ব্যবহারকারী আলাপ:Enamulcuhrm
আলোচনা যোগ করুনবাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
[সম্পাদনা]সুপ্রিয় Enamulcuhrm! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৭:২৩, ২০ মার্চ ২০২০ (ইউটিসি) |
স্বাগতম ও পরামর্শ
[সম্পাদনা]স্বাগতম, আমি Nabil। লক্ষ্য করেছি যে সম্প্রতি আপনি সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ পাতায় এক বা একাধিক পরীক্ষামূলক সম্পাদনা করেছেন। অভিনন্দন আপনার সম্পাদনা সংরক্ষিত হয়েছিল, আপনি যদি আরও পরীক্ষা নিরীক্ষা করতে চান, তবে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনার পরীক্ষামূলক সম্পাদনা অপসারণ করা হয়েছে। আপনি যদি মনে করেন, যে এই কাজটি ভুল হয়েছে অথবা এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ--নাবিল (✉) ০৮:১২, ২০ মার্চ ২০২০ (ইউটিসি)
ধন্যবাদ নাবিল সাহেব আমাকে মেসেজ দেয়ার জন্যে। আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ আমার পীর সাহেব। অসংখ্য মোবারকবাদ আপনাকে আমার পীর সাহেব কেবলাকে নিয়ে ইউকিপিডিয়াতে লিখার জন্যে। কিছু ইনফরমেশন আমি add করেছি যা মিসিং ছিল। ধন্যবা। Enamulcuhrm (আলাপ) ০৮:৩১, ২০ মার্চ ২০২০ (ইউটিসি)
আমি জানিনা কেন আপনি আমার সম্পাদনা বাতিল করেছেন, আমি আল্লামা সাইফুর রহমান নিজামী শাহকে ব্যক্তিগতভাবে চিনি,এখানে অনেক ইনফরমেশন দেয়া নেই,আপনি আমার সাথে কথা বলে ইনফরমেশন ডিলেট করতে পারতেন।
Enamulcuhrm (আলাপ) ০৮:৩৮, ২০ মার্চ ২০২০ (ইউটিসি)