ব্যবহারকারী আলাপ:Nitu Howlader

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Yahya কর্তৃক ৩ বছর পূর্বে "তথ্যসূত্র" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৮:০৩, ২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

এডিটাথন[সম্পাদনা]

হাই Nitu, লক্ষ্য এবার লক্ষ এডিটাথনে অংশ নেয়ায় অসংখ্য  ধন্যবাদ। আপনি জলবায়ু শরণার্থী নিবন্ধটি তৈরি করেও জমা দেন নি। তাই আমি আপনার পক্ষ থেকে নিবন্ধটি জমা দিয়ে দিয়েছি। —ইয়াহিয়াবলুন...২০:০৪, ২০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

এবং ম্যাগনেটাইট নিবন্ধটিও জমা দিয়ে দিয়েছি। আশা করি এগুলোর মতো আরও কিছু ভালো কাজ উপহার দিবেন। এবং অবশ্যই জমা দিতে ভুলবেন না। আমি খেয়াল না করলে হয়তো জমাই হতো না। —ইয়াহিয়াবলুন...২০:৪৩, ২০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র[সম্পাদনা]

উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরি করায় অসংখ্য ধন্যবাদ। একটু সংশোধন, তথ্যসূত্র হিসেবে উইকিপিডিয়ার লিংক না দিয়ে সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধের তথ্যসূত্রগুলো কপি করে এনে যথাস্থানে বসাবেন। শুভ কামনা। —ইয়াহিয়াবলুন...১২:১০, ২১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আর যে নিবন্ধটি অনুবাদ করবেন সেটিকে ভাষা সংযোগ দিয়ে দিবেন। ভাষা সংযোগ না দিলে ভুল করে অন্য একজন একই নিবন্ধ তৈরি করে ফেলতে পারে। ভাষা সংযোগ দেয়ার জন্য সংশ্লিষ্ট পাতার একদম নিচে গিয়ে ডেস্কটপ এ ক্লিক করবেন (যদি মোবাইল দিয়ে সম্পাদনা করে থাকেন)। এরপর বামপাশের সাইড বারের একদম নিচে ভাষা লেখা অপশনের নিচে "একটি নতুন ভাষার সাথে সংযোগ করুন" টাইপের কিছু একটা লেখা থাকে। সেখানে ক্লিক করে ভাষার নাম ও পাতার নাম লিখে সংরক্ষণ করলেই হবে।—ইয়াহিয়াবলুন...১২:১৭, ২১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

লক্ষ্য এবার লক্ষ এডিটাথন পদক[সম্পাদনা]

লক্ষপূরণ পদক
প্রিয় Nitu Howlader,
বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের প্রাক্কালে আয়োজিত, ‘লক্ষ্য এবার লক্ষ’ শীর্ষক বিশেষ ধারাবাহিক এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১:৫৭, ১৬ জুন ২০২১ (ইউটিসি)