ব্যবহারকারী আলাপ:Golam Hossen
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]
সুপ্রিয় Golam Hossen! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি।
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৬:৪১, ৩১ মে ২০১৬ (ইউটিসি) |
অতি সংক্ষিপ্ত নিবন্ধ[সম্পাদনা]
প্রথমেই বাংলা বিশ্বকোষে আন্তরিক স্বাগতম। সেই সহ খুবই ছোট নিবন্ধ তৈরি করার ব্যাপারে বলেতে চাইব যে এত ছোট নিবন্ধ তৈরি করবেন না যা থেকে কোনও ধারণা লাভ সম্ভব নয়। নিবন্ধগুলি অন্তত দশ-পনেরো লাইনের সেই সাথে তথ্যছক (infobox) যোগ করলে আরও ভাল হয়। তা না হলে নিবন্ধ অপসরণ করা হয়ে থাকে আপনার এই আলাপ পাতার স্বাগতম বার্তায় দেওয়া লিংকগুলি পড়েলে অনেককিছু বুঝতে পারবেন। আবারও বাংলা ভাষার উন্নয়নে স্বাগতম।:) পরমাণু আলাপ ১৭:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
মিতাজি[সম্পাদনা]
আমিও মাদ্রাসায় পড়তাম ৷ আপনি যে দাখিল মাদ্রাসার নামে পেজ বানিয়েন সেটা হয়তো প্রসাশক রাখবে না ৷ কারণ সেটা উইকিপিডিয়ায় রাখার মত গুরুত্ব মনে হচ্ছে না ৷ তার চেয়ে দাখিল মাদ্রাসা নামে নিবন্ধ বানান ৷ দাখিল মাদ্রাসা কি সেটা তুলে ধরেন ৷ আল্লাহ হাফেজ
প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধের গণ-অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

আপনার তৈরি নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি গণ-অপসারণের আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধসমূহ সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/উল্লেখযোগ্য নয় এমন প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধ গণ-অপসারণ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম, বিশেষ করে আপনাকে অংশগ্রহণে আহবান জানানো হচ্ছে। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। -- ওহিদ (আলাপ) ১২:০৮, ১৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)