বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

"সে-ই কখনো বন্ধু নয়"             এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)[সম্পাদনা]

"সে-ই কখনো বন্ধু নয়"

            এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

যতই তাকে বন্ধু ভাবিস

"সে-ই কখনো বন্ধু নয়"

বন্ধু সেজেই হর-হামেশা  

আপন স্বার্থ বুঝিয়া লয়।

ভাবিস যদিও বন্ধু তারে

সেই ভাবে নাই কভু,

কীসের আশায় মান ইজ্জতের

সব দিয়ে যাস তবু?

দুর্দিনে তোর বন্ধু সেজেই

স্বার্থ আদায় করছে বেশ,

বাহান্ন-টি বছর গেলেও

হয়নি বুঝি স্বার্থ শেষ!

বিবেক দিয়ে চিন্তা করে

দেখ না'রে তুই ভেবে!

সব দিয়েছিস কিন্তু তোরে

কী আর এমন দেবে?

মারবে খরায় শুকিয়ে তোরে

বর্ষাকালের বানে!

তবুও মা তোর হৃদয় কেন

তৃপ্ত তার, ঐ গানে?

ফেলানীর ঐ চিৎকার আজও

জাতির যায়নি ভোলা!

কিন্তু মা তোর কানেই কেন

ভিনদেশীদের তুলা?

আকাশ বাতাস সাক্ষী সবাই

"সে-ই কখনো বন্ধু নয়"

অন্তরের তার বিষে-ই ভরা,

মুখ যদিও মিষ্টি ময়।

চুপ করে মা থাকতে পারিস,

আর ক'টা  দিন দেখি!

থলের বিড়াল বের হলে সেই

বলিস মাগো এ-কী।

দশের ক্ষতি পরের কথা

তোর ক্ষতিটাই বেশ!

দেখিস মাগো বন্ধু সেজে

করবে তোকেই শেষ। এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী) (আলাপ) ১০:৪৩, ২৬ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সর্ব-সেরা,      এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)[সম্পাদনা]

সর্ব-সেরা,

     এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

লিখতে যদিও সবাই পারেন,

হয় কী তবুও সেরা?

মহান প্রভুর মহিমা দিয়ে

নয় যদি কেউ ঘেরা !

শ্রেষ্ঠ কবি হলেন তিনি-ই

কাব্য ভুবন মাঝে

মহান প্রভুর প্রশংসাতে

যে জন সকল কাজে।

কলম চালায় বাস্তবতায়

ঘোড়ার ডিম-টি রেখে,

গণ-মানুষের হৃদয়ে থাকার

কঠিন স্বপ্ন দেখে।

শ্রেষ্ঠ কবি হলেন তিনি,

যে-ই সবার আপন।

সর্ব-সেরা সেই কবিকেই

খুঁজছে আমার মন।

চরণ ধুলি নিতেই তাঁহার

ব্যাকুল থেকেছি মনে,

পাবো কী আদৌও তাঁহার দেখা !

ক্ষণিক জীবনে?


এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী) (আলাপ) ০৫:১৭, ২৭ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)/খেলাঘর পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে[সম্পাদনা]

হ্যালো, এবং উইকিপিডিয়াতে স্বাগতম। আপনার তৈরি ব্যবহারকারী:এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)/খেলাঘর পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। দ্রুত অপসারণ মানদণ্ডের ব্য৫ অনুচ্ছেদের অধীনে এটি করা হয়েছে, কারণ পাতাটির লেখা, তথ্য, আলোচনা, এবং/অথবা কার্যকলাপ উইকিপিডিয়ার লক্ষ্যের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নয় বলে মনে হয়েছে। দয়া করে মনে রাখবেন যে উইকিপিডিয়া কোনো বিনামূল্যের ওয়েব হোস্টিং পরিষেবা নয়। দ্রুত অপসারণের মানদণ্ডের অধীনে, এই জাতীয় পাতাগুলো যে কোনও সময় মুছে ফেলা হতে পারে।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, এখানে একটি অনুরোধ করতে পারেন। Aishik Rehman (আলাপ) ১৯:৪৫, ২৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন