বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Tanbiruzzaman/অপসারণ প্রস্তাবনা লগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি Tanbiruzzaman-এর অপসারণ প্রস্তাবনার মনোনয়নের একটি লগ।

মার্চ ২০২৩

[সম্পাদনা]
  1. সাঞ্জু জন: nominated at AfD; 14.1.103.105 (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ২০:৫১, ২৪ মার্চ ২০২৩ (ইউটিসি)
    • কারণ: WP:PEOPLE বা WP:GNG মানদন্ডে উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় কাভারেজ নেই, উল্লেখযোগ্যভাবে কোন মাধ্যমে ব্যপকভাবে আলোচিত হননি।

এপ্রিল ২০২৩

[সম্পাদনা]
  1. তাকি উদ্দিন আন-নাবহানি: nominated at AfD; মুহাম্মাদ আল-ফাতিহ (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ০৯:৪১, ১০ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
    • কারণ: খুবই সংক্ষিপ্ত নিবন্ধ। বিশ্বকোষে থাকার মতো উপযুক্ত লেখা নেই।
  2. আবুরহাট উচ্চ বিদ্যালয়: nominated at AfD; MustafaKamal (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ২০:৩৮, ১৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
    • কারণ: নিবন্ধটি প্রায় ফাকা নিবন্ধ। তাৎপর্যপূর্ণ কোন তথ্যই নেই, গুগল করেও নিবন্ধ সম্পর্কে কোন তথ্য খুজে পাওয়া যাচ্ছেনা। এটি কোন বৃহৎ শিক্ষার্থীর প্রতিষ্ঠানও নয়, শতবর্ষী পুরনো কোন প্রতিষ্ঠানও নয়। মাধ্যমিক বিদ্যালয়ের নিবন্ধ হওয়ায় এটি স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্যও হবেনা। সর্বোপরি নিবন্ধ অপসারণ করা উচিত হবে।
  3. র‍্যাপার: nominated at AfD; Dasdipankar2005 (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ২০:৫৭, ১৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
    • কারণ: নিবন্ধের মূল তথ্য সমূহ উৎসহীন। এমতাবস্থায় এ প্রস্তাবনা শুরুর ৯ দিন পূর্বে নিবন্ধে ট্যাগ যুক্ত করে প্রণেতাকে জানানো হয়। কিন্তু নিবন্ধ প্রণেতা এটার কোনো সংশোধন/সম্পাদনা করেনি। এজন্য এটা অপসারণ করা উচিত।

জুন ২০২৩

[সম্পাদনা]
  1. সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী: nominated at AfD; Md Nishan Reyad (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ০০:১০, ২ জুন ২০২৩ (ইউটিসি)
    • কারণ: ## কোন আন্তর্জাতিক, জাতীয় বা রাজ্যস্তরের পদে আসীন ছিলেন না, এবং জাতীয়, প্রাদেশিক বা রাজ্যের আইনসভার সদস্য বা সাবেক সদস্য নন। কিংবা উক্ত পদে নির্বাচিত হননি।
      # অধিক গুরুত্বপূর্ণ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব নন, এবং সংবাদমাধ্যমে তাৎপর্যপূর্ণ প্রচার নেই।
      তাই WP:রাজনীতিবিদ মানদণ্ডে উত্তীর্ণ নয়।

জুলাই ২০২৩

[সম্পাদনা]
  1. কেরি সাবল: nominated at AfD; কুউ পুলক (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ০৯:০৭, ৩ জুলাই ২০২৩ (ইউটিসি)
    • কারণ: উল্লেখযোগ্যতার কোনো প্রমান নেই। গুগলে সন্ধান করেও কোনো উল্লেখযোগ্য উৎস থেকে প্রচারের কোনো প্রমান পাওয়া যায়নি। মৌলিক মানদণ্ডেও উত্তীর্ণ নন।

সেপ্টেম্বর ২০২৩

[সম্পাদনা]
  1. নর্থ টেক্সাস ই নিউজ: nominated at AfD; চক্রবর্তী কৌশিক (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ২৩:৩০, ১৩ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
  2. টাওয়াইল বাজার: nominated at AfD; 2400:C600:3387:4FF0:48DE:7F60:95F3:EED8 (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ০৭:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
    • কারণ: নিবