বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Anu kotha

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: NahidSultan কর্তৃক ৫ বছর পূর্বে "অপ্রয়োজনীয় রঙ" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

[সম্পাদনা]

বাংলার বাঘ

[সম্পাদনা]

শের এ বাংলা এ কে ফজলুল হককে বলা হয়

আগস্ট 2018

[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগতম, আমি Fahim fanatic। যদিও উইকিপিডিয়া যে কেউই সম্পাদনা করতে পারেন, কিন্তু আমি নিতম্বে আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও কোনো গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! Fahim fanatic (আলাপ) ১৮:০১, ২২ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

স্বাগতম, আমি Fahim fanatic। সম্প্রতি আপনি নাফ নদী, নিবন্ধটি সম্পাদনা করেছেন, কিন্তু সেখানে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। আপাতত আপনার সংযোজিত তথ্যগুলো অপসারণ করা হয়েছে, তবে আপনি অবশ্যই নির্ভরযোগ্য উৎসের তথ্যসূত্র উল্লেখ করে আপনার সংযোজিত তথ্যগুলো পুনরায় সংযোজন করতে পারবেন। আপনি যদি মনে করেন এখানে আমার কোনো ভুল হচ্ছে, অথবা এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ Fahim fanatic (আলাপ) ১৮:১৬, ২২ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

সেপ্টেম্বর 2019

[সম্পাদনা]

Stop icon প্রিয় ব্যবহারকারী, পাংথুমাই জলপ্রপাত নিবন্ধে আপনার সংযোজন বাতিল করা হয়েছে, কারণ এটি উইকিপিডিয়ার কপিরাইট সংক্রান্ত নীতিমালা অনুসরণ করেনি। অনুগ্রহপূর্বক খেয়াল রাখুন, কপিরাইটকৃত লেখা মুক্ত হিসেবে অনুমতি প্রাপ্ত না হলে তা উইকিপিডিয়ায় ব্যবহার করা যায় না। আইনগত কারণে আমরা তাই কোনো ওয়েবসাইট থেকে কপিরাইটকৃত লেখা বা ছবি গ্রহণ করতে পারি না, এবং এধরনের যে-কোনো প্রকার সংযোজন দ্রুততার সাথে অপসারণ করা হয়। তবে আপনি বহিস্থ কোনো ওয়েবসাইটের লেখাকে সূত্র হিসেবে উল্লেখ করতে পারেন। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে খুব সতর্কভাবে ও মনোযোগের সাথে বিবেচনা করে, এবং বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনায় বাধা প্রদান করা হয়। কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় আপনাকে স্বাগতম। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:২০, ৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

অপ্রয়োজনীয় রঙ

[সম্পাদনা]

সুধী, দয়া করে নিবন্ধের বিভিন্ন স্থানে অপ্রয়োজনীয় রঙ যুক্ত করবেন না যা আপনি মুহম্মদ জাফর ইকবাল‎সহ বেশ কিছু নিবন্ধে করেছেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:২৩, ৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনি পুনরায় একই কাজ করেছেন। দয়া করে বারংবার এমনটি করবেন না। আমার আলাপ পাতায় আপনি কারণ জিজ্ঞেস করেছিলেন সেখানে উত্তরও দিয়েছিলাম, আপনি তারপরও করছেন। এভাবে বারংবার করলে কিন্তু সম্পাদনা ধ্বংসপ্রবণতার মধ্যে পরবে এবং একাউন্টটি বাধা দেওয়া হতে পারে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:১৯, ৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন