ব্যবহারকারী আলাপ:ImmortalWizard

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ নামস্থান থেকে নিজের ব্যবহারকারী পাতাতে পুনর্নির্দেশ[সম্পাদনা]

সুধী, ইংরেজি উইকিপিডিয়ায় আপনার অবদান দেখে প্রতিমান হয় যে, আপনি উইকিপিডিয়ার সব নিয়ম কানুনই মুটামুটি জানেন। তারপরও আপনি ‘অমর যাদুকর’ নামে নিবন্ধ নামস্থানে একটি পাতা তৈরি করে সেটি নিজের ব্যবহারকারী পাতাতে পুনর্নির্দেশ করেছেন। ব্যবহারকারী নতুন হলে হয়ত সেটি না জেনে করেছেন ধরে নেওয়া যেত কিন্তু আপনার ক্ষেত্রে এটি ধ্বংসপ্রবণতা বলা যায়। বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখতে চাইলে ভালোভাবে রাখুন, অন্যথায় অন্য তিনটা ভাষা সংস্করণের মত আপনার একাউন্টে বাধাদানের সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৪২, ৩১ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan: আমি মনে করি অন্য ভাষাগুলোতে আমার অ্যাকাউন্ট ভুল সিধান্ততে বন্ধ করে। হয়তো আপনার এটা যানা নেই, ইংরেজিতে আমার অ্যাকাউন্ট দুই সপ্তাহের জন্যে শুধু বন্ধ করা হয়েছে। আমি "অমর যাদুকর" বানানোর জন্য দুঃখিত। আশা করি আপনি আসন্ন দিনগুলোতে আমার ভালো অবদান দেখতে পারবেন। আমার আর কিছু ভুল ধরলে আমাকে অবিলম্বে জানাবেন। অমর যাদুকর (বার্তা) ১৬:৫৪, ৩১ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি স্বাক্ষর হিসেবে এটি ব্যবহার করতে পারেন: [[ব্যবহারকারী:ImmortalWizard|'''<span style="color:#964B00">অমর</span> <span style="color:blue">যাদুকর</span>''']] [[ব্যবহারকারী আলাপ:ImmortalWizard|<span style="color:green">(বার্তা)</span>]] ফলাফল → অমর যাদুকর (বার্তা) --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৯, ৩১ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
কিছু মনে করবেন না। খেলাঘর বা যেকোন পাতায় সম্ভব হলে একটি-দুটি শব্দ পর পর লেখা সংরক্ষণ না করে একটু বড় সম্পাদনা করে লেখা সংরক্ষণ করেন। ধন্যবাদ --আফতাবুজ্জামান (আলাপ) ২১:০২, ৩১ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আজাকি হালনাগাদ[সম্পাদনা]

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত অ্যামেলিয়া এয়ারহার্ট নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ১৯ এপ্রিল, ২০১৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় ImmortalWizard,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]