ব্যবহারকারী আলাপ:Md Tarek Hasan Sarker

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আপনার অনুরোধের সাড়া[সম্পাদনা]

প্রিয় তারেক,

বাংলা উইকিপিডিয়ার সম্পাদনা পরিবেশে বিপর্যস্ত বোধ করছিলেন বলে আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন। তাই আপনার সুবিধার্থে কিছুটা নিয়মের বাইরে গিয়ে হলেও আপনার খেলাঘর পাতা তৈরি করে তাতে আপনার অনুবাদের জন্য একটি অনুচ্ছেদ রেখেছি, যা এখানে পাবেন।

যথাশীঘ্র অনুবাদ শুরু করুন!

আপনার উইকি জীবন শুভ হোক!!

- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:০৪, ১০ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

গর্বিত নটর ডেমিয়ান[সম্পাদনা]

গর্বিত নটর ডেমিয়ান পদক
চিত্র:Logo of Notre Dame College.jpg

সুপ্রিয় তারেক,
নটর ডেম কলেজ” নিবন্ধটিকে বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ হওয়ায় আপনাকে অভিনন্দন! -- আদিভাই (আলাপ) ১৮:৪০, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)
[উত্তর দিন]

 
সুপ্রিয় Md Tarek Hasan Sarker, শুভেচ্ছা নেবেন। আপনাকে উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি। উইকিপ্রকল্প নটর ডেম কলেজ হলো এমন একটি সম্মিলিত প্রয়াস, যেখানে উইকিপিডিয়ানরা, বিশেষ করে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা, সম্মিলিতভাবে নটর ডেম কলেজ সংশ্লিষ্ট নিবন্ধগুলো তৈরি ও নিবন্ধগুলোর মানোন্নয়ন করে থাকেন। এই উইকিপ্রকল্পে অংশগ্রহণের জন্য আপনি আপনার নাম এখানে যুক্ত করতে পারেন। এছাড়া আপনি আপনার ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী উইকিপ্রকল্প নটর ডেম কলেজ}} যুক্ত করতে পারেন। এতে আপনার নাম উইকিপ্রকল্প নটর ডেম কলেজের সদস্যবৃন্দ বিষয়শ্রেণীতে যুক্ত হবে।

শুভেচ্ছান্তে—
উইকিপ্রকল্প নটর ডেম কলেজের পক্ষে, বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৪২, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]