সরদারজী সমীপে
আলোচনা যোগ করুনউইকি থেকে আসা বিজ্ঞপ্তিসমূহ
Wikipedia Asian Month 2023 Barnstar
[সম্পাদনা]Dear Ferdous :
- Congratulations! Thank you so much for participating in the Wikipedia Asian Month 2023. We are very grateful for your dedication to the Wikimedia movement and effort in promoting Asian content. Hope to see you again this year and celebrate the 10th year of Wikipedia Asian Month together.
- Sincerely,
Crate new page for one parson
[সম্পাদনা]Hello sir crate one page for Maruf Hasan Bappi
Wikisource News
[সম্পাদনা]The latest edition of WS:News is out. Please enjoy. You are welcome to unsubscribe from these notifications by removing your name from this list. MediaWiki message delivery (talk) 15:56, 3 October 2024 (UTC)
আসসালামু আলাইকুম --MD Taufiq (আলাপ) ০৮:২৮, ৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- ওয়ালাইকুম আস সালাম। কেমন আছেন মো. তৌফিক? — ফেরদৌস • ১০:১২, ৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪" এডিটাথনে অংশ নিন!
[সম্পাদনা]কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪
১২:৫০, ৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
হিঙ্গল পঙ্কোদগারী গিরি নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
[সম্পাদনা]হিঙ্গল পঙ্কোদগারী গিরি নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/হিঙ্গল পঙ্কোদগারী গিরি পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Arijit Kisku (আলাপ) ১৭:২৯, ৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
হ্যাকাথনের আয়োজনে অংশগ্রহণের অনুরোধ
[সম্পাদনা]প্রিয় Ferdous!
আপনি হয়তো অবগত আছেন, আগামী ১৫-১৬ নভেম্বর ২০২৪ বাংলা উইকিসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের একটি বিশেষ আয়োজন হিসেবে বাংলায় প্রথমবারের মতো হ্যাকাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হ্যাকাথনটি উইকিমিডিয়া প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নতুন ধারণা ও প্রযুক্তি ব্যবহার করে একত্রিত হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবে।
এই হ্যাকাথনে আমাদের মধ্য থেকে প্রোগ্রামার, ডিজাইনার, ডকুমেন্টেটর এবং অন্যান্য আগ্রহীরা একত্রিত হয়ে দলগতভাবে কাজ করবো এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য নতুন টুল, বট বা অন্যান্য সমাধান তৈরি করবো। আপনি যদি মৌলিক প্রোগ্রামার, স্ক্রিপ্ট কিডি বা সাধারণ প্রোগ্রামার, ডকুমেন্টেটর বা অনুবাদক হিসেবে হ্যাকাথনে যুক্ত হতে চান; তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন।
হ্যাকাথনটিতে অন্যান্য কারিগরি কাজের মধ্যে উল্লেখযোগ্যভাবে আপনি ফ্যাব্রিকেটরে বাংলা উইকিগুলির বাকি থাকা কাজ, খসড়া নামস্থান সংক্রান্ত কারিগরি কাজ ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজ, নথিকরণসহ কারিগরি বা মৌলিক নীতিমালা অনুবাদের কাজও করতে পারবেন।
- একনজরে
- অনলাইন হ্যাকাথন : ১৪ - ১৬ নভেম্বর ২০২৪ (শেষদিন উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
- উইকিসম্মেলন হ্যাকাথন : ১৫ নভেম্বর ২০২৪ (১৬ নভেম্বর উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
- অংশগ্রহণকারী : প্রোগ্রামার, ডকুমেন্টেটর ও অনুবাদক
- নিবন্ধন ফরম : গুগল ফরমে নিবন্ধন করুন
- নিবন্ধনের শেষ তারিখ : অনলাইনের জন্য নিবন্ধনের শেষ তারিখ নেই, উইকিসম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি ২৩:৫৯) পর্যন্ত।
প্রযুক্তিবিদ, প্রযুক্তিপ্রেমী ও উইকিপ্রেমীদের অংশগ্রহণের অনুরোধ করছি। নিবন্ধনের পরে যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে
হ্যাকাথন আয়োজকদের পক্ষে,
MediaWiki message delivery (আলাপ) ০৬:৩৬, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
দয়া করে আমার নিবন্ধটি পুনরায় যাচাই করে সচল করুন।
[সম্পাদনা]{{সাহায্য করুন}} আমি আলোচিত হ্যাকিং গ্রুপ 'সিস্টেমএডমিনবিডি' সম্পর্কে একটি পাতা তৈরি করেছি। অনেক দেশীয় প্রধান সংবাদ মাধ্যম গুলোর রেফারেন্স দিয়েছি[Somoy TV,Jamuna TV,কালের কন্ঠ]। একই সাথে,আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এর ও[India Times,Hindustan Gazette]। 'সিস্টেমএডমিনবিডি' বাংলাদেশে আলোচিত একটি হ্যাকিং গ্রুপ,যা সম্পর্কে উইকিপিডিয়া বাংলায় তথ্য থাকা দরকার বলে মনে করি।। কিন্তু আমার পাতাটি মুছে দেওয়া হয়েছে।
আর, 'বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স এর উইকিতে যে নিউজ গুলোর রেফারেন্স দেওয়া হয়েছে সেগুলো প্রিয় ডট কম নামে লোকাল একটি অনলাইন পোর্টাল থেকে। 'বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স' এর পাতাটি আছে এখনো উইকিতে। কিন্তু আমি নিরপেক্ষভাবে নিবন্ধ তৈরি এবং সব তথ্যসূত্র দেওয়ার পরেও আমারটি মুছে দেওয়া হয়েছে,যা একজন নতুন উইকি ইউজার হিসেবে কাম্য ছিলোনা।
সিস্টেমএডমিনবিডি' এর উল্ল্যেখযোগ্য কর্মগুলো আমি উল্ল্যেখ করেছি পেজ এ।
এখানে আবার করছি,
১| বাংলাদেশের বন্যায় ভারতীয় জি মিডিয়ার 'জি নিউজ ২৪' কটাক্ষ করে নিউজ করে, এরপর জি মিডিয়া কর্পোরেশন এর অফিশিয়াল ওয়েবসাইট 'সিস্টেমএডমিনবিডি' হ্যাক করে। যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর রেফারেন্স দিয়েছি।
২| ইজরাইল এর উপর সাইবার আক্রমন করেছে, প্যালেস্টাইন এর সমর্থনে। রেফারেন্স দিয়েছি।
৩| বাংলাদেশের ২৪ এর গনভ্যুত্থানে ছাত্রদের সমর্থন করতে 'সিস্টেমএডমিনবিডি' গ্রুপটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইট হ্যাক করে। রেফারেন্স দিয়েছি।
৪| বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সরকারকে বার্তা দিতে বসুন্ধরা সিটি শপিং মলের বিলবোর্ড [led] হ্যাক করে। এটির ও রেফারেন্স দিয়েছি।
বিনীত অনুরোধ,দয়া করে পেজটি সচল করুন।🙏 Bangladeshiwikieditor (আলাপ) ১৯:৪২, ১০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- হে নতুন, আপনাকে স্বাগত জানাই বাংলা উইকিপিডিয়ার আঙিনায়। আপনার নিবন্ধটি আমি পড়েছি। আপনি তথ্যসূত্র ঠিকঠাক দিয়েছেন। তবে উইকিপিডিয়ার যে উল্লেখযোগ্যতা নীতিমালা আছে তা কিন্তু এই নিবন্ধটি পূরণ করেনি বা আপনার প্রদত্ত তথ্য থেকে উল্লেখযোগ্যতা প্রমাণিত হয়নি। নিবন্ধটি পুনরুদ্ধার করতে হলে আপনাকে আগে নিবন্ধটি উল্লেখযোগ্য সেটা প্রমাণ করতে হবে। তখন নিবন্ধটি পুনরুদ্ধার করা যাবে। — ফেরদৌস • ১৯:৫৮, ১০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- রেসপন্স এর জন্য ধন্যবাদ জানাই। নিবন্ধটি উল্যেখযোগ্য কারন, 'সিস্টেমএডমিনবিডি' বাংলাদেশে বর্তমানে সক্রিয় হ্যাকিং গ্রুপগুলোর মধ্যে অন্যতম একটি গ্রুপ। এবং এর জনপ্রিয়তা রয়েছে। 'বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স' এর মতো এটিও জনপ্রিয় হয়ে উঠেছে।'সিস্টেমএডমিনবিডি' সম্পর্কে কেউ জানতে চাইলে বাংলা উকিপিডিয়া নির্ভরযোগ্য হবে এবং বিশ্বাসযোগ্য হবে। যেহেতু এটি আন্তর্জাতিক বিশ্বেও পরিচিতি লাভ করেছে, তাই আমি মনে করি 'সিস্টেমএডমিনবিডি' সম্পর্কে নিবন্ধ থাকা জরুরী,যাতে করে সঠিক তথ্য মানুষজন জানতে পারে আমি নিবন্ধটি সম্পুর্ন নিরপেক্ষ ভাবে এবং নির্ভরযোগ্য সূত্র দিয়ে তৈরি করেছি শুধু মাত্র এই উদ্দেশ্যে যে,মানুষজন যেন 'সিস্টেমএডমিনবিডি' সম্পর্কে উইকিপিডিয়া বাংলা হতে সঠিক তথ্য পায়। প্রিয় সরদারজি,আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দয়া করে পেজটি সচল করুন🙏 Bangladeshiwikieditor (আলাপ) ২০:০৪, ১০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আমার নিবন্ধটি কেন উল্ল্যেখযোগ্য তা বিশ্লেষন করছি উইকিপেডিয়া বাংলার উল্ল্যেখযোগ্যতা নির্ধারন নীতিমালার আলোকে:
- ১| তাৎপর্যপূর্ন প্রচার: 'সিস্টেমএডমিনবিডি' সম্পর্কে প্রত্যক্ষভাবে দেশীয় ও আন্তর্জাতিক মহলে আলোচনা হয়েছে। যা তুচ্ছ উল্ল্যেখ না। বিভিন্ন মূলধারার মিডিয়ায় হাইলাইট করে প্রচার হয়েছে।
- ২| নির্ভরযোগ্য উৎস: 'সিস্টেমএডমিনবিডি' এর নামে নিবন্ধটিতে যেসব রেফারেন্স/তথ্যসূত্র ব্যাবহার করেছি সব কয়টিই নির্ভরযোগ্য ছিলো। প্রয়োজনে আরো কিছু তথ্যসূত্র সরবরাহ করতে পারি।
- ৩| বিষয়বস্তুর স্বাধীনতা: আমি যে বিষয়ে লিখেছি তা আমার নিজস্ব কোনো লেখা নয়।সকল তথ্য সমূহ আমি শুধুমাত্র সংগ্রহ করে নিবন্ধতে যুক্ত করেছি। আমার প্রদত্ত সব সূত্র গুলোও স্বাধীন।
- ৪| 'সিস্টেমএডমিনবিডি' সম্পর্কে নিবন্ধে বাছবিচারবিহীন কিছু যুক্ত করিনি। এটির তাৎপর্য আছে। আর যেহেতু উইকিপিডিয়া একটি বিশ্বকোষ,তাই এটি সম্পর্কে উইকিপিডিয়া তে তথ্য থাকলে মানুষজন সহজেই তথ্য পেতে পারবে।
- ৫| 'সিস্টেমএডমিনবিডি' এর উল্ল্যেখযোগ্যতা ও অস্থায়ী না। সাইবার আক্রমনের ইতিহাসে একটি বড় ধরনের সাড়া জাগিয়েছে 'সিস্টেমএডমিনবিডি'। যেমনটি করেছিলো 'বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স' । তাই এর উল্ল্যেখযোগ্যতা অস্থায়ী হবেনা।
- ৬| আমার নিবন্ধটি কোনো আত্মপ্রচার,অপপ্রচার বা বাছবিচারহীন নিবন্ধ নয়।
- দয়া করে আমার নিবন্ধটি পুনরুদ্ধার করে দিন এবং সচল করুন। বিনীতভাবে অনুরোধ করছি🙏 Bangladeshiwikieditor (আলাপ) ২০:৩০, ১০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আপনার আগ্রহের কারণে নিবন্ধটি পুনরুদ্ধার করা হলো। আপনি যত দ্রুত সম্ভব নিবন্ধে তথ্যসূত্র সমেত তথ্য যুক্ত করুন যার দ্বারা নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমানিত হবে। ধন্যবাদ। — ফেরদৌস • ২১:০৯, ১০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Ferdous নিবন্ধটি উল্লেখযোগ্য নয়, কেবলই বিজ্ঞাপনের উদ্দেশ্যে তৈরি। প্রণেতা গঠনমূলক সম্পাদনাকার্যে মনোযোগী না হয়ে প্রচারণার স্বার্থে নিবন্ধটি তৈরি করছে, এখানে স্বার্থের সংঘাত স্পষ্ট। ~ নাহিয়ান আলাপ ২১:১১, ১০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- ধন্যবাদ নাহিয়ান, নিবন্ধটি আমার কাছে এখনও উল্লেখযোগ্য মনে হয়নি। তবে নিবন্ধের ভাষা খুব একটা বিজ্ঞাপণধর্মী নয়। যেহেতু প্রণেতা নিবন্ধটির মানোন্নয়নে আগ্রহী সেজন্য তাকে একটি সুযোগ প্রদান করা যায়। একই সাথে নিবন্ধটিতে একটি অপসারণ প্রস্তাবণা দেয়া যায়। তাতে অন্যান্য উইকিপিডিয়ানগণ তাদের মতামত প্রদান করতে পারবেন এবং সর্বসম্মত সিদ্ধান্তে নিবন্ধটি রাখা কিংবা অপসারণ করা যাবে। — ফেরদৌস • ২১:২১, ১০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- প্রিয় নাহিয়ান,
- দু:খিত, আমার নিবন্ধটি প্রচারনার জন্য তৈরি করিনি। সম্পূর্ন নিরপেক্ষ ভাবে,কোনো প্রকার একপাক্ষিক দৃষ্টিভঙ্গি ব্যতীত এবং নির্ভরযোগ্য রেফারেন্স দিয়ে নিবন্ধটি লিখেছি। 'সিস্টেমএডমিনবিডি' উল্ল্যেখযোগ্য কিছু কাজ করেছে,তাই 'সিস্টেমএডমিনবিডি' নিয়ে মানুষজন জানতে আগ্রহী হওয়ায় এটি উল্লেখযোগ্য হিসেবে উইকিপিডিয়া বাংলায় যুক্ত করেছি। নীতিমালা অনুসরন করেছি। দয়া করে আমাকে ভুল বুঝবেন না🙏আপনার কাছে অনুরোধ জানাচ্ছি,আমার নিবন্ধটি অপসারন প্রস্তাব না দিতে এবং অপসারন না করতে। আপনি দয়া করে সাধারন ভাবে সার্চ ইঞ্জিন bing, এআই চ্যটাবট chatgpt এবং মাইক্রোসফট কপিলটে যদি 'Systemadminbd' সম্পর্কে জানতে চান তারাও বিস্তারিত বলবে🙂। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি,আমার নিবন্ধটি না মুছতে। অন্যথায় আমি নতুন উইকি ব্যবহারকারী হিসেবে উইকিতে লিখার আগ্রহ হারিয়ে ফেলবো। Bangladeshiwikieditor (আলাপ) ০৩:৫৩, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- দয়া করে আমার নিবন্ধটি পুনরুদ্ধার করুন। আমি অনুরোধ জানাচ্ছি। এটি কোনো প্রচারনা ছিলোনা। আমার লেখাও নিরপেক্ষ ছিলো এবং সঠিক সুত্র দিয়েছিলাম। উল্ল্যেখযোগ্য হ্যাকিং টিম হওয়ার কারনে আমি এটি লিখেছি। উইকিতে এটিই আমার প্রথম লিখা। দয়া করে নিবন্ধটি সচল করে দিন।কৃতজ্ঞ থাকবো🙏 Bangladeshiwikieditor (আলাপ) ০৩:৪৭, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Ferdous নিবন্ধটি উল্লেখযোগ্য নয়, কেবলই বিজ্ঞাপনের উদ্দেশ্যে তৈরি। প্রণেতা গঠনমূলক সম্পাদনাকার্যে মনোযোগী না হয়ে প্রচারণার স্বার্থে নিবন্ধটি তৈরি করছে, এখানে স্বার্থের সংঘাত স্পষ্ট। ~ নাহিয়ান আলাপ ২১:১১, ১০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আপনার আগ্রহের কারণে নিবন্ধটি পুনরুদ্ধার করা হলো। আপনি যত দ্রুত সম্ভব নিবন্ধে তথ্যসূত্র সমেত তথ্য যুক্ত করুন যার দ্বারা নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমানিত হবে। ধন্যবাদ। — ফেরদৌস • ২১:০৯, ১০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
জানতে চাই
[সম্পাদনা]প্রিয় সরদারজী,
'সিস্টেমএডমিনবিডি' পাতাটি অপসারন করা হয়েছে এই মর্মে যে এটির কোনো উল্ল্যেখযোগ্যতা নেই।
আমি বিনয়ের সাথে জানতে চাচ্ছি, বাংলাদেশে সক্রিয় উল্ল্যেখযোগ্য হ্যাকিং টিম গুলো মধ্যে 'সিস্টেমএডমিনবিডি' বর্তমানে অন্যতম একটি গ্রুপ। এ সম্পর্কিত সকল তথ্যসূত্র আমি দিয়েছি। কোনো অতিরঞ্জিত,অপপ্রচার,মিথ্যা-বানোয়াট কোনো তথ্য দিইনি। এবং একই সাথে কোনো প্রকার প্রচারনামূলক একটি শব্দও আমি লিখিনি।
সকল প্রকার তথ্য,প্রমান সঠিকভাবে দেওয়ার পরেও কেন এটি উল্ল্যেখযোগ্য হবেনা?? দয়া করে বলবেন কি?
আর, 'নাহিয়ান' অভিযোগ করেছেন যে, আমি প্রচারনা করেছি। আমার কোন শব্দটি বা কোন বাক্যটি প্রচারনামূলক হয়েছে যদি জানাতেন উপকৃত হতাম।
'বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স' এর উইকির মতো করেই আমার 'সিস্টেমএডমিনবিডি' পাতাটি আমি তৈরি করেছি। গ্রুপটি বাংলাদেশের একটি উল্ল্যেখযোগ্য গ্রুপ হওয়ায় উইকিপিডিয়া বিশ্বকোষে এটি থাকা উচিৎ। আপনি যদি এটি অপসারন না করে এপ্রুভ করেন,পুনরুদ্ধার করে দেন তাহলে কি কোনো ক্ষতি হবে? একটি উল্ল্যেখযোগ্য গ্রুপ সম্বন্ধে আমি লিখেছি এবং এটি আমার প্রথম উইকি অবদান। আমি আপনাদের কাছে অনেক অনেকবার অনুরোধ জানিয়েছি এবং এখনো জানাচ্ছি, দয়া করে আমার পাতাটি পুনরুদ্ধার করে দিন। যদি আপনার মনে হয় উল্ল্যেখযোগ্য নয় এবং প্রচারনামূলক তবে তা আমাকে অবহিত করুন,ঠিক কি কারনে তা মনে হয়েছে।আমি পুনরায় অনুরোধ জানাচ্ছি, আমার পাতাটি পুনরুদ্ধার করে দিন। ধন্যবাদ🙏 Bangladeshiwikieditor (আলাপ) ০৯:১২, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Bangladeshiwikieditor আপনি অন্য কারও আদলে আরেকটি নিবন্ধ তৈরি করেছেন, এটি কোনোভাবে প্রমাণ করেনা আপনার প্রণীত নিবন্ধ উল্লেখযোগ্য। আপনি শাহরুখ খানের আদলে নিজের নামে একটি নিবন্ধ তৈরি করলেই সেটি উইকিপিডিয়ায় স্থান পাবার যোগ্য হয়ে উঠবেনা, এই সহজ ব্যপারটি আপনাকে মানতে হবে। আপনাকে নীতিমালা পাতা পড়তে বলেছিলাম আগেই, আপনি তা না করে বারংবার একই কথা বিভিন্ন আলাপ পাতায় জানাচ্ছেন। গঠনমূলক সম্পাদনায় মনোযোগ দিন, অন্যথায় স্বার্থের সংঘাতের অভিযোগে আপনার ব্যবহারকারী একাউন্টটিকেও বাধা দেওয়া হতে পারে। ~ নাহিয়ান আলাপ ০৯:২১, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- জ্বি আমি পড়েছি। জানতে চেয়েছি ঠিক কোন বিষয়টি প্রচারনামূলক মনে হয়েছে? জনাব 'Ferdous' স্বয়ং নিজেই বলেছেন আমার পাতাটি তেমন কোনো প্রচারনামূলক মনে হয়নি।
- আর 'সিস্টেমএডমিনবিডি' কেন উল্ল্যেখযোগ্য তা আমি বারংবার উল্ল্যেখ করেছি,তথ্য প্রমান দিয়েছি। এর বাইরে আর ঠিক কি কি যুক্ত করলে 'সিস্টেমএডমিনবিডি' উল্ল্যেখযোগ্য প্রমানিত হবে বলবেন কি? আমি ব্যক্তিগত স্বার্থের কোনো কিছুই করিনি। উইকিতে এটিই আমার প্রথম অবদান এর চেষ্টা, তাও মুছে দিয়েছেন যা আমাকে কষ্ট দিয়েছে। আপনি প্রশাসক,চাইলেই আমর একাউন্ট বাধা দিতে পারেন। তবে আমি জানতে চাই কেন আমি বার বার যুক্তিসহ বলার পর ও আমার পাতাটি পুনরুদ্ধার করছেন না।
- হ্যা আপনার কথা ঠিক যে শাহরুখ খানের আদলে আমার নিজের নামে উইকি তৈরি করলে তা হবেনা। আপনি আপনার আলাপ পাতায় বলেছেন 'বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স' এর উল্ল্যেখযোগ্য অবদান(কর্ম) আছে।তাই উইকি আছে।
- কিন্তু, 'সিস্টেমএডমিনবিডি' এর উল্ল্যেখযোগ্য কর্মগুলো সব ই দিয়েছি। তথ্যসূত্র দিয়েছি। এরপরেও কেন এটি উল্ল্যেখযোগ্য হবেনা?? Bangladeshiwikieditor (আলাপ) ০৯:২৬, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Bangladeshiwikieditor বিজ্ঞাপন, কারণ আপনি নিজের নিবন্ধ নিজেই তৈরি করছেন। নিবন্ধের সঙ্গে প্রণেতার কোনো সম্পর্ক থাকাকেই বিজ্ঞাপন বলা হয়। আর যে কাজগুলোকে উল্লেখযোগ্য বলছেন, সেগুলো আপনার মতে উল্লেখযোগ্য, তবে উইকিপিডিয়াত নীতিমালা অনুসারে উল্লেখযোগ্য নয়। উইকিপিডিয়া কোনো প্রচারণার স্থান নয়। ~ নাহিয়ান আলাপ ০৯:৩০, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- প্রথমত, নিবন্ধের সঙ্গে আমার নিজের কোনো সম্পর্ক নেই। আপনার এ অভিযোগের তথ্য প্রমান আছে কোনো???
- দ্বিতীয়ত, আমি যে কাজগুলো উল্ল্যেখ করেছি ঠিক একই কাজগুলো 'বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স' এর উইকি তে উল্ল্যেখ আছে। একই কাজ ও অবদানের জন্য সেই উইকি থাকলেও আমার উইকি টি মুছে দেওয়া হয়েছে। উইকিপিডিয়া নীতিমালা অনুসারে কেন উল্ল্যেখযোগ্য নয় তা একটু পরিষ্কার করে বলুন। Bangladeshiwikieditor (আলাপ) ০৯:৩৩, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Bangladeshiwikieditor প্রথমত, আপনি একজন নতুন সম্পাদক। আপনি অ্যাকাউন্ট চালু করেই এমন একটি নিবন্ধ বারবার তৈরির চেষ্টা করছেন, যা সম্পূর্ণ অপরিচিত, কোনো উল্লেখযোগ্য ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। বাংলাদেশী দূর্বল নিরাপত্তার সরকারি ওয়েবসাইট হ্যাক বা বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে একই পোস্ট কপি-পেস্ট করে প্রচার করার মাধ্যমে কোনো বিষয় উল্লেখযোগ্য হয়ে উঠেনা। আমার বলা এই পয়েন্টগুলো ব্যতিত আপনার কোনো প্রমাণ আছে, যা আপনার প্রণীত নিবন্ধকে গুরুত্বপূর্ণ হিসাবে প্রমাণ করবে? ~ নাহিয়ান আলাপ ০৯:৪৩, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- প্রথমত, আমি নতুন সম্পাদক তা স্বীকার করছি। অ্যাকাউন্ট চালু করেই কি নিবন্ধ তৈরির পার্মিশন নেই উইকি বাংলায়??? আপনার কাছে এই টপিক অপরিচিত হলেও অনেকের কাছে পরিচিত।
- দ্বিতীয়ত, "আপনি বলেছেন বাংলাদেশী দূর্বল নিরাপত্তার সরকারি ওয়েবসাইট হ্যাক'। আপনার কাছে প্রশ্ন, যে সকল ওয়েবসাইট ই হ্যাক হয় সকল ওয়েবসাইট এই নিরাপত্তা ত্রুটি থাকে যা ভেঙ্গে হ্যাক করে হ্যাকাররা। ওয়েবসাইট দুর্বল নাকি শক্ত তা তো এখানে আলোচ্য বিষয় নয়। বরং তাদের অবদান টা আলোচ্য বিষয়।
- "বিভিন্ন অনলাইনে নিউজ পোর্টালের একই পোস্ট কপি-পেস্ট" - বাংলাদেশ ব্ল্যাকহ্যাট হ্যাকার্স এর নিউজগুলো ঘাটেন দয়া করে। সব গুলোই এক মিডিয়া এর রেফারেন্স দিয়েছে। (প্রিয় ডট কম নামে লোকাল এক মিডিয়া এর)। অথচ আমি সব রেফারেন্স দিয়েছি স্থানীয়,জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ার। আপনার কি টিভি চ্যানেল এর সংবাদ এর ভিডিও রেফারেন্স লাগবে? সেগুলাও দিবো প্রয়োজনে। Bangladeshiwikieditor (আলাপ) ০৯:৪৮, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Bangladeshiwikieditor অ্যাকাউন্ট খুলে অবদান রাখার অধিকার আছে, তবে বিজ্ঞাপন দেবার নয়। যাইহোক, আপনি চেষ্টা করতে থাকুন … ~ নাহিয়ান আলাপ ০৯:৫১, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- বিজ্ঞাপন দিইনি। আপনি প্রমান করুন আমি বিজ্ঞাপন দিয়েছি। এমন কোনো শব্দ বা বাক্য দেখান যেখানে প্রমানিত হচ্ছে আমি বিজ্ঞাপন দিয়েছি। আপনি তো ভাই এখন রীতিমতো পার্সোনাল এট্যাক এ চলে এসেছেন এক প্রকার।
- যদি আপনি আমার উপর অভিযোগ রাখেন তবে আমি যে বিজ্ঞাপন দিয়েছি তা প্রমান করুন।
- ২| বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স' এর উইকিতে যেসব কাজ উল্ল্যেখ হয়েছে সেসব একই টাইপ এর কাজ আমি উল্ল্যেখ করেছি। তাও আমার পাতা মুছে দেওয়া হয়েছে। কেন?
