নামকরণ
[সম্পাদনা]http://bn.wikipedia.org/wiki/Trainer_%28aircraft%29 পৃষ্ঠাটির বাঙলা নামকরণে সহায়তা করুন। Infobox Military Unit এর বিভিন্ন অংশে বাংলা অনুবাদে সমস্যা আছে। বাংলাদেশ বিমান বাহিনী পৃষ্ঠাটতে দেখুন। --Tanveer.nonstop ২১:২৪, ৩০ জুন ২০০৮ (UTC)
কম্পিউটার → タチコマ robot
[সম্পাদনা]I own both accounts. This request is to unify all of my bot accounts for SUL. Thanks. -- Cat chi? ০৮:৩৫, ১১ জুলাই ২০০৮ (UTC)
ফায়ার ফক্স ৩ এর সমস্যাটা এখন হচ্ছে কি?
[সম্পাদনা]ফায়ার ফক্স ৩ এর সমস্যাটা এখন হচ্ছে কি? আমি এখনো আমার মেসিনে ফায়ার ফক্স ৩ লোড করিনি। এখন কি লোড করা যাবে? জয়ন্ত নাথ ১০:০০, ১৯ জুলাই ২০০৮ (UTC)
আবদুল আহাদ
[সম্পাদনা]না, আবদুল আহাদের উল্লেখযোগ্যতা নিয়ে আমিও নিশ্চিত নই। নেট থেকে জেনেই লিখেছিলাম। ইংরেজি উইকিতে এই নিবন্ধ মুছে ফেলা হয়েছে। এখানেও মুছে ফেলার আবেদন করতে পারেন। সেক্ষেত্রে নেটে আরেকটু ঘাটাঘাটি করে সবাই মিলে সিদ্ধান্তে আসা যাবে। -- মুহাম্মদ ১৫:১৬, ২৬ জুলাই ২০০৮ (UTC)
টেমপ্লেট বন্ধ খোলা নিয়ে কিছু সমস্যা
[সম্পাদনা]বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় যে টেমপ্লেট গুলি আছে সেগুলি সবসময়ে খোলা অবস্থাতেই থাকে । ইংরজি উইকির মত বন্ধ অবস্থায় আসে না । ফলে বড় বড় টেমপ্লেটগুলি পাতার দৈর্ঘ্য অনেক বাড়িয়ে দেয় । এবং মূল নিবন্ধ থেকে পাঠকের মনযোগ বিচ্যুতি ঘটাতে পারে । তাই প্রতিটি টেমপ্লেটেই হেডারের ডান দিকে বন্ধ-খোলার অপশন দেওয়া উচিত । আমি মনে হয় কয়েকটি টেমপ্লেটএ এটা করতে পেরেছিলাম । যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম প্রভৃতি । কিন্তু এখন আর সেই অপশন দেখতে পারছি না । এই বিষয়টির সমাধান করতে হবে । পিয়াল ০৪:০৬, ২ আগস্ট ২০০৮ (UTC)
বাংলা লিংক নেই কেন
[সম্পাদনা]ইংরেজি উইকির প্রধান পাতায় [১] অন্যান্য ভাষাসমূহ বা Languages-এর মধ্যে বাংলা লিংক নেই কেন একটু দেখবেন? জয়ন্ত নাথ ১১:২১, ৫ আগস্ট ২০০৮ (UTC)
- (Sorry for English ... can't see the built in keyboard in FF3). the reason is, some months ago, they decided to list only the languages with 20k+ articles, and 5+ depth. --রাগিব (আলাপ | অবদান) ১৭:৫৫, ৫ আগস্ট ২০০৮ (UTC)
সাহায্য করুন
[সম্পাদনা]“নওগাঁ গাঁজা সোসাইটি” এই পেজটি বড় হয়ে গেছে। কেমন করে একে একাধিক ভাগে ভাগ করব? আমি আরও ছবি দিতে চাই। আমাকে বার বার এই মেসেজ দেখাচ্ছে---- সতর্কীকরণ: এই পৃষ্ঠাটি ৩৭ কিলোবাইট দীর্ঘ; কিছু ব্রাউজারে ৩২ কিলোবাইটের চেয়ে দীর্ঘ পৃষ্ঠা সম্পাদনা করতে সমস্যা হতে পারে। অনুগ্রহ করে পৃষ্ঠাটিকে একাধিক ক্ষুদ্রতর অংশে ভাগ করার চেষ্টা করুন। কি করব?Naogaon ০৯:৩২, ১৩ আগস্ট ২০০৮ (UTC)
সাহায্য করুন
[সম্পাদনা]“নওগাঁ গাঁজা সোসাইটি” এই পেজটি বড় হয়ে গেছে। কেমন করে একে একাধিক ভাগে ভাগ করব? আমি আরও ছবি দিতে চাই। আমাকে বার বার এই মেসেজ দেখাচ্ছে---- সতর্কীকরণ: এই পৃষ্ঠাটি ৩৭ কিলোবাইট দীর্ঘ; কিছু ব্রাউজারে ৩২ কিলোবাইটের চেয়ে দীর্ঘ পৃষ্ঠা সম্পাদনা করতে সমস্যা হতে পারে। অনুগ্রহ করে পৃষ্ঠাটিকে একাধিক ক্ষুদ্রতর অংশে ভাগ করার চেষ্টা করুন। কি করব?
কি করব?
[সম্পাদনা]“নওগাঁ গাঁজা সোসাইটি” এই পেজটি বড় হয়ে গেছে। কেমন করে একে একাধিক ভাগে ভাগ করব? আমি আরও ছবি দিতে চাই। আমাকে বার বার এই মেসেজ দেখাচ্ছে---- সতর্কীকরণ: এই পৃষ্ঠাটি ৩৭ কিলোবাইট দীর্ঘ; কিছু ব্রাউজারে ৩২ কিলোবাইটের চেয়ে দীর্ঘ পৃষ্ঠা সম্পাদনা করতে সমস্যা হতে পারে। অনুগ্রহ করে পৃষ্ঠাটিকে একাধিক ক্ষুদ্রতর অংশে ভাগ করার চেষ্টা করুন। কি করব?Naogaon ০৯:৩৬, ১৩ আগস্ট ২০০৮ (UTC)
Bot username rename
[সম্পাদনা]Hi, I'd like my bot ব্যবহারকারী:কম্পিউটার to be renamed to User:タチコマ robot. This rename request is per my wikimedia wide bot username rename. I have decided to have a single username to more efficiently use SUL. Thanks.
- If this is not the right place to make this request, please move it to the right place.
-- Cat chi? ১৫:৫৮, ১৩ আগস্ট ২০০৮ (UTC)
দার্জিলিং পশ্চিমবঙ্গের অংশ
[সম্পাদনা]দার্জিলিং পশ্চিমবঙ্গ থেকে আলাদা হয়নি। গোর্খাল্যান্ড আন্দোলন চলছে দার্জিলিংকে আলাদা করার জন্য। তবে যেহেতু ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার পশ্চিমবঙ্গ বিভাগের বিরুদ্ধে, তাই অদূর ভবিষ্যতে দার্জিলিং পশ্চিমবঙ্গ থেকে আলাদা হবে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আলাদা যার কথা ভাবছেন সেটি একটি স্বশাসিত পার্বত্য পরিষদ, জেলার তিনটি পাহাড়ি উপজাতি ও নেপালি অধ্যুষিত মহকুমার জন্য। অর্ণব দত্ত ১৬:০৪, ২৪ আগস্ট ২০০৮ (UTC)
ধন্যবাদ
[সম্পাদনা]ধন্যবাদ। আমি উইকিতে নতুন...সবকিছু বুঝে উঠতে অনেক সময় লাগবে।
Bot PtBotgourou
[সম্পাদনা]Hello, I've already made a request here and made a test on this wiki like on most other wikis. I didn't se any information about test and i presume that is allowed to do so. Is it a problem ? --Gdgourou ১৬:৩১, ২৬ আগস্ট ২০০৮ (UTC)
দল গঠন-কু্মিল্লাতে
[সম্পাদনা]রাগিব ভাই আমি উইকিতে নতুন কিন্তু আমি মোটামুটি কিছু বুজতে পারছি।আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ নামে একটি প্রবন্ধ লেখা শুরু করেছি।আমি আশা করছি আপনি আমায় সাহায্য করবেন।আমি কমিল্লাতে একটি সেচ্ছাসেবী দল গঠন করার চিন্তা করছি।আপনার মতামত জানালে উপক্রিত হব।আর আমি কোন প্রবন্ধে কীভাবে ছবি যোগ করব তা একটু জানাবেন।অনেক প্রশ্ন করার জন্য দুঃখিত।--Avijit ১৪:৫০, ২৯ আগস্ট ২০০৮ (UTC)অভিজিত
দল গঠন-কু্মিল্লাতে
[সম্পাদনা]রাগিব ভাই আমি উইকিতে নতুন কিন্তু আমি মোটামুটি কিছু বুজতে পারছি।আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ নামে একটি প্রবন্ধ লেখা শুরু করেছি।আমি আশা করছি আপনি আমায় সাহায্য করবেন।আমি কমিল্লাতে একটি সেচ্ছাসেবী দল গঠন করার চিন্তা করছি।আপনার মতামত জানালে উপক্রিত হব।আর আমি কোন প্রবন্ধে কীভাবে ছবি যোগ করব তা একটু জানাবেন।অনেক প্রশ্ন করার জন্য দুঃখিত।--Avijit ১৪:৫০, ২৯ আগস্ট ২০০৮ (UTC)অভিজিত
বাংলা উইকিতে AWB কাজ করে
[সম্পাদনা]রাগিব ভাই, AWB টা বাংলা উইকিতেও কাজ করে। আমি সোর্স কোডের একজায়গায় 'bn' যোগ করে দেখেছি এটা কাজ করে। ক্যাটেগরি বলে দিলে প্রবন্ধ নিয়ে আসে ও সেগুলা আপডেট করা যায়। কিন্তু বিস্তারিত কি করে ব্যবহার করতে হয় সেটা দেখা হয়নি। ক্যাটেগরি অনুযায়ী এটা পেজের নাম নিয়ে আসতে পারে ও এডিট করতে দেয়। আপনি জানতে চেয়েছিলেন তাই জানালাম আরকি। ধন্যবাদ। ---μακσυδ • আলাপ ০৩:০২, ৮ সেপ্টেম্বর ২০০৮ (UTC)
উইকিসংকলনে ১,০০০ ভুক্তির মাইলস্টোন অতিক্রম
[সম্পাদনা]রাগিব ভাই, খবরটা উইকিমিডিয়া তে অন্যান্য প্রকল্পে এবং অন্যান্য প্রশাসনিক পাতায় জানানো দরকার।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:১২, ২৬ সেপ্টেম্বর ২০০৮ (UTC)
- খুব ভালো খবর। মেটা-তে একটা পাতা আছে, ওখানে জানিয়ে দাও। meta:Wikimedia News এই পাতায় নিউজ ও মাইলস্টোন দুই সেকশনেই এটা যোগ করে দাও। --রাগিব (আলাপ | অবদান) ০৮:২০, ২৬ সেপ্টেম্বর ২০০৮ (UTC)
বঙ্কিম
[সম্পাদনা]পাদটীকা বিভাগটিকে তথ্যসূত্রের সঙ্গে এক করে দেবেন না। তথ্যসূত্রে গ্রন্থপঞ্জি দেওয়া হবে। পাদটীকায় পাদটীকা। যেমনটি আমি চর্যাপদ পাতায় করেছি। কাজ চলছে। শেষ হতে সময় লাগবে। ধন্যবাদ।--অর্ণব দত্ত ০৫:২০, ২৮ সেপ্টেম্বর ২০০৮ (UTC)
ধন্যবাদ
[সম্পাদনা]উইকিপদক পেয়ে বেশ আনন্দিত ও উৎসাহিত বোধ করছি। আজ মহালয়া, দুর্গোৎসবের প্রথম দিন। তাই এই দিনে এই উইকিপদক আমার উৎসবের আনন্দকে অনেকটাই বাড়িয়ে দিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি, আপনাদের দোয়া ও আশীর্বাদ নিয়ে আমি ভবিষ্যতে আরও বেশি করে উইকিকে সমৃদ্ধ করতে পারব আশা।--অর্ণব দত্ত ০৭:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০০৮ (UTC)
need help
[সম্পাদনা]Ragib Vai,As I updated my Ubuntu 7.10 to 8.04 my ff2 upgraded to ff3.And in ff3 ,I cant find the 'phonetic keyboard' of wiki.So I cant edit while I am in linux using ff3.Would U please help me by suggesting any Phonetic Bangla keyboard for linux?--দায়ীন(আলাপ)/(অবদান) ০৮:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০০৮ (UTC)
ছবিসংক্রান্ত চিঠির উত্তর
[সম্পাদনা]রাগিব ভাই, আপনি ভুল বলেননি। তবে শুধু ছবি নয়, এপারের লেখালিখি সবই একটু কলকাতাকেন্দ্রিক হয়ে যাচ্ছে। জেলাগুলি নিয়ে অনেক কাজ করব ইচ্ছে আছে। অনেক জেলায় নিজে গিয়ে ছবিও তুলে এনেছি। ভবিষ্যতে আবারও যাব। এছাড়াও ছবি তোলা আর অর্গ্যানাইজেশন মজবুত করার যেসব দাওয়াই আপনারা বাতলে দিয়েছেন, সেগুলিও কার্যকর করে ফেলব। বিশেষ করে শান্তিনেকতন, উত্তরবঙ্গ, বাঁকুড়া ইত্যাদি অঞ্চলের ছবি ও সেই সম্বন্ধীয় লেখা। এছাড়াও বেশ কিছু আনকপিরাইটেড ছবিও আছে আমার হাতে। কিন্তু আপাতত শরীরটা বিশেষ ভাল নেই। জ্বর নিয়ে পুজো কাটল। ভেবেছিলাম, দুর্গাপূজা আর্টিকলটা শেষ করে ফেলব পুজোর মধ্যে, হল না। পুরো শয্যাশায়ী। তাও চেষ্টা করছিলাম, উইকিসংকলনে একদুটো লেখা দিতে। একটু চাঙ্গা হয়ে নিয়েই আবার উইকিপিডিয়াকে নিয়ে পড়া যাবে।
- আমার নিজের এলাকার না হলেও, বেহালায় এবং পাশের খিদিরপুরের কয়েকটি বিখ্যাত পূজা উদযাপনের ছবি, কমনসে তুলেছি। দুর্গাপূজা মেন আর্টিকলের প্রথমটি আর অকালবোধনের ছবিটি এ বছরের।
- আপনাকে ঈদের শুভেচ্ছা জানানো হয়নি। অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা নেবেন। দেরি হল বলে কিছু মনে করবেন না। --অর্ণব দত্ত ০৬:৩৫, ১২ অক্টোবর ২০০৮ (UTC)
ব্যবহারকারী:Dhaka Collegiate School
[সম্পাদনা]ব্যবহারকারী:Dhaka Collegiate School ব্যান করে দেওয়া হোক। কারণ এ নামে ইতিমধ্যে একটি প্রতিষ্ঠানের ভুক্তি আছে। এ ব্যবহারকারীর কার্যক্রমে ঝামেলা তৈরি করতে পারে। অথবা এ ব্যবহারকারীকে অনুরোধ করা যেতে পারে অন্য নাম ব্যবহারের জন্য।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:০০, ১৬ অক্টোবর ২০০৮ (UTC)
- একমত। বাধা দিয়ে ব্যবহারকারীর আলাপ পাতায় নাম পরিবর্তনের অনুরোধ জানাও। নাম ঠিক করলে আমি অন্য নামে সরিয়ে দিবো। --রাগিব (আলাপ | অবদান) ০৮:৩৩, ১৬ অক্টোবর ২০০৮ (UTC)
কিছু ফুলের নাম এড করেছি - রাজামশাই
ব্যুরোক্রেট পদের জন্য আবেদন
[সম্পাদনা]ব্যুরোক্রেট পদের জন্য আবেদন করেছি, আবেদনের কারণও আবেদনের সাথে পেশ করেছি। আশা করি পক্ষে বা বিপক্ষে উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Bellayet (ব্যুরোক্র্যাট) পাতায় আপনাদের মতামত জানতে পারবো। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৩৩, ১ নভেম্বর ২০০৮ (UTC)
নতূন Category
[সম্পাদনা]আমি উইকিপিডিয়াতে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নের উপর লেখার চেষ্টা করছি ।চট্টগ্রাম অঞ্চলের বেশ কয়েকটি ইউনিয়ন আমি এই পর্য্যন্ত অন্তর্ভুক্ত ও করেছি ।
রাগিব ভাই, আপনার প্রতি অনুরোধ রইল বাংলাদেশের উপজেলা এর মতো বাংলাদেশের ইউনিয়ন সমূহ নামের নতূন একটি Category সৃষ্টি করা হোক ।
এবং তাতে সবাই অবদান রাখার সূযোগ সৃষ্টি হবে । আর আমি যে একজন ব্যাক্তির জীবনের উপর ভূক্তি সংযোজন করেছিলাম তিনি ঐ এলাকার একজন সম্মানী ব্যাক্তিত্ব ছিলেন । যা হোক আমি উইকিপিডিয়াতে নতূন, যে কোন ভূল সংশোধিত করলে বাধিত থাকবো । শেষে আবারো অনুরোধ বাংলাদেশের ইউনিয়ন নামের নতূন একটি Category সৃষ্টি করা হলে ভালো হয় । ধন্যবাদ, ভালো থাকুন --Syed Nur Kamal ০৫:৪৬, ৯ নভেম্বর ২০০৮ (UTC)
নতূন Category
[সম্পাদনা]রাগিব ভাই, হ্যাঁ আমি বাংলাদেশের ইউনিয়ন নাম দিয়ে নতূন ইউনিয়ন Category শুরু করেছি । প্রাথমিক ভাবে এক লাইন অথবা সামান্য তথ্য দিয়ে শুরু করা হল যাতে সবাই তথ্য সন্নিবেশিত করতে পারে । পরবর্তীতে আমার জানা তথ্য গুলি আমি নিজেই সন্নিবেশিত করার চেষ্টা করবো । সহায়তার আশা রাখি । ধন্যবাদ, ভালো থাকুন --Syed Nur Kamal ০৮:০৫, ৯ নভেম্বর ২০০৮ (UTC)
বাংলাদেশের ইউনিয়ন
[সম্পাদনা]রাগিব ভাই, আপনার উপদেশ মত আমি কাজ চালিয়ে যাচ্ছি, আপনার সহযোগীতা রীতিমতো পেলে বাংলাদেশের সবগুলো ইউনিয়নের উপর নির্বন্ধ অন্তর্ভুক্ত করতে পারবো ।আপাতত আমি চট্টগ্রাম অঞ্চলের ইউনিয়ন গুলো অন্তর্ভুক্ত করার পর সেগুলোর জনসংখ্যা এবং আয়তন সম্পর্কিত তথ্য গুলো সংযোজন করার আশা রাখি ।আপনার জেলা এবং উপজেলার নাম জানাবেন কি? --Syed Nur Kamal ১০:১০, ১০ নভেম্বর ২০০৮ (UTC)
রাগিব ভাই, আশা করি ভালো আছেন। হ্যাঁ, আমি আপনার ইমেইলটি পেয়েছি, এবং আপনাকে উত্তরও পাঠিয়ে দিয়েছি। উত্তরটা যদি এখনও পৌঁছে নি, আবার পাঠিয়ে দিতে পারি। --সামীরুদ্দৌলা ১২:১৯, ১০ নভেম্বর ২০০৮ (UTC)
রাগিব ভাই, আপনার উপদেশ মনে রাখবো । হ্যাঁ, আমি কয়েকটি ইউনিয়ন নির্বন্ধে তথ্যসূত্র সন্নিবেশ করেছি ।আর চট্টগ্রাম অঞ্চলের ইউনিয়ন গুলো অন্তর্ভুক্ত করার পর সেগুলোর জনসংখ্যা এবং আয়তন সম্পর্কিত তথ্য গুলো সংযোজন করার আশা রাখি আর সাথে তথ্যসূত্র ও থাকবে ।ইউনিয়ন সম্পর্কিত নির্বন্ধ গুলো সংযোজন করতে পারলে বাংলাদেশের ভৌগোলিক পরিচয়ের মূল্যবান একটি দিক উন্মোচিত হবে ।সবাই একসাথে সহযোগীতা করলে আশা রাখি আমরা তা অবশ্যই পারবো ।আর ভবিষ্যতে নির্বন্ধ গুলো ইংরেজী উইকিপিডিয়াতে সংযোজন করার কাজটি আপনাদের দ্বারা সম্ভব কেননা ইংরেজী উইকিপিডিয়ায় আমার একাউন্ট নাই । ধন্যবাদ,ভালো থাকুন --Syed Nur Kamal ১০:২৭, ১১ নভেম্বর ২০০৮ (UTC)
আসলে সমস্যা টা হচ্ছে একই নামের ইউনিয়ন কয়েকটি উপজেলায় পাওয়া যাচ্ছে ।যেমন ধর্মপুর নামক ইউনিয়ন ফটিকছড়ি আর সাতকানিয়া দুটি উপজেলায় পাওয়া গিয়েছে ।ধন্যবাদ আমার কাজ গুলোর প্রতি দৃষ্টি রাখার জন্য ।--Syed Nur Kamal ০৮:০৩, ১২ নভেম্বর ২০০৮ (UTC)
ঠিক আছে তাই হবে, পূনরায় বলি আপনার জেলা এবং উপজেলার নাম জানাবেন কি? --Syed Nur Kamal ০৯:৫৩, ১২ নভেম্বর ২০০৮ (UTC)
ভ্যান্ডালিজম
[সম্পাদনা]আপনি প্রশাসক বলে, আপনার কাছে এই ব্যবহারকারীর অবদানপাতা দেখাচ্ছি: বিশেষ:Contributions/Oboomba। আজ পর্যন্ত ইনি শুধুমাত্র সত্যজিৎ রায়ের নিবন্ধটিই ভ্যান্ডালাইজ করেছেন। সেই ভ্যান্ডালিজমটি বাতিল করে দিয়েছি। --সামীরুদ্দৌলা ২১:৩৮, ১৬ নভেম্বর ২০০৮ (UTC)
স্থানান্তর : ধন্যবাদ ও একটি অনুরোধ
[সম্পাদনা]স্থানান্তরের ব্যাপারে আলোচনা হয়েছে। আমি প্রশাসকদের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করেছিলাম। কিন্তু কোনওভাবে এই ভুলটা আপনাদের নজর এড়িয়ে গিয়ে থাকবে। যা হোক, ঈশ্বরচন্দ্র পাতাটি যে সঠিকভাবে স্থানান্তর করে দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। সুভাষ চন্দ্র বসু শীর্ষক নিবন্ধটির শিরোনামেও অনুরূপ ভুল আছে সেটি সুভাষচন্দ্র বসু হবে। অনুরোধ করব, সেটিও যেন ঠিক করে দেন। --অর্ণব দত্ত ১০:৩৬, ১ ডিসেম্বর ২০০৮ (UTC)
- মহাকরণ সংক্রান্ত পৃষ্ঠাটি যদি সঠিকভাবে স্থানান্তরণ করা যায়, তবে সেই চেষ্টা করতে পারেন। আসলে, কয়েকটি স্থানান্তরণের বিষয় আমি আগেও আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো কারণে তা আপনার দৃষ্টি এড়িয়ে গিয়ে থাকবে। এর একটি হল সুভাষ চন্দ্র বসু। শিরোনামের বানানটি কিন্তু ভুল। কোনো কোনো জায়গায় সুভাষ চন্দ্র বানান লেখা হলেও সুভাষচন্দ্রের নিজের লেখালিখি ও স্ট্যান্ডার্ড প্রকাশনাগুলিতে সুভাষচন্দ্র লেখা হয়। ইংরেজিতে Subhash Chandra ঠিক আছে। তবে বাংলাতে সুভাষচন্দ্র। আমি সেই সঙ্গে সঙ্গে সুভাষচন্দ্র বসু (রিডায়ারেক্ট করা পৃষ্ঠা) পৃষ্ঠাটিও মুছে ফেলার আবেদন রাখছি যাতে, সঠিক বানানে শিরোনাম সহ নিবন্ধটি উইকিতে স্থান পায়। (খুব শীঘ্রই এই নিবন্ধটি অনুবাদের ইচ্ছা আছে।)--অর্ণব দত্ত ০৫:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)
Muro Bot
[সম্পাদনা]It was so quickly! Thank you very much. Muro de Aguas ১৮:০৪, ১৫ ডিসেম্বর ২০০৮ (UTC)
ঢাকা মেডিকেল কলেজ
[সম্পাদনা]্রাগিব ভাই, আমি উইকিপিডিয়ার পুরনো সদস্য হলেও আমাআর অবদান শূন্য বলা চলে।তবে ঢাকা মেডিকেল কলেজের উপর লেখাটি আমার নিজের এবং আপনি ঠিক ই ধরেছেন যে এটি কোন ম্যাগাজিনে ছাপা রচনা।এটি আমার নিজের লেখা বিধায় এটি উইকিপিডিয়ায় আপ লোড করেছিলাম।হয়তো উইকিপিডিয়ার সকল নিয়ম এটি মানে নি।যাই হোক কিভাবে লিখলে তা শুদ্ধ হবে যদি জানাতেন।আর কিভাবে ছবি আপ লোড করতে হয় তাও যদি জানাতেন উপক্রিত হতাম।
--Rifat1982 ১৮:৪৪, ১৮ ডিসেম্বর ২০০৮ (UTC)ডাঃ রিফাত হায়দার
Hi via
[সম্পাদনা]Hello Ragib via. As you have seen, I woke up from the "Kumbhokorno" sleep! Let's rock now! Regards --তারিফ এজাজ ২১:০৫, ২১ ডিসেম্বর ২০০৮ (UTC)
ঢাকা মেডিকেল কলেজ
[সম্পাদনা]রাগিব ভাই, ঢাকা মেডিকেল কলেজ নিবন্ধে নতুন ভাবে ইতিহাস যোগ করলাম।একটু দেখবেন।ছবি কিভাবে আপলোড করব তাতো বললেন না! --Rifat1982 ১৮:৫২, ২৫ ডিসেম্বর ২০০৮ (UTC)ডাঃ রিফাত হায়দার
পেডিয়া / পিডিয়া
[সম্পাদনা]হ্যাঁ সমস্যাটা আমি জানি তাই,প্রকল্প পাতা গুলিকে সরিয়ে দিলাম, তাতে কি কোনো ভুল হচ্ছে? মানে প্রযুক্তিগত কোন সমস্যা?ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৯:১১, ২৬ ডিসেম্বর ২০০৮ (UTC)
- বুঝতে পারলাম। মেটাউইকিতে অনুরোধ জানালে হয় না। আপনিও তো বোধহয় সেখানে কাজ করেন। আপনারা দেখুন না যদি ব্যাপার টাকে ঠিক করা যায়।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৯:৫২, ২৬ ডিসেম্বর ২০০৮ (UTC)
মতামত চাই
[সম্পাদনা]এই আলোচনার মতামত চাই -->মূল্যায়ন মান।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ১০:৪০, ২৬ ডিসেম্বর ২০০৮ (UTC)
ছবি আপলোড
[সম্পাদনা]প্রিয় রাগিব ভাই, দু'টি ছবি আপলোড করলাম।কিন্তু ফাইলের সাথে সংযোগ করতে পারছি না।আরেকটি প্রশ্ন- আমি কি আমার user name পরিবরতন করতে পারি না? --Rifat1982 ২২:০১, ২৭ ডিসেম্বর ২০০৮ (UTC)ডাঃ রিফাত হায়দার
ইউজার নেইম পরিবর্তন
[সম্পাদনা]প্রিয় রাগিব ভাই, অনেক অনেক ধন্যবাদ সাহায্যের জন্য।আমি ইউজার নেইম পরিবর্তন করে বাংলায় "রিফাত হায়দার" অথবা ইংরেজিতে "Rifat Haider" করতে চাই।কিছু ছবি আপলোড করতে চাচ্ছি যেগুলো আমার তোলা না কিন্তু এমন ব্যক্তির ছবি যা আমার পক্ষে তোলাও সম্ভব না। সেগুলো কি আপলোড করব? --Rifat1982 ১৯:০২, ২৮ ডিসেম্বর ২০০৮ (UTC)ডাঃ রিফাত হায়দার
ট্যাগিং
[সম্পাদনা]ইংরেজি ইউকিতে ব্যাপারটা Bot-scrip এ automatically করে জানি।Bot-scrip এর coding-এ আমি সরগর নই। তবে Auto wiki browser টার ব্যাপারে আর একটু detail-এ সাহায্য করতে পারেন?ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:৫০, ৩০ ডিসেম্বর ২০০৮ (UTC)
রাগিব ভাই। অশেষ ধন্যবাদ আমাকে এই ব্যাপারে সাহায্য করার জন্য। আর একটু সাহায্য লাগবে। আমি লগিন করার সময় সব সময়ই তো ইংরেজি ইউকিতে লগিন হতে চাইছে। আমি বাংলা ইউকিতে কিভাবে লগিন করবো? ইংরেজি ইউকিতে একটা requests for registration-এর ব্যাপার রয়েছে। এখানে কিভাবে করবো। ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৭:০৭, ৩০ ডিসেম্বর ২০০৮ (UTC) ধন্যবাদ রাগিব ভাই। হ্যাঁ আমি এখন ম্যানুয়ালটাই পড়াতে ব্যাস্ত আছি। ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৭:১৭, ৩০ ডিসেম্বর ২০০৮ (UTC)
ইমেইল
[সম্পাদনা]রাগিব ভাই, বাংলাউইকি প্রসঙ্গে একটি ইমেইল করেছিলাম। আপনার সম্পৃক্ততা অবশ্য কাম্য।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:২৪, ৩০ ডিসেম্বর ২০০৮ (UTC)
ইমেইল
[সম্পাদনা]রাগিব ভাই, বাংলাউইকি প্রসঙ্গে একটি ইমেইল করেছিলাম। আপনার সম্পৃক্ততা অবশ্য কাম্য।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:২৮, ৩০ ডিসেম্বর ২০০৮ (UTC)
hello
[সম্পাদনা]can you direct me to the person who implementd /or knows how the phonetic bangla typing got into place? im interested in knowing how and doing something similar for a chinese wikipedia.大天王皇子 ১৯:৫৭, ২ জানুয়ারি ২০০৯ (UTC)
NobelBot
[সম্পাদনা]My Bot is blocked in your wiki, I'make a request now, plrease unblock it. thanks محمد نبيل برّيري ০৯:৩২, ৩ জানুয়ারি ২০০৯ (UTC)
সাহায্য প্রার্থনা
[সম্পাদনা]রাগিব ভাই, এই পাতায় একটি সাহায্যের আবেদন আছে। খুব গুরুত্বপূর্ণ। সাহায্য পেলে আনন্দিত হব।--অর্ণব দত্ত ১৮:২২, ২৭ জানুয়ারি ২০০৯ (UTC)
- GDibyendu যেভাবে বলেছেন, সেইভাবে প্যারামিটার যোগ করে দিলে খুব উপকার হয়। --অর্ণব দত্ত ০৫:১৩, ২৯ জানুয়ারি ২০০৯ (UTC)
bn: Almabot
[সম্পাদনা]Granted bot flag at bn. --Ragib (d) 29 janvier 2009 à 05:57 (CET)
- Many thanks! Tieum p ১৫:১০, ২৯ জানুয়ারি ২০০৯ (UTC)
আনন্দময়ী মা প্রসঙ্গে
[সম্পাদনা]আমি এঁর কথা শুনেছি। কিন্তু বিশেষ কিছুই জানি না। তবে আপনি যখন অনুরোধ করেছেন তবে, একটু পড়াশোনা করে নিয়ে অনুবাদের চেষ্টা করব। আর ইংরেজি উইকিতে এত সুন্দর নিবন্ধটি ছিল জানতাম না। এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেক ধন্যবাদ। --অর্ণব দত্ত ১০:০৪, ৩০ জানুয়ারি ২০০৯ (UTC)
সংস্কৃত উচ্চারণ
[সম্পাদনা]ভুলটা উচ্চারণের ব্যাপারে হয়নি, হয়েছে প্রতিবর্ণীকরণের ব্যাপারে। সংস্কৃত উচ্চারণটি ‘রক্শা’ই। তবে সংস্কৃত বানানটি ‘রক্ষা’। আসলে ‘ক্ষ’ এর মূল উচ্চারণ ‘ক্শ’ বা ‘ক্স’ – যে কারণে উনিশ শতকে শেকশপিয়র বা ম্যাক্সমুলার বানানও বাংলায় ‘শেক্ষপীর’ বা ‘মোক্ষমূলর’ লেখার একটি চল হয়েছিল। তবে একটি ব্যাপারে সাবধান থাকা উচিত। সংস্কৃত উচ্চারণ সর্বত্র হিন্দি উচ্চারণের অনুগ হয় না। কখনও কখনও দক্ষিণ ভারতীয় ভাষাগুলিতে প্রচলিত তৎসম শব্দগুলি সংস্কৃতের মতো করে উচ্চারণ করা হয়। আবার হিন্দির অনেক শব্দই (যেমন সংস্কৃত কৃষ্ণ>হিন্দি কিশন) দেশীয় অপভ্রংশের ধাঁচে উচ্চারণ করা হয়। আবার আমাদের ‘অ’ উচ্চারণও ওদের ‘অ’ উচ্চারণের মতো নয়। ওদের ‘অ’ শুনতে লাগে একটু যেন ‘আ’-এর মতো। তবে একটা সুবিধে উচ্চারণ যেমন হোক, মূল বানানে তার প্রভাব পড়ে না। যেমন – রক্ষাকে যতই ‘রক্শা’ বলা হোক, বানানটি ‘রক্ষা’ই হবে। সেই জন্যই প্রতিবর্ণীকরণের সময় দেবনাগরীতে লেখা মূল বানানটি বাংলা করে দিলেই চলবে, উচ্চারণ কেমন হয়, তার ধার ধরতে হবে না। --অর্ণব দত্ত ০৪:১৭, ৯ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)
Bot flag for Darkicebot
[সম্পাদনা]Hi there, Ragib. Can you please put through my request for bot flag? My bot is starting to make a lot of edits to this Wikipedia, and I would like to not flood your recent changes. Thanks, Razorflame ০৩:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)
শকাব্দ
[সম্পাদনা]শ্রদ্ধাস্পদেষু রাগিব সাহেব, আপনি অভিমত প্রকাশ করেছেন যে শকাব্দের পয়লা বৈশাখ (১ বৈশাখ) এবং বঙ্গাব্দের পয়লা বৈশাখ যে একই দিনে পড়ে না তা আমার নিবন্ধে সুস্পষ্টভাবে উল্লেখ করার প্রয়োজন আছে। কিন্তু আপনার অবগতির জন্য জানাই যে ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দ এবং বঙ্গাব্দ হল দু'টি সম্পূর্ণ ভিন্ন অব্দ এবং পরস্পরের সাথে সম্পর্কবিহীন। সুতরাং এই দুই অব্দের মধ্যে তুলনামূলক আলোচনা অর্থহীন। শকাব্দে পয়লা বৈশাখের কোন তাৎপর্য নেই। ভারতের জাতীয় অব্দানুসারে নববর্ষ অনুষ্ঠিত হয় পয়লা চৈত্র (১ চৈত্র)-এ, পয়লা বৈশাখে নয়।-সুমঙ্গল, ভারতীয় সময়: সকাল ১১:২৯, ৩ ফাল্গুন ১৯৩০ শক, ২২ ফেব্রুয়ারি ২০০৯।
বঙ্গাব্দ এবং শকাব্দ
[সম্পাদনা]শ্রদ্ধাভাজনেষু রাগিব সাহেব, আপনার বৌদ্ধিক অভিমতের জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। কিন্তু আপনি যে সমস্যার উল্লেখ করেছেন তা আদতে কোন সমস্যাই নয়। শকাব্দ এবং বঙ্গাব্দের পার্থক্য বোঝানোর জন্য তারিখ এবং মাসের শেষে সালের উল্লেখ করলেই যথেষ্ট। তাতেও যদি বিভ্রান্তির অবকাশ থাকে তাহলে সাল উল্লেখ করার পর "শক" এই কথাটি উল্লেখ করলেই দই অব্দের মধ্যে পার্থক্য সুস্পষ্ট হয়ে উঠবে। আর আপনার কথার সূত্র ধরে বলি যে আপনারা যেমন বাংলা উইকিপিডিয়ায় বাংলা তারিখের উল্লেখ করছেন সেখানেও বিভ্রান্তির যথেষ্ট সম্ভাবনা কারণ সেই তারিখটি "সূর্যসিদ্ধান্ত" অনুসারে না বাংলাদেশের সংস্কারপ্রাপ্ত বঙ্গাব্দানুসারে তা অনুধাবন করা সুকঠিন। -ধন্যবাদান্তে, সুমঙ্গল, ভারতীয় সময়: রাত্রি ১০:২৪, ৩ ফাল্গুন ১৯৩০ শক, ২২ ফেব্রয়ারি ২০০৯।
আজিজুল হক
[সম্পাদনা]রাগিবভাই, আমি ডিটেকটিভ ইন্সপেক্টর আজিজুল হকের নাম আগেই শুনেছিলাম এবং ফিংগার প্রিন্ট টেকনিকের ওপর তাঁর কাজ সম্বন্ধেও "দেশ" পত্রিকায় পড়েছিলাম। কিন্তু হেমচন্দ্র বোস সম্বন্ধে বিশেষ কিছুই জানিনা। I will visit Asiatic Society tomorrow or day after to get an update on all three of them and will get back to you. শোভন ১৮:০৪, ২২ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)
- আমি কয়েকটা লিঙ্ক খুঁজে পালাম।[২],[৩],[৪]. ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৭:১০, ২৭ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)
ফোট
[সম্পাদনা]আফনে এইরহম করেন ক্যান? আমি তো শুধু একহান ফোট দিছি। আফনে তো বড্ড নিষ্ঠুর, নতুনগো নিরুৎসাহিত করেন। এয়া তো ঠিক না। আমার লগে এইরহম করতে থাকলে আমি উইকিপিডিয়া ছাইরা চইল্লা যামু। আমি কত নতুন নতুন মুখরোচক নিবন্ধ সৃষ্টি করছি কন তো।--ব্যবহারকারী:Pravata ১১:৫৫, ১৭ মার্চ ২০০৯ (UTC)
প্রশংসাবার্তা
[সম্পাদনা]শ্রদ্ধাস্পদেষু রাগিব সাহেব, আপনি আমার সৃষ্ট ফুচকা নিবন্ধটি বিষয়ে যে প্রশংসাবার্তা প্রেরণ করেছেন তা পাঠ করে অত্যন্ত প্রীতিলাভ করলাম। আমরা যারা নবাগত এবং অনভিজ্ঞ তাদের ক্ষেত্রে আপনার মত বিশিষ্ট প্রাজ্ঞজনদের প্রশংসাসূচক অভিমত নিছক প্রসংসা নয়, তা আমাদের উইকিপিডিয়ায় অগ্রসর হবার পথে পাথেয় এবং চালিকাশক্তি। আপনি যে আমার মত ক্ষুদ্রতম অবদানকারীর দিকে দৃষ্টিপাত করেছেন তা ভেবে আমি আনন্দাপ্লুত। আশা করি আপনাদের আশীর্বাদে আমার সৃষ্ট বিভিন্ন বিষয়ক নিবন্ধ, বিশেষত বৌদ্ধধর্ম বিষয়ক নিবন্ধগুলি উইকিপিডিয়ার মহাজ্ঞানসমুদ্রে অন্তত কয়েকটি বিন্দুও সংযোজন করতে পেরেছে। আমি আপনাকে কথা দিলাম যে উইকিপিডিয়ার দুর্দিনেও আমি একইভাবে উইকিপিডিয়ার পাশে সবসময় থাকব। আপনাকে ভারতীয় রাষ্ট্রীয় (শকাব্দ) নববর্ষের অশেষ শুভেচ্ছা জ্ঞাপন করি। -সুমঙ্গল ভার্গব, ভারতীয় সময়- দুপুর ১:১৫, ১ চৈত্র ১৯৩১ শক, ২২ মার্চ ২০০৯।
উইকি পদক
[সম্পাদনা]ও রাগিব ভাই আমারডে একহান উইকি পদক দেন না। আমি কতগুলান নিবন্ধ লেখছি কন তো!--Pravata ১০:২৯, ২৭ মার্চ ২০০৯ (UTC)
উইকিপদক
[সম্পাদনা]ও রাগিব ভাই, কি হইল আফনে কি আমার মন্তব্যডুক পরছেন? আমারডে একহান পদক দেন, হ্যালে ল্যাখতে আরও উত্সাহিত বোধ করি।--Pravata ১৬:৪৬, ২৮ মার্চ ২০০৯ (UTC)
সিং, সিংহ
[সম্পাদনা]শ্রদ্ধাস্পদেষু রাগিব সাহেব, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে গাঁধী বানানটি অধিকাংশ উইকিপিডিয়ান কর্তৃক অশুদ্ধ গণ্য হওয়ায় আমি সেটি ব্যবহার করা থেকে বিরত থেকেছি। কিন্তু সিং কে সিংহ তে পরিণত করার পশ্চাতে কোন বিশেষ পত্রিকার বানানবিধির কোন ভূমিকা নেই। আমি সিং পদবিধারী ব্যক্তিত্ববর্গের মাতৃভাষায় লিখিত বানান অনুসারেই সকল সিং কে সিংহ-এ রূপান্তরিত করেছি। আশা করি আপনিও এ বিষয়ে আমার সঙ্গে একমত হবেন।--ভার্গব চৌধুরী ০৬:১২, ৬ এপ্রিল ২০০৯ (UTC)
http://www.shamokal.com/details.php?nid=45034 http://prothom-aloblog.com/users/base/shamsshamim/10
এই দুটো লিংক সম্ভব হলে যুক্ত করে দিন । কারণ জরুরী প্রয়োজনে অফলাইনে যাচ্ছি ।
বানানবিধি
[সম্পাদনা]শ্রদ্ধাস্পদেষু রাগিব সাহেব, আপনি যে বানানের মত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেছেন সে জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে সঠিক বানান নির্ণয়ের জন্য ভারতের পত্রপত্রিকাগুলি পাঠ করছেন সে জন্যও অশেষ সাধুবাদ আপনার প্রাপ্য। আপনি একটি প্রশ্ন উত্থাপন করেছেন যে বানানের ক্ষেত্রে কেন কেবলমাত্র একটি বিশেষ পত্রিকার (আনন্দবাজার) বানানকেই অধিক গুরুত্ব প্রদান করা হবে। আপনার অবগতির জন্য জানাই যে অবাঙালি ব্যক্তিত্ববর্গের নাম ও পদবি বিষয়ে আনন্দবাজার পত্রিকা ব্যতীত ভারতের কোন বাংলা পত্রিকাই কোন সুনির্দিষ্ট বিধি মান্য করেন না এবং এদের ব্যবহৃত বানানে চূড়ান্ত স্বেচ্ছাচারিতা পরিলক্ষিত হয়।। ফলত একই ব্যক্তির নামের একাধিক বানান প্রচলিত হয়, এমনকী যদি একটি বানানই সব ক্ষেত্রে গৃহীত হয় (যেমন আদবানি) তাহলেও সেই বানানের কোন ব্যাকরণসম্মত ভিত্তি থাকে না। উদাহরণ, লালকৃষ্ণ আদবানি (যদিও উইকিপিডিয়ার এই প্রবন্ধটি আমি রচনা করিনি বা তাতে কোন পরিবর্তন ঘটাইনি)। শ্রী আডবাণীর মাতৃভাষা হিন্দি এবং সেই ভাষায় বানানটি লিখিত এবং উচ্চারিত হয় आडवाणी। কোথাও কখনও তাঁর নাম ‘আদবানি’ এভাবে উচ্চারিত হয় না। শুধুমাত্র ইংরেজিতে লিখিত ‘Advani’ বানানের সরল লিপ্যন্তর ঘটাতে গিয়ে কোন দিক বিবেচনা না করেই এইসমস্ত পত্রিকা ব্যবহার করছে আদবানি। সুতরাং আনন্দবাজার পত্রিকা যে বানানটি প্রয়োগ করছে সেটি যতই অপ্রচলিত হোক (প্রকৃতপক্ষে যেহেতু অধিকাংশ ভারতীয় বাঙালি আনন্দবাজার পাঠ করেন সেহেতু উক্ত পত্রিকায় লিখিত বানান যে অপ্রচলিত সে কথা মোটেই বিশ্বাসযোগ্য নয়) তার একটি বিজ্ঞানসম্মত এবং যুক্তিসঙ্গত ভিত্তি আছে। দ্বিতীয়ত বাংলা সিংহ এবং হিন্দি सिंह (বা পঞ্জাবি ਸਿੰਘ)-এর উচ্চারণ ভিন্ন হলেও এ দু’টি আসলে একই শব্দ। হিন্দু বংশাবলির ইতিহাসেও প্রমাণিত হয়েছে যে সিংহ, सिंह এবং ਸਿੰਘ তিন বংশের উৎস একই, কেবল ভাষাভেদে (এবং স্বভাবতই উচ্চারণভেদে) ইংরেজিতে এই তিন পদবির লিপ্যন্তর হয়েছে ভিন্নভাবে। তাই ইংরেজিতে লিখিত ‘Singh’ এবং ‘Sinha’ উভয়ই বাংলায় লিখিত হবে সিংহ, সিং নয়। সত্যজিৎ রায়ের মত লেখক বহুল প্রচলিত সিং বানানটি প্রয়োগ করেছেন একথা সত্য। আবার অবনীন্দ্রনাথ ঠাকুর সহ অধিকাংশ লেখকই রাজস্থানের রাজপুত রাণাদের পদবির ক্ষেত্রে সিং-এর পরিবর্তে সিংহ ব্যবহার করেছেন (ইংরেজিতে ‘Singh’ লিখিত হওয়া সত্ত্বেও)। আর তাছাড়া যদি আমরা কোন পত্রিকার বানান অনুসরণের পথে না গিয়ে যদি প্রতিটি ব্যক্তিত্বের মাতৃভাষায় লিখিত বানানটি লিপ্যন্তরিত করি তাহলেও দেখা যাবে যে আনন্দবাজার কর্তৃক ব্যবহৃত বানানটির সঙ্গে খুব স্বাভাবিকভাবেই সামঞ্জস্য তৈরি হচ্ছে। আমার মনে হয় অন্যান্য ভারতীয় উইকিপিডিয়ানগণেরও (যেমন অর্ণব দত্ত) এ বিষয়ে আমার সাথে মতৈক্য আছে। আমার প্রস্তাবগুলি অনুগ্রহপূর্বক বিবেচনা করবেন এই প্রত্যাশা নিয়ে এই ঈষদ্দীর্ঘ পত্রের পরিসমাপ্তি ঘটাচ্ছি।--ভার্গব চৌধুরী ০৯:৩৫, ৬ এপ্রিল ২০০৯ (UTC)
নিবন্ধ স্থানান্তর
[সম্পাদনা]শ্রদ্ধাস্পদেষু রাগিব সাহেব, পত্রারম্ভেই আপনার উপদেশের জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। ভবিষ্যতে আপনার পরামর্শগুলি যথাসাধ্য মান্য করার চেষ্টা করব। ধন্যবাদান্তে, --ভার্গব চৌধুরী ১৫:২২, ৯ এপ্রিল ২০০৯ (UTC)
উজ্জয়িনী, উজ্জৈন
[সম্পাদনা]শ্রদ্ধাস্পদেষু রাগিব সাহেব, একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে উইকিপিডিয়ায় উজ্জয়িনী নগর সংক্রান্ত দু’টি নিবন্ধ রয়েছে। একটির শিরোনাম উজ্জয়িনী এবং অপরটির উজ্জৈন। পূর্বোল্লিখিত দু’টি নামই একটিই শহরের এবং প্রকৃত নামটি উজ্জয়িনী, ইংরেজি অনুকরণে উজ্জৈন নয়। আশা করি শীঘ্রই এর একটি সমাধান সম্ভব হবে।--ভার্গব চৌধুরী ১৫:৫০, ৯ এপ্রিল ২০০৯ (UTC)
রাগিব ভাই আমারডে উইকিপদোক দেন
[সম্পাদনা]ও রাগিব ভাই দেন না একহান উইকিপদোক। এই বচ্ছর পহেলা বৈষাখ আমার কিন্তু একডা পদোক চাই চাই, হ! ।--Pravata ০৯:৫৭, ১৩ এপ্রিল ২০০৯ (UTC)