ব্যবহারকারী আলাপ:Imamul Hossain Nomani

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

BCS(Bangladesh Civil Service)এ অ্যাপ্লাই করার যোগ্যতা, প্রিলি, রিটেন, মৌখিক সিলেবাস, বইয়ের লিস্ট, ক্যাডারসমূহ সহ সব কিছু নিয়ে আজ বিস্তারিত পোস্ট লিখলাম। আশা করি বিসিএস নিয়ে আপনার মনের সকল প্রশ্নের অবসান হবে। . ★ বিসিএস এ অ্যাপ্লাই করার শিক্ষাগত যোগত্যাঃ . এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সবগুলো পরীক্ষায় যেকোন দুটিতে দ্বিতীয় শ্রেণী বা সমমান এবং ১ টি তৃতীয় শ্রেণী বা সমমান। এর নিচে হবে না। তবে পাসকোর্স ধারীদের স্নাতকোত্তর লাগবে। . আপনারা হয়তো ভাবছেন জিপিএ বা সিজিপিএ দের পয়েন্ট কিভাবে হিসেব করা হবে? Ssc এবং Hsc এর ক্ষেত্রেঃ ৩ বা তদুর্ধ্ব =প্রথম শেণী ২ থেকে ৩ এর কম=দ্বিতীয় শ্রেণী ১ থেকে ২ এর কম=তৃতীয় শ্রেণী অনার্সের ক্ষেত্রেঃ ৩ বা তদুর্ধ্ব =প্রথম শ্রেণী ২.২৫ থেকে ৩ এর কম=দ্বিতীয় শ্রেণী ১.৬৫ থেকে ৩ এর কম=তৃতীয় শেণী তথ্যসূত্রঃ বাংলাদেশ ব্যাংক . . ★ বিসিএসের জন্য যে বইগুলো কিনবেনঃ . আমার দৃষ্টিতে সেরা বইগুলোর নাম দিলাম। আপনারা অন্যগুলো ও কিনতে পারেন। ১. বাংলা ও বাংলা ২য়ঃ জর্জ এর mp3 ২. ইংরেজীঃ Emglish for compitative exam ও সাহিত্যের জন্য মিরাকল ৩. গণিতঃ যদি কম বোঝেন তো ওরাকল আর ভাল বুঝলে প্রফেসরস বিসিএস স্পেসাল। ৪. বিজ্ঞানঃ mp3 ৫. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ easy computer ৬. বাকি বিষয়গুলোর জন্য যেকোন প্রকাশনীরটা . এর সাথে কিনতে পারেনঃ ১. লাল নীল দীপাবলি ২. ক্যারেন্ট অ্যাফেয়ার্স ও সালতামামি ৩. সংখ্যাতত্ত্ব ৪. ছোটদের সংবিধান ৫. সৌমিত্ব শেখরের সাহিত্য জিজ্ঞাসা ৬. পিসিদাস বা জাকির হোসেনের গ্রামার ৭. নবম দশম শ্রেণীর বোর্ডের বাংলা ২য় ৮. প্রফেসরস জব সল্যুশনস ৯. প্রফেসরস মডেল কোয়েশ্চিন্স ১০. অ্যাসুরেন্স ডাইজেস্ট . কোচিং করবেন নাকি করবেন না? যদি নিজ দায়িত্ব নিয়ে সিলেবাস ভাগ করে রুটিন করে পড়তে পারেন তবে কোচিং করার প্রয়োজন নেই। তবে সেটা না পারলে করতে পারেন। কনফিডেন্স বা ওরাকল অথবা যেকোন কোচিং যেটা আপনার ভাল মনে হয়। . ★ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন। সর্বমোট--- ২০০ নম্বর . ১) বাংলাঃ ৩৫ . -> ভাষা - ১৫ • -> সাহিত্য - ২০ . ২) ইংরেজিঃ ৩৫ . -> ভাষা - ২০ • -> সাহিত্য - ১৫ . ৩) বাংলাদেশ বিষয়াবলীঃ ৩০ . -> বাংলাদেশের জাতীয় বিষয়াবলী - ০৬ -> বাংলাদেশের কৃষিজ সম্পদ - ০৩ -> বাংলাদেশের জনসংখ্যা ও আদমশুমারী - ০৩ -> বাংলাদেশের অর্থনীতি - ০৩ -> বাংলাদেশের শিল্প ও বাণিজ্য - ০৩ -> বাংলাদেশের সংবিধান - ০৩ -> বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা- ০৩ -> বাংলাদেশের সরকার ব্যবস্থা - ০৩ -> বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য - ০৩ . ৪) অান্তর্জাতিক বিষয়াবলীঃ ২০ . -> সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ্ - ০৪ -> বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ভূরাজনীতি - ০৪ -> আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্টীয় ক্ষমতা সম্পর্ক - ০৪ -> আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও রাষ্টনীতি - ০৪ -> আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনীতি - ০৪ . ৫) ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ ১০ . ৬) বিজ্ঞানঃ ১৫ . -> ভৌত বিজ্ঞান -০৫ -> জীব বিজ্ঞান - ০৫ -> আধুনিক বিজ্ঞান - ০৫ . ৭) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ ১৫ . -> কম্পিউটার - ১০ -> তথ্যপ্রযুক্তি - ০৫ . ৮) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতাঃ ৩০ গাণিতিক যুক্তিঃ ১৫ . -> পাটিগণিত - ০৩ -> বীজগণিত - ০৬ -> জ্যামিতি - ০৩ -> পরিসংখ্যান ও অন্যান্য - ০৩ . মানসিক দক্ষতাঃ ১৫ . ৯) নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনঃ ১০ . ★ বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের সংখ্যা ২৭টি।ক্যাডার গুলো হলঃ . ১. বিসিএস(প্রশাসন) ২. বিসিএস (খাদ্য) ৩. বিসিএস (কৃষি) ৪. বিসিএস (বন) ৫. বিসিএস (মৎস্য) ৬. বিসিএস (পশুপালন) ৭. বিসিএস (সাধারণ শিক্ষা) ৮. বিসিএস (কারিগরি শিক্ষা) ৯. বিসিএস (অর্থনীতি) ১০. বিসিএস (বাণিজ্য) ১১. বিসিএস (পরিসংখ্যান) ১২. বিসিএস (গণপূর্ত) ১৩. বিসিএস (জনস্বাস্থ্য ও প্রকৌশল) ১৪. বিসিএস (সড়ক ও জনপথ) ১৫. বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ১৬. বিসিএস (শুল্ক ও আবগারী) ১৭. বিসিএস (কর) ১৮. বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ১৯. বিসিএস (স্বাস্থ্য) ২০. বিসিএস (পরিবার পরিকল্পনা) ২১. বিসিএস (তথ্য) ২২. বিসিএস (ডাক) ২৩. বিসিএস (পুলিশ) ২৪. বিসিএস (আনসার) ২৫. বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক) ২৬. বিসিএস (রেলওয়ে প্রকৌশল) ২৭. বিসিএস (সমবায়) . ★ লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর বণ্টন : মোট নম্বর ১১০০ (মৌখিক পরীক্ষাসহ) (১) সাধারণ ক্যাডারের জন্য : বিষয় নম্বর (ক) বাংলা ২০০ (খ) ইংরেজী ২০০ (গ) বাংলাদেশ বিষয়াবলি ২০০ (ঘ) আন্তর্জাতিক বিষয়াবলি ১০০ (ঙ) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০ (মানসিক দক্ষতা পরীক্ষার MCQ Type ৫০টি প্রশ্ন থাকবে। প্রার্থী মানসিক দক্ষতা বিষয়ের প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে) (চ) সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০ (ছ) মৌখিক পরীক্ষা ২০০ সর্বমোট = ১১০০ (২) প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারের জন্য : বিষয় নম্বর বণ্টন (ক) বাংলা ১০০ (খ) ইংরেজী ২০০ (গ) বাংলাদেশ বিষয়াবলি ২০০ (ঘ) আন্তর্জাতিক বিষয়াবলি ১০০ (ঙ) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০ (মানসিক দক্ষতা পরীক্ষার MCQ Type ৫০টি প্রশ্ন থাকবে। প্রার্থী মানসিক দক্ষতা বিষয়ের প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে) (চ) সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয় ২০০ (ছ) মৌখিক পরীক্ষা ২০০ সর্বমোট = ১১০০ বি. দ্র. : যে সকল প্রার্থী সাধারণ ও প্রফেশনাল/টেকনিক্যাল উভয় ক্যাডারের পদের জন্য পছন্দ দিতে ইচ্ছুক তাদেরকে সাধারণ ক্যাডারের ৯০০ নম্বরের অতিরিক্ত ২। চ)“সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক” একক বিষয়ের ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষা দিতে হবে= বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম ==

Heartiest thanks to "Bangla Wikipedia Family" Imamul Hossain Nomani (আলাপ) ২১:১৩, ৪ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সুধী, শুভেচ্ছা নেবেন। উইকিপিডিয়ার নিবন্ধ প্রতিযোগিতায় আগহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। তবে আপনার উপরের নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া আলোচনা:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ পাতাতে রাখা মন্তেব্যের জন্য আমার মনে হচ্ছে যে, ঠিক কোথায় অনুবাদ করতে হবে আপনি তা বুঝতে পারেন নি (আমার ভুলও হতে পারে)। যদি তাই হয় সেক্ষেত্রে আপনার অনুবাদ যুক্ত করে প্রকাশ করতে হবে উপরের নিবন্ধ পাতাতেই। তালিকাতে প্রবেশ করবেন, এরপর লাল লিংকে ক্লিক করবেন, তারপর কিভাবে লেখা যুক্ত করবেন তা উইকিপিডিয়া আলোচনা:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ পাতাতে পাবেন। তবে মনে রাখবেন, সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটি থেকে অনুবাদ করে লেখা যুক্ত করতে হবে এবং ইংরেজি পুরো নিবন্ধ অনুবাদ করতে হবে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০২:৩০, ৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

I'm extremely sorry for that I have no bangla Keyboard in my mobile phone. I wish I will participate the Competition but I have failed to achieve this opportunity. InShaAllah, I wish I will get chance another day. Heartiest thanks to "Bangla Wikipedia Family" Imamul Hossain Nomani (আলাপ) ২১:১১, ৪ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

জীববিজ্ঞানের ইতিহাস[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে, আপনি ইংরেজি যে নিবন্ধটি অনুবাদ করবেন সেটির কমপক্ষে দুই/তিন প্যারা বাংলাতে অনুবাদ করে নিবন্ধটি তৈরি করার কথা বলা হয়েছে কিন্তু আপনি উপরের নিবন্ধটি মাত্র এক/কয়েক লাইন অনুবাদ করে বেশ কয়েকদিন যাবত ফেলে রেখেছেন। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে নিবন্ধটি তৈরির সময় কমপক্ষে দুই/তিন প্যারা অনুবাদ যুক্ত করুন এবং পরবর্তীতে আপনার সময় অনুসারে আস্তে আস্তে অনুবাদ শেষ করুন। কোন প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় Imamul Hossain Nomani,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~