২০২৩
![]() | এটি পূর্ববর্তী আলোচনার একটি সংগ্রহশালা। এই পাতার বিষয়বস্তু সম্পাদনা করবেন না। আপনি নতুন একটি আলোচনা শুরু করতে চাইলে বর্তমান আলাপ পাতায় শুরু করুন। |
উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ পদক
শুভেচ্ছা। -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:০২, ৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ
প্রিয় FaysaLBinDaruL,
আশা করি কনকনে এই ঠাণ্ডাতেও ভালো আছেন। বিগত ২০২২ খ্রিস্টাব্দের ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর নাগাদ বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ এডিটাথনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন। যদি আপনি ইতোমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন, তাহলে দয়া করে দ্বিতীয়বার পূরণ করবেন না।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ (বাংলা)
১৫:১২, ১৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
প্রিয় FaysaLBinDaruL,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৪৮, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
২০২২ ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনাল সংশোধনের প্রয়োজন
ভাইয়া আমাকে ২০২২ ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনাল পাতাটি সময় পেলে সংশোধন করে দিবেন The Piash (আলাপ) ২১:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Piash আচ্ছা।~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২১:৫২, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Piash নিবন্ধ সম্পন্ন হওয়ার পর আমাকে জানাবেন, রচনাশৈলী ঠিক করে দিবো।~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২২:১১, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- ঠিক আছে ভাইয়া The Piash (আলাপ) ২২:১৪, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- ভাইয়া ফাইনাল ম্যাচের বক্সটি ঠিক করে দিবেন The Piash (আলাপ) ২২:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Piash নিবন্ধের ভূমিকাংশ সম্প্রসারণ করে দিলাম। পরিসংখ্যান-এ কিছু ইংরেজি রয়ে গেছে, বাংলা করে দিয়েন। নিবন্ধটা সম্পূর্ণ করার জন্য স্বাধুবাদ। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৭:১৮, ২০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- ভাইয়া ফাইনাল ম্যাচের বক্সটি ঠিক করে দিবেন The Piash (আলাপ) ২২:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- ঠিক আছে ভাইয়া The Piash (আলাপ) ২২:১৪, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Piash নিবন্ধ সম্পন্ন হওয়ার পর আমাকে জানাবেন, রচনাশৈলী ঠিক করে দিবো।~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২২:১১, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)