ব্যবহারকারী আলাপ:Ihtesham Parvez Mallik Plabon

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মানব ক্লোনিং[সম্পাদনা]

প্রিয় Ihtesham Parvez Mallik Plabon।

লক্ষ্য করলাম, মানব ক্লোনিং নিবন্ধে উৎস অনুচ্ছেদটি ইংরেজী উইকির References অনুচ্ছেদ থেকে কপি পেস্ট করেছিলেন। আসলে ব্যাপার হল এই, যে, ওখান থেকে Reference কপি পেস্ট করলে তথ্যসূত্র দেওয়া হয় না। ইংরেজী উইকিতে ওগুলি হল Inline Citation, অর্থাৎ নিবন্ধের ভেতরে প্রতিটি বাক্যের Reference। সেটিকে সরাসরি কপি পেস্ট করলে Reference এর উদ্দেশ্য পূর্ণ হয় না। তাছাড়া আপনার কপি পেস্টের দরুণ সেগুলির লিঙ্কগুলিও অপসারিত হয়ে গেছে। ফলে সেগুলি কিছু অর্থহীন বাক্য ছাড়া আর কিছু মনে হচ্ছে না। তাই সেগুলিকে আবার পুরোন অবস্থায় ফিরিয়ে আনছি। হ্যা্‌ আর একটা কথা, উইকিতে নিবন্ধের ভেতরে স্বাক্ষর করা যায় না। আপনার বাংলা উইকি সম্পাদনা শুভ হোক। বোধিসত্ত্ব (আলাপ) ১৭:০৬, ১৭ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় Ihtesham Parvez Mallik Plabon,

দয়া করে নিবন্ধে স্বাক্ষর যোগ করবেন না। এটি উইকির নিয়ম বহির্ভূত। বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৩৭, ১৭ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]