বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:মঈনুল ইসলাম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Moheen Reeyad কর্তৃক ৯ বছর পূর্বে "একাধিক উইকিপিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

[সম্পাদনা]

একাধিক উইকিপিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার

[সম্পাদনা]

সুধী. সম্প্রতি একজন সম্পাদক কর্তৃক একটি সকপাপেট্রি তদন্ত শুরু হয়েছে। সকপাপেট্রি হল একাধিক উইকিপিডিয়া অ্যাকাউন্ট থেকে নীতিবহির্ভুত উলঙ্ঘন ব্যবহার যা সম্প্রদায়ের নীতি লংঘন করে। এ বিষয়ে তদন্ত চলছে উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/শামসুল আরেফীন পাতায়, যেখানে একজন সম্পাদক তার যুক্তি উপস্থাপনের মাধ্যমে তদন্ত শুরু করেছেন। দয়া করে এ বিষয়ে আপনার ব্যাখ্যা প্রদর্শনের মাধ্যমে এতে আপনার সম্পৃক্ততা বা অসম্পৃক্ততা নিশ্টিত করুন, যাতে করে তা তদন্তের ফলাফল সিদ্ধান্ত নেয়ার জন্য উইকিপিডিয়ার প্রশাসক কর্তৃক বিবেচিত হতে পারে। আপনি যদি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন (উইকিপিডিয়া নীতি বিরোধী), দয়া করে তদন্ত পাতায় যান এবং এখনই তা যাচাই করতে সহায়তা করুন। সাধারণত আগামীতে এমনটি না করার প্রতিশ্রুতি দেয়া হলে অথবা অনিচ্ছাকৃতভাবে ঘটে থাকলে এ বিষয়ে সহনশীলতা দেখানো হয়। কিন্তু একাধিক অ্যাকাউন্ট অপব্যবহার উইকিপিডিয়া সম্প্রদায়ে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। --মহীন রীয়াদ (আলাপ) ১০:১১, ৭ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন