ব্যবহারকারী:Yahya/খেলাঘর/৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাতকাহন
লেখকসমরেশ মজুমদার
প্রচ্ছদ শিল্পী[[]]
দেশ ভারত
ভাষাবাংলা
ধারাবাহিকদুইটি
প্রকাশিতহার্ড কভার-
অখণ্ড: ১৯৬৭ সালে
প্রকাশকআনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
মিডিয়া ধরনমুদ্রিত গ্রন্থ
পৃষ্ঠাসংখ্যাপ্রথম খণ্ড:

দ্বিতীয় খণ্ড:

সাতকাহন সমরেশ মজুমদার রচিত দুই খণ্ডের একটি উপন্যাস। শুরুতে বইটি দুই খণ্ডে প্রকাশিত হলেও পরবর্তীতে ১৯৬৭ সালে অখণ্ড উপন্যাসটি প্রকাশ করে আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। সমালোচকরা একে সমরেশ মজুমদারের লেখা মাস্টারপিস বই বলে অভিহিত করেন।[১] বইটিতে লেখক তৎকালীন সমাজে গেড়ে বসা কুসংস্কার ও নারী জাগরণকে তুলে ধরেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]