ব্যবহারকারী আলাপ:MotherConsultant
আলোচনা যোগ করুনসুপ্রিয় MotherConsultant! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৬:৫৩, ১৭ জুলাই ২০১৪ (ইউটিসি) |
— মাসুম ইবনে মুসা কথোপকথন ০৬:৫৩, ১৭ জুলাই ২০১৪ (ইউটিসি)
বিশ্বের বিভিন্ন দেশে আমরা কলেজ/ বিশ্ববিদ্যালয়ের ভর্তি এবং ভিসা প্রসেসিং (স্টুডেন্ট, ভিজিট, ইম...
[সম্পাদনা]বিশ্বের বিভিন্ন দেশে আমরা কলেজ/ বিশ্ববিদ্যালয়ের ভর্তি এবং ভিসা প্রসেসিং (স্টুডেন্ট, ভিজিট, ইমিগ্রেশান, সেমি-স্কিল্ড ওয়াক পারমিট) করে থাকি। তবে অবশ্যই আমরা প্রাধান্য দিয়ে থাকি ভিসা হওয়ার নিশ্চয়তাকে। সে জন্য আপনার Educational Qualification এবং Financial Ability এর উপর ভিত্তি করে সঠিক পরামর্শ দেয়ার চেষ্টা করি এবং অবশ্যই প্রত্যেক স্টুডেন্ট দের রেজাল্ট এর পরিপ্রেক্ষিতে বৃত্তির ব্যবস্থা করে থাকি। যা ভিসা পাওয়ার নিশ্চয়তাকে আরও অনেক গুন বাড়িয়ে দেয়। সিদ্ধান্ত নেয়ার আগে প্রয়োজন সঠিক পরামর্শ । আমাদের পরামর্শ আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাই অফিস ভিজিট করুন, ভোগান্তি এড়িয়ে চলুন এবং কাক্ষিত লক্ষ্যে পৌছোন।
বিঃ দ্রঃ – পরামর্শ সম্পুর্ণ বিনামূল্যে ।