ব্যবহারকারী আলাপ:Gaurh

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

বাংলাদেশের জেলাসমূহ নিবন্ধ সম্পর্কে[সম্পাদনা]

সুপ্রিয় গৌড়, বাংলাদেশের জেলাসমূহ নিবন্ধ থেকে জেলাসমূহের নাম গুলো কেটে নিয়ে আপনি সম্পূর্ণ নতুন একটি নিবন্ধ তৈরী করেছেন বাংলাদেশের জেলাসমূহের তালিকা যা নি:সন্দেহে ধোঁকাবাজি এবং ধ্বংসপ্রবণতার আওতায় পড়ে। নিবন্ধ থেকে কোন অনুচ্ছেদ তখনই নতুন নিবন্ধ আকারে সরিয়ে নেওয়া হয় যখন তার কলেবর বৃদ্ধি পায় এবং নিবন্ধের আলাদা গুরুত্ব থাকে। এখানে নিবন্ধের শিরোনাম থেকে স্পষ্ট যে নিবন্ধটি বাংলাদেশের জেলাসমূহের নামের তালিকাকেই উল্লেখ করে। তাই জেলাসমূহের নাম এই নিবন্ধেই থাকতে হবে। আর ৬৪টি জেলার নাম নিবন্ধকে খুব বেশী দীর্ঘ করে ফেলেনি বলেই মনে করি। ভবিষ্যতে এরকম সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আলাপ পাতায় আলোচনা করে নেওয়ার অনুরোধ রইলো। ধন্যবাদ। ফেরদৌস১০:৩৬, ২৮ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

কাউকে ধোকাবাজ বলার আগে আয়নায় নিজের চেহারাটা দেখা দরকার ! উইকিপেডিয়া কারো পত্রিক সম্পত্তি না যে তা পরিবর্তন পরিবর্ধন করা যাবে না ! আমার সংযোজন আর বর্তমান থার্ড ক্লাস ফরমেট তুলনা করলেই মানুষ বুঝতে পারবে কোনটা রুচিশীল !তবে বাংলাদেশিদের জন্য আলাদা কথা !!!!ইংরেজি নিবন্ধগুলো আমিই তৈরী করেছিলাম ! তবে রুচিহীন কথাবার্তা আর কাজকর্মের কল্যাণে বাংলা উইকিতে আসতে মন চায় না !!! নিবন্ধের গঠন বিন্যাসের কি বাহার !!!!!!!!! -----Gaurh (আলাপ) ১২:৪৭, ২৮ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
আমি বলেছিলাম ধোঁকাবাজি এবং ধ্বংসপ্রবণতার আওতায় পড়ে। ধোঁকাবাজি এবং ধ্বংসপ্রবণতা উইকিপিডিয়ার একটা নীতিমালা। আমি সেটারই উল্লেখ করেছিলাম। ব্যক্তি আক্রমণের মত হীন রুচির পরিচয় বাংলাদেশীরা তুলনামুলকভাবে কম দিয়ে থাকেন। মানুষের ভাষা এবং শব্দবিন্যাস তার রুচিকে, মানসিকতাকে ফুটিয়ে তোলে। দ্বিতীয়ত আপনি বলেছেন ইংরেজী উইকির নিবন্ধ গুলো আপনার তৈরি করা। en:Districts of Bangladesh: Revision history নিবন্ধটির প্রণেতা গ্রীন বেল্ট এবং যেখানে আপনি সামান্য অবদান রেখেছেন। আর en:List of districts of Bangladesh: Revision history এ আপনার কোন অবদানই নেই। উইকিপিডিয়া আসলেই কারো পৈতৃক সম্পত্তি নয়। আমারতো নয়ই। কাজ করুন। ভালো লাগবে। ধন্যবাদ। ফেরদৌস১৪:৫০, ২৮ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
সামান্য বিষয় নিয়ে আমরা তর্ক-বিতর্কে না যাই। @Gaurh, বাংলাদেশের জেলাসমূহের তালিকা করতে চান? ঠিক আছে, তবে তাঁর আগে বাংলাদেশের জেলাসমূহ সম্প্রসারণ করুন। নিবন্ধের গঠন বিন্যাসের বাহার যদি খারাপ হয় তাহলে তা ঠিক করুন। একটা বিষয় নিশ্চিত করে বলতে পারি তা হল, আপনি যে রকম ইংরেজি উইকিতে গিয়ে ইংরেজি উইকিকে সমৃদ্ধ করছেন কিন্তু ঠিক সেই রকম ইংরেজি উইকি থেকে কোন বিদেশী উইকিপিডিয়ান এসে বাংলা উইকিকে সমৃদ্ধ করবে না। যা করার আমাদের করতে হবে, কিন্তু দুঃখের বিষয় অনেক বাঙ্গালী তাঁর মাতৃভাষার উইকিতেই কাজ করেন না। এটিকে ভুল প্রমাণ করতে এগিয়ে আসুন। ধন্যবাদ --আফতাব (আলাপ) ১৫:০৫, ২৮ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাব,,বাংলা উইকিতে আমার অভিজ্ঞতা মোটেই সুখকর নয়! বিগত ৬ বছর সূত্রে বর্তমান একাউন্টি আমার তৃতীয়বারের মতো প্রত্যাবন বলা যায় ! যাই হোক , নতুন নিবন্ধটিতে, মন্তব্যে আমি সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছি যে ইংরেজি উইকির আদলে তা সাজানো হবে ! তারপরও মূল নিবন্ধ থেকে প্রশাসন সহ সকল বিন্যাস মুছে ধোঁকাবাজির নীতি নিয়ে এসেছে ! ইনস্ট্যান্ট এডমিনিস্ট্রেটর বলে কথা ! আমি ইংরেজি উইকি তে ফেরত গেলাম ! ধন্যবাদ আপনাকে !----Gaurh (আলাপ) ১৫:৩২, ২৮ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
তো কি হয়েছে, উনি তো বাংলা উইকির জন্য কাজ করছেন। আর আপনি? --আফতাব (আলাপ) ১৭:০৭, ২৮ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]