ব্যবহারকারী আলাপ:Hasan Panna

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

ভদ্রতা[সম্পাদনা]

সুধী, আপনাকে উইকিপিডিয়াতে স্বাগতম। তবে আমার আলাপ পাতায় আপনার এই মন্তব্য কোনক্রমেই ভদ্র নয় এবং শিষ্টাচার বহির্ভূত। উইকিপিডিয়া একটি সম্মিলিত প্রচেষ্টা তার মানে হলো, আপনি যা লিখছেন সেটি যেকান সময় যেকোন ব্যবহারকারী পরবির্তন ও সম্প্রসারণ করতে পারেন উইকিপিডিয়ার রচনাশৈলী অনুসারে ও প্রয়োজন অনুসারে। এখানে যে নিবন্ধগুলো লেখা হয় তা সবই বিশ্বকোষীয় হতে হয়। আপনি যা লিখেছিলেন সেটা আমি বিশ্বকোষীয় রচনাশৈলী অনুসারে সংশোধন করে দিয়েছি। এটি যে কেউ যে কারো লেখায় করতে পারেন। আর উইকিপিডিয়া কোন সামাজিক যোগাযোগের মাধ্যম নয় বা কোন ব্লগ সাইট নয়। এখানে অবদান রাখতে হলে আপনাকে সুন্দর ও ভদ্রভাবে পরিপক্ক আচরন করতে হবে সবার সাথে। এটি আপনার ব্যক্তিত্বেরও বহিঃপ্রকাশ। ধরে নিলাম আপনি না বুঝে করেছেন তবে দয়া করে এর পরে কোন ব্যবহারকারীর সাথে এরকম ভাষায় মন্তব্য করবেন না। বারংবার এটি করলে আপনাকে বাধা দেওয়া হতে পারে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৪৪, ১৪ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]