বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Md. Abul Hasnat

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১২ বছর পূর্বে "স্বাগতম!" অনুচ্ছেদে

স্বাগতম![সম্পাদনা]

প্রিয় মোহাম্মদ আবুল হাসনাত, উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। সংবাদকর্মীরা কেন যে উইকিপিডিয়ায় বিমুখ -আমি সেটা বুঝি না। যাহোক আপনার উপস্থিতি যে সেটা ঘোচাতে সহায়তা করবে -এটা আমরা আশা করতেই পারি। মুরাদপুর ইউনিয়ন নিবন্ধে আপনার আশা জাগানিয়া সম্পাদনা আমাদেরকে আরো আশান্বিতই করছে আসলে -আমরা আশা করি আপনি গঠনমূলক সম্পাদনার মাধ্যমে উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবী কাজকে শ্রদ্ধার সাথেই এগিয়ে নিয়ে যাবেন। এখানে আমরা সবাই-ই স্বেচ্ছাসেবক- নিজের নাম দিয়ে পত্রিকার মতো লেখা ছাপাতে পারি না শত ইচ্ছা থাকলেও। আমরা সবাই-ই নিয়মের বাঁধনে বাঁধা। আশা করি বুঝে ফেলেছেন যে, নিবন্ধের ভিতরে উইকি-স্বাক্ষর কিংবা নিজের নাম লিখে দেয়াটা আসলে ঠিক না। আপনিই যে ঐ তথ্যগুলো যোগ করছেন, সেটা থাকবে ঐ নিবন্ধটির ইতিহাস পাতায়। আরেকটা বিষয় মনে করিয়ে দিলে বোধহয় ভালো হবে যে, উইকিপিডিয়ায় তথ্যের যাচাইযোগ্যতা নিশ্চিত করা একান্ত দরকার। তাই কোনো ব্যক্তি নিজের প্রচেষ্টায় তথ্য সংগ্রহ করেছে বলে কোনো তথ্য এখানে যোগ করতে পারেন না। তাকে অবশ্যই তার সংগ্রহের সোর্স উল্লেখ করতে হয়। বই থেকে, পত্রিকা থেকে ইত্যাদি সোর্স উল্লেখ করে তবেই সেটাকে এখানে যোগ করতে হয়। আপনি যে বিপুল তথ্য যোগ করছেন, তা কোনো কপিরাইটযুক্ত লেখা হতে পারবে না এবং হয়ে থাকলে তা হুবহু উল্লেখ না করে নির্যাসটুকু উল্লেখ করে ঐ উৎসের লিংক দিয়ে দিতে হবে। আরো যেসকল বিষয় আছে, আশা করি কাজ করতে করতে সব আপনার জানা হয়ে যাবে। শুধু উপযুক্ত তৃতীয় পক্ষীয় তথ্যসূত্র যোগ করেই আপনি আপনার নিবন্ধকে বেশ পূর্ণাঙ্গ করতে পারেন। আশা করি একজন সাংবাদিক হিসেবে আপনার জন্য তা মোটেও কঠিন কোনো কাজ হবে না। আপনার গঠনমূলক সম্পাদনার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, আর যেকোনো প্রয়োজনে আমাকে জানাতে পরেন, সহায়তা করতে পারলে ভালো লাগবে। আপনার থেকে আরো ভালো সম্পাদনার প্রত্যাশায় রইলাম। আরেকটা বিষয়: ভালো নিবন্ধগুলোর কাঠামো কেমন হয়, সেটা দেখে নিতে পারেন এই নিবন্ধগুলো থেকে: অ্যাঞ্জেলিনা জোলি, চর্যাপদ ইত্যাদি থেকে। নিবন্ধের বর্তমান অবস্থা মানসম্মত নয় বলে ট্যাগ লাগানো হলো। আশা করি নিবন্ধটির উন্নয়ন হবে আশানুরূপ। ভালো থাকবেন, আর নিবন্ধে করা সাম্প্রতিক এই সম্পাদনাটি দেখার অনুরোধ থাকলো। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:১৭, ১৮ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন