ব্যবহারকারী আলাপ:Feni44

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ২ মাস আগে "অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ" অনুচ্ছেদে

মুহাম্মদ নূরুন্নবী এম.এ- একজন বিদগ্ধ লিখক ও গবেষক। জন্ম গ্রহণ করেন ২রা মার্চ ১৯৮৫ সালে ফেনী জেলার ফুলগাজী থানার মুন্সীরহাট ইউনিয়নের 'আনন্দপুর' গ্রামে। ফেনীর সোনাগাজী থানার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান 'দারুল উলূম আল হোসাইনীয়া ওলামাবাজার মাদরাসা' থেকে তিনি ২০০৬ সালে 'দওরা' (তাকমীল/হাদীস-মাস্টার্স) সম্পন্ন করেন। পাশাপাশি ফেনী আলীয়া মাদ্রাসা থেকে ২০১৯ সালে কামিল (স্নাতকোত্তর-হাদীস) সম্পূর্ণ করেন। তিনি ফিকহ, আরবী ব্যাকরণ ও তুলনামূলক একজন ধর্মতাত্ত্বিক। তিনি বিদয়াত ও শিরিক এর বিরুদ্ধেও লিখেছেন। তার প্রথম রচনা ছিল 'ওহাবী সুন্নী দ্বন্দ্ব'। ব্যক্তিগতভাবে একজন নির্দলীয়, তবে খিলাফত রাষ্ট্রের প্রাণপণ সমর্থক। তিনি মিশরের ইসলামি বিপ্লবী সংগঠন ইখওয়ানুল মুসলিমীন এবং আফগানিস্তানের 'ইমারাতে ইসলামী আফগানিস্তান' সরকারের সমর্থক। তিনি ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসের-ও একজন একনিষ্ঠ সমর্থক।

তিনি ২০১১ সাল থেকে সমাজ সংস্কারধর্মী লিখালিখি করে যাচ্ছেন। তিনি অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত ও চেতনা পৌঁছে দেয়ার কাজ করে থাকেন। গুগল প্লে স্টোরে 'রদ্দে কাদিয়ানী' নামক তার একটি অ্যাপ রয়েছে। তিনি কাদিয়ানীদের মিশনারী ইনসার্জদের সাথে বিভিন্ন স্থানে ডিবেট ও সংলাপ করে থাকেন। তিনি তাদের অপব্যাখ্যা এবং যুক্তিতর্ক খণ্ডন করে এ পর্যন্ত প্রায় ১৪টির অধিক গ্রন্থ রচনা করেছেন। তিনি ৪৯৬ পৃষ্ঠার দীর্ঘ একটি বই কাদিয়ানীদের মতবাদ ও যুক্তিতর্ক খণ্ডনে রচনা করেন, বইটি 'সিলেক্টিভ' নামেই পরিচিত।

লিখকের 'আহমদীবন্ধু ইসলামে ফিরে এসো'-একটি বই রকমারি ডটকমকেও আপলোড রয়েছে। লিখক একজন ব্যতিক্রমী চিন্তাশীল তরুণ আলেম, শিক্ষক ও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও। মারকায উমর ডটঅর্গ (www.markajomar.org) একটি ওয়েবসাইটও তিনি পরিচালনা করে থাকেন। তিনি ইখতিলাফি মাসয়ালায় ফিকহে হানাফীর রায় (মতামত) অনুসরণ করেন এবং আকীদার ক্ষেত্রে তিনি আশ'আরী ধারার ব্যাখ্যাকেই প্রাধান্য দেন।

লিখকের পড়াশোনা মাদরাসা এবং জেনারেল দু দিকেই। তিনি কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে দরস নেন, হাদীসের উপর মাস্টার্স সম্পন্ন করেন।

তিনি বর্তমানে ফেনীতে অবস্থান করছেন। তামীরুল উম্মাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার একজন মহা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

লিখকের ফেজবুক ফেজ Principal NurunNabi

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

মুহাম্মদ নূরুন্নবী এম এ[সম্পাদনা]

একজন লিখক, গবেষক ও ব্লগার Feni44 (আলাপ) ১৩:৪০, ১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

মুহাম্মদ নূরুন্নবী এম.এ একজন বিদগ্ধ লিখক ও গবেষক। জন্ম গ্রহণ করেন ২রা মার্চ ১৯৮৫ সালে ফেনী জেলার ফুলগাজী থানার মুন্সীরহাট ইউনিয়নের 'আনন্দপুর' গ্রামে। ফেনীর সোনাগাজী থানার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান 'দারুল উলূম আল হোসাইনীয়া ওলামাবাজার মাদরাসা' থেকে তিনি ২০০৬ সালে 'দওরা' (তাকমীল/হাদীস-মাস্টার্স) সম্পন্ন করেন। পাশাপাশি ফেনী আলীয়া মাদ্রাসা থেকে ২০১৯ সালে কামিল (স্নাতকোত্তর-হাদীস) সম্পূর্ণ করেন। তিনি ফিকহ, আরবী ব্যাকরণ ও তুলনামূলক একজন ধর্মতাত্ত্বিক। তিনি বিদয়াত ও শিরিক এর বিরুদ্ধেও লিখেছেন। তার প্রথম রচনা ছিল 'ওহাবী সুন্নী দ্বন্দ্ব'। ব্যক্তিগতভাবে একজন নির্দলীয়, তবে খিলাফত রাষ্ট্রের প্রাণপণ সমর্থক। তিনি মিশরের ইসলামি বিপ্লবী সংগঠন ইখওয়ানুল মুসলিমীন এবং আফগানিস্তানের 'ইমারাতে ইসলামী আফগানিস্তান' সরকারের সমর্থক। তিনি ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসের-ও একজন একনিষ্ঠ সমর্থক।
তিনি ২০১১ সাল থেকে সমাজ সংস্কারধর্মী লিখালিখি করে যাচ্ছেন। তিনি অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত ও চেতনা পৌঁছে দেয়ার কাজ করে থাকেন। গুগল প্লে স্টোরে 'রদ্দে কাদিয়ানী' নামক তার একটি অ্যাপ রয়েছে। তিনি কাদিয়ানীদের মিশনারী ইনসার্জদের সাথে বিভিন্ন স্থানে ডিবেট ও সংলাপ করে থাকেন। তিনি তাদের অপব্যাখ্যা এবং যুক্তিতর্ক খণ্ডন করে এ পর্যন্ত প্রায় ১৪টির অধিক গ্রন্থ রচনা করেছেন। তিনি ৪৯৬ পৃষ্ঠার দীর্ঘ একটি বই কাদিয়ানীদের মতবাদ ও যুক্তিতর্ক খণ্ডনে রচনা করেন, বইটি 'সিলেক্টিভ' নামেই পরিচিত।
লিখকের 'আহমদীবন্ধু ইসলামে ফিরে এসো' একটি বই রকমারি ডটকমকেও আপলোড রয়েছে। লিখক একজন ব্যতিক্রমী চিন্তাশীল তরুণ আলেম, শিক্ষক ও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও। মারকায উমর ডটঅর্গ (www.markajomar.org) একটি ওয়েবসাইটও তিনি পরিচালনা করে থাকেন। তিনি ইখতিলাফি মাসয়ালায় ফিকহে হানাফীর রায় (মতামত) অনুসরণ করেন এবং আকীদার ক্ষেত্রে তিনি আশ'আরী ধারার ব্যাখ্যাকেই প্রাধান্য দেন।
লিখকের পড়াশোনা মাদরাসা এবং জেনারেল দু দিকেই। তিনি কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে দরস নেন, হাদীসের উপর মাস্টার্স সম্পন্ন করেন।
তিনি বর্তমানে ফেনীতে অবস্থান করছেন। তামীরুল উম্মাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার একজন মহা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
লিখকের ফেজবুক ফেজ Principal NurunNabi Feni44 (আলাপ) ১৪:০২, ১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় Feni44,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন