ব্যবহারকারী আলাপ:আবু সাঈদ
সুপ্রিয় আবু সাঈদ! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি।
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ২২:৩৮, ২ এপ্রিল ২০১৪ (ইউটিসি) |
মাসুদুর রহমান নিবন্ধ বিষয়ক[সম্পাদনা]
শুভেচ্ছা নেবেন। আপনি হাছিব ভাইয়ের মত মুক্তিযোদ্ধাদের নিবন্ধ শুরু করেছেন; আপনাকে অভিনন্দন জানাই কিন্তু ভাই উইকিপিডিয়াতে সরাসরি কোন জায়গা থেকে কপি করে লেখা যুক্ত করা যায় না যদি না আপনার বৈধ অনুমতি থাকে। এই লেখাটি আপনি সরাসরি এখানে থেকে তুলে দিয়েছেন যদিও কয়েকটি জায়গায় লাইন উলট-পালট করেছেন কিন্তু লেখাটি প্রথম আলোরই। যাইহোক, আপনাকে উইকিতে এমনভাবে লেখতে হবে যেন কেউ কপিরাইটকৃত লেখা বলে দাবি না করতে পারে। সেক্ষেত্রে কোনক্রমেই লাইনগুলো উৎস লেখার সাথে এক হওয়া যাবে না এবং আপনাকে সকল বাক্যই নিজের ভাষায় লিখতে হবে। আশা করি উইকির পরিবেশ ভালো লাগছে। কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় বার্তা রাখতে ভুলবেন না। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪১, ২২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)

স্বপ্ন'৭১ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/স্বপ্ন'৭১ পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।
অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ibrahim Husain Meraj (আলাপ) ১১:৫৩, ১৩ জুন ২০১৪ (ইউটিসি)