ব্যবহারকারী আলাপ:Md Ashadullah-Al Galib

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

আমি যেন জীবনে সকল কাজ সততার সাথে করতে পারি Md Ashadullah-Al Galib (আলাপ) ০২:৫৬, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিতে স্বাগতম এবং কিছু কথা[সম্পাদনা]

সুপ্রিয় ব্যবহারকারী, প্রথমেই উইকিতে আপনাকে স্বাগতম জানাই। সম্প্রতি আপনি Dararpar নামক একটি নিবন্ধ তৈরি করেছেন যা দ্রুত অপসারণের জন্য বিবেচিত হয়েছে। নতুন নিবন্ধ তৈরির পূর্বে নতুন নিবন্ধ কীভাবে শুরু করতে হয় তা পড়ে নিন। উইকিতে নিবন্ধ লিখতে হলে তাকে উল্লেখযোগ্য হতে হবে। আপনি গ্রাম নিয়ে যে নিবন্ধটি লিখেছেন তা স্থান হিসেবে উল্লেখযোগ্য নয়। আরো লক্ষ্য করুন, নিবন্ধের শেষে নিজের নাম যুক্ত করবেন না। নাম পৃথকভাবে এমনিতেই দেখা যায়। আশা করি উইকিতে নিয়মিত অবদান রাখবেন। ধন্যবাদ এবং শুভেচ্ছা! — অংকন (আলাপ) ১৫:২২, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

পুনরায় Dararpar তৈরি[সম্পাদনা]

Dararpar দ্রুত অপসারণের অনুরোধ জানিয়ে একটি ট্যাগ বসানো হয়েছে। কারণ অপসারণ প্রক্রিয়া অনুযায়ী নিবন্ধটি পূর্বে অপসারিত হয়েছিল। আপনি যদি ধারনা করেন যে নিবন্ধটি পূর্বের থেকে ভিন্ন, তাহলে এই বাটনে ক্লিক করে বিরোধীতা করুন। দ্রুত অপসারণ ট্যাগের ({{db-...}}) মধ্যেই এই বাটনটি দেখতে পাবেন (যদি এমন কোনো ট্যাগ না থেকে থাকে, তবে নিবন্ধটি দ্রুত অপসারণের জন্য বিবেচিত হবে না)। এর মাধ্যমে আপনি আলাপ পাতায় চলে যাবেন এবং সেখানেই লিখুন কেন আপনি মনে করেন আপনার তৈরি নিবন্ধটি অপসারণ করা উচিত নয়। আপনি সরাসরি নিবন্ধের আলাপ পাতায় গিয়েও বিরোধীতা করতে পারেন। তবে মনে রাখুন, একবার দ্রুত অপসারণের জন্য বিবেচিত হলে কোনো প্রকার দেরি না করেই নিবন্ধটি অপসারিত হতে পারে। প্রশাসকগণ নিবন্ধটি অপসারণের পূর্বে আপনার ব্যাখ্যা দেখবেন। আপনি যদি মনে করেন মূল আলোচনাটা সঠিক ছিল না, তবে যেই প্রশাসক নিবন্ধটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন, কিংবা অপসারণ পুনর্বিবেচনা করার অনুরোধ করুন। তবে দয়া করে পুনরায় এই পাতাটি তৈরি করবেন না। ধন্যবাদ। অংকন (আলাপ) ০২:৫৯, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]