- ৩| বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স' এর উইকিতে নর্মাল এক স্থানীয় মিডিয়া পোর্টাল এর রেফারেন্স দেওয়ার পর ও উইকিটি আছে। অথচ আমি জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ার রেফারেন্স দেওয়ার পর ও আমার উইকি মুছে দেওয়া হয়েছে। কেন???
- উত্তর দিবেন আশা করি।
- @— ফেরদৌস প্রিয় সরদারজী,আশা করবো আপনি এই বিষয়টি দেখবেন। বিনা কারন ব্যতীত আমার আইডি ব্যান এর হুমকি কেন? আমি প্রচারনা করেছি বলে অভিযোগ করা হয়েছে, আমি কোথায় কোন শব্দে বা বাক্যে প্রচারনা করেছি তার কোনো তথ্য-প্রমান ই নেই।তাও আমার উপর এই অভিযোগ করেছে। আমি আশা করবো আপনি আমার যুক্তিগুলো দেখবেন এবং আমার পাতাটি পুনরুদ্ধার করে দিবেন। আপনাদের কি কোনো ক্ষতি আছে বাংলাদেশ এর একটি উল্ল্যেখযোগ্য গ্রুপ সম্বন্ধে উইকি এপ্রুভে? আর এও আমি পরিষ্কার করতে চাই যে নিবন্ধের সঙ্গে আমার সম্পর্ক নেই। Bangladeshiwikieditor (আলাপ) ১০:১৬, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Bangladeshiwikieditor মনে করুন, আমি এখন একটি চেয়ারে বসে আছি। আপনি আমাকে দেখে বললেন, আমি চেয়ারে বসে আছি। তবে আপনার সাথে আমি এই ব্যপারটি মানতে নারাজ। আমার বক্তব্য হচ্ছে- আমি খাটে শুয়ে আছি।
- আপনার ব্যপারটি হচ্ছে তেমনই। আপনার কাজে-কথায় সবভাবে প্রকাশ পাচ্ছে, আপনার সঙ্গে নিবন্ধের সম্পর্ক আছে, কিন্তু আপনি আমার কাছে প্রমাণ চাচ্ছেন। সবকিছু দলিল-দস্তাবেজ দিয়ে প্রমাণের তো প্রয়োজন নেই।
- আর আপনাকে কোনো হুমকি দেওয়া হয়নি, যৌক্তিক কথা বলা হয়েছে। কোনো নির্দিষ্ট নিবন্ধ নিয়ে কেও আটকে থাকেনা, যা আপনি করছেন। আর আপনাকে সহজভাবে কিছু বোঝাতে পারছিনা বিধায়, এত বাড়তি কথা বলতে হচ্ছে। ~ নাহিয়ান আলাপ ১০:২৫, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- একজন উইকি প্রশাসক হিসেবে এসব খোঁড়া যুক্তি না দিলে ভালো হয়।
- অবশ্যই আপনি যখন কোনো অভিযোগ করবেন তখন সুনির্দিষ্ট তথ্য-প্রমান এর ভিত্তিতে অভিযোগ দিবেন। উইকিপিডিয়ার নীতিতে সন্দেহের বশে কারো ব্যাপারে অভিযোগ দেওয়া কি অপরাধ নয়??
- আমি আমার উইকি নিয়ে সিরিয়াস, এটি আমার প্রথম উইকি এবং এই উইকি লিখতে আমাকে যথেষ্ট সময় ব্যয় করতে হয়েছে। যথেষ্ট পরিশ্রম হয়েছে। আপনি কোনো কারন ছাড়াই আমার উইকি মুছে ফেলতে বলতে পারেন না। এটি ব্যক্তিগত আক্রমন।
- আমি আমার যুক্তি দিয়েছি। আপনি জিজ্ঞেস করেছেন কি কি উল্ল্যেখযোগ্যতা আছে। সেটি বলেছি। আপনি জিজ্ঞেস করেছেন কি কি গুরুত্বপূর্ণ কাজ করেছে,তাও বলেছি রেফারেন্স সহ। এরপর ও এপ্রুভ করতে এত আপত্তি কেন আপনার? আপনার কি ক্ষতি করেছি আমি?
- আর আমি নির্দিষ্ট নিবন্ধ নিয়ে আটকে থাকবো নাকি অন্য নিবন্ধ লিখবো সেটির সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার। এর কারনে আপনি আমার একাউন্ট ব্যান করবেন নাকি? এটি উইকিপিডিয়ার নীতিমালা? Bangladeshiwikieditor (আলাপ) ১১:৫২, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Bangladeshiwikieditor ভাই, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে যে উইকিপিডিয়ার নীতিমালা বেশ জটিল এবং কিছু প্রকারের নিবন্ধ এখানে টিকিয়ে রাখাও কঠিন। আমার একাধিক নিবন্ধ এক সময় ডিলিট হয়ে গেছে যেগুলো নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না বলা হয়েছে। কোন নিবন্ধ কেন অপসারণ করা হয়েছে তা সহজ ভাষায় বোঝানো অনেক সময় সম্ভব হয়না এমনকি বোঝাতে ঘন্টাখানেক সময় পর্যন্ত লেগে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় উইকিপিডিয়ানরাও ভুল করতে পারে যদিও সবসময় ভুল হবে তা নয়। আবার দেখা যায় কোন টপিক প্রথমদিকে উল্লেখযোগ্য না হলেও ভবিষ্যতে হয়ে যায় (উদাহরণ রিউমর স্ক্যানার বাংলাদেশ কিংবা হিরো আলম, এগুলো প্রথমদিকে ডিলিট হয়ে গিয়েছিল)। আমি পরামর্শ দিবো হতাশ হয়ে না পড়ে খসড়ায় নিবন্ধটি তৈরি করে পর্যালোচনার জন্য জমা দিন। তারপর পর্যালোচকদের পরামর্শ অনুযায়ী নিবন্ধটিতে পর্যাপ্ত সম্পাদনা করে বারবার দেখানোর জন্য জমা দিবেন। তারপর দেখা যাক কি হয়। মেহেদী আবেদীন ১০:০০, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- ভাই আমি বারংবার অনুরোধ জানিয়েছি পাতাটা পুনরুদ্ধার করতে। কেন উল্ল্যেখযোগ্য,কি কি বিশেষ কাজ করেছে,কি কি কারনে উইকিতে থাকা দরকার সব ই বলেছি একদম ক্লিয়ারলি। তাও আমার পাতাটি মুছে দেওয়া হয়েছে। পরবরতীতে প্রশাসক জনাব 'ফেরদৌস' পুনরুদ্ধার করলেও আবার অপসারন করা হয়েছে। Bangladeshiwikieditor (আলাপ) ১০:০৯, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Bangladeshiwikieditor ভাইয়া @Mehedi Abedin ভাই যেহেতু আপনাকে খসড়ায় নিবন্ধটি তৈরি করে পর্যালোচক দের কে দেখাতে এবং পরামর্শ অনুযায়ী করতে বলেছেন, আমার মনে হয় এটাই উত্তম।
- আমার নিজেরও অনেক গুলো নিবন্ধের তথ্যসূত্রের উল্লেখযোগ্যতা ছিল না এজন্য সেগুলো অপসারিত হয়েছে। রিফাত (আলাপ) ১২:০৮, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- এ সম্পর্কে আমাকে সাহায্য করুন। আমি কি পুনরায় তৈরি করে আবার সাবমিট করবো? Bangladeshiwikieditor (আলাপ) ১২:১০, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- সুপ্রিয় উইকিপিডিয়ানগণ, আমি দুঃখিত যে আমি আপনাদের এই আলোচনা দেখতে দেরি করে ফেলেছি। আমি সকল পক্ষকে শান্ত হয়ে কোন প্রকার ব্যক্তিগত আক্রমণ না করে আলোচনা করার অনুরোধ করছি। ব্যবহারকারী:Bangladeshiwikieditor আমি আপনার নিবন্ধটি পুনরুদ্ধার করে দিয়েছি বলে যে সেটা আবার অপসারিত হবেনা, বিষয়টি এমন নয়। এমনকি একবার অপসারণ প্রস্তাবনা দিয়ে অপসারিত না হলে পরে দ্বিতীয়বার অপসারণ প্রস্তাবনা দেয়া যায়। অপসারণ আলোচনা ঘাটলে এরকম অনেক নজির আপনি খুঁজে পাবেন। আর একটি কথা , আমারও প্রথম করা নিবন্ধ মুছে ফেলা হয়েছিলো। কষ্ট পেয়েছিলাম। কিন্তু হতাশ হইনি। দেখুন আজ আমি বাংলা উইকিপিডিয়ায় হাজারের বেশী নিবন্ধ করেছি। অন্যদিকে আমার করা ২১ টি নিবন্ধ অপসারিত হয়েছে। আশাকরি আপনিও হতাশ হবেন না। আমার প্রথমদিকে করা প্রায় সব নিবন্ধে অপসারণ প্রস্তাবনা আসতো কপি করার কারণে। আমি ধীরে ধীরে বাংলা উইকিপিডিয়াকে বুঝতে শিখেছি। তারপর সেই সব নিবন্ধ টিকিয়ে রাখতে সক্ষম হয়েছি। কাউকে অনুরোধ করতে হয়নি। আপনি যেহেতু নতুন এবং শেখার আগ্রহ আছে তাই অন্যান্য নিবন্ধ নিয়ে কাজ করুন। সব রকম সাহায্য আমাদের কাছ থেকে পাবেন। আর মেহেদি আবেদিন যে আপনাকে খসড়া নিবন্ধ করার পরামর্শ দিয়েছে সেটা অনুসরণ করুন। আশাকরি বাংলা উইকিপিডিয়ায় কাজ করতে আপনার ভালো লাগবে। আবারো ধন্যবাদ জানাচ্ছি। — ফেরদৌস • ১৩:০৭, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- রেসপন্স এর জন্য ধন্যবাদ। আমি নিবন্ধটি সংশোধন ও গঠনমূলক করে এরপর খসড়াতে যুক্ত করতে চাই। তবে আমি আমার সোর্স কোড সংরক্ষন করিনি। আমাকে কি আমার নিবন্ধের সোর্স কোড দেওয়া যাবে? Bangladeshiwikieditor (আলাপ) ১৭:৪৫, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- সুপ্রিয় উইকিপিডিয়ানগণ, আমি দুঃখিত যে আমি আপনাদের এই আলোচনা দেখতে দেরি করে ফেলেছি। আমি সকল পক্ষকে শান্ত হয়ে কোন প্রকার ব্যক্তিগত আক্রমণ না করে আলোচনা করার অনুরোধ করছি। ব্যবহারকারী:Bangladeshiwikieditor আমি আপনার নিবন্ধটি পুনরুদ্ধার করে দিয়েছি বলে যে সেটা আবার অপসারিত হবেনা, বিষয়টি এমন নয়। এমনকি একবার অপসারণ প্রস্তাবনা দিয়ে অপসারিত না হলে পরে দ্বিতীয়বার অপসারণ প্রস্তাবনা দেয়া যায়। অপসারণ আলোচনা ঘাটলে এরকম অনেক নজির আপনি খুঁজে পাবেন। আর একটি কথা , আমারও প্রথম করা নিবন্ধ মুছে ফেলা হয়েছিলো। কষ্ট পেয়েছিলাম। কিন্তু হতাশ হইনি। দেখুন আজ আমি বাংলা উইকিপিডিয়ায় হাজারের বেশী নিবন্ধ করেছি। অন্যদিকে আমার করা ২১ টি নিবন্ধ অপসারিত হয়েছে। আশাকরি আপনিও হতাশ হবেন না। আমার প্রথমদিকে করা প্রায় সব নিবন্ধে অপসারণ প্রস্তাবনা আসতো কপি করার কারণে। আমি ধীরে ধীরে বাংলা উইকিপিডিয়াকে বুঝতে শিখেছি। তারপর সেই সব নিবন্ধ টিকিয়ে রাখতে সক্ষম হয়েছি। কাউকে অনুরোধ করতে হয়নি। আপনি যেহেতু নতুন এবং শেখার আগ্রহ আছে তাই অন্যান্য নিবন্ধ নিয়ে কাজ করুন। সব রকম সাহায্য আমাদের কাছ থেকে পাবেন। আর মেহেদি আবেদিন যে আপনাকে খসড়া নিবন্ধ করার পরামর্শ দিয়েছে সেটা অনুসরণ করুন। আশাকরি বাংলা উইকিপিডিয়ায় কাজ করতে আপনার ভালো লাগবে। আবারো ধন্যবাদ জানাচ্ছি। — ফেরদৌস • ১৩:০৭, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- এ সম্পর্কে আমাকে সাহায্য করুন। আমি কি পুনরায় তৈরি করে আবার সাবমিট করবো? Bangladeshiwikieditor (আলাপ) ১২:১০, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Bangladeshiwikieditor খসড়া নিবন্ধের জন্য উইকিপিডিয়া:খসড়া দেখুন। রিফাত (আলাপ) ১২:১৩, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- ভাই আমি বারংবার অনুরোধ জানিয়েছি পাতাটা পুনরুদ্ধার করতে। কেন উল্ল্যেখযোগ্য,কি কি বিশেষ কাজ করেছে,কি কি কারনে উইকিতে থাকা দরকার সব ই বলেছি একদম ক্লিয়ারলি। তাও আমার পাতাটি মুছে দেওয়া হয়েছে। পরবরতীতে প্রশাসক জনাব 'ফেরদৌস' পুনরুদ্ধার করলেও আবার অপসারন করা হয়েছে। Bangladeshiwikieditor (আলাপ) ১০:০৯, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Bangladeshiwikieditor অ্যাকাউন্ট খুলে অবদান রাখার অধিকার আছে, তবে বিজ্ঞাপন দেবার নয়। যাইহোক, আপনি চেষ্টা করতে থাকুন … ~ নাহিয়ান আলাপ ০৯:৫১, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Bangladeshiwikieditor প্রথমত, আপনি একজন নতুন সম্পাদক। আপনি অ্যাকাউন্ট চালু করেই এমন একটি নিবন্ধ বারবার তৈরির চেষ্টা করছেন, যা সম্পূর্ণ অপরিচিত, কোনো উল্লেখযোগ্য ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। বাংলাদেশী দূর্বল নিরাপত্তার সরকারি ওয়েবসাইট হ্যাক বা বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে একই পোস্ট কপি-পেস্ট করে প্রচার করার মাধ্যমে কোনো বিষয় উল্লেখযোগ্য হয়ে উঠেনা। আমার বলা এই পয়েন্টগুলো ব্যতিত আপনার কোনো প্রমাণ আছে, যা আপনার প্রণীত নিবন্ধকে গুরুত্বপূর্ণ হিসাবে প্রমাণ করবে? ~ নাহিয়ান আলাপ ০৯:৪৩, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Bangladeshiwikieditor বিজ্ঞাপন, কারণ আপনি নিজের নিবন্ধ নিজেই তৈরি করছেন। নিবন্ধের সঙ্গে প্রণেতার কোনো সম্পর্ক থাকাকেই বিজ্ঞাপন বলা হয়। আর যে কাজগুলোকে উল্লেখযোগ্য বলছেন, সেগুলো আপনার মতে উল্লেখযোগ্য, তবে উইকিপিডিয়াত নীতিমালা অনুসারে উল্লেখযোগ্য নয়। উইকিপিডিয়া কোনো প্রচারণার স্থান নয়। ~ নাহিয়ান আলাপ ০৯:৩০, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
আসসালামু আলাইকুম --Fahim,sr (আলাপ) ১৮:০৯, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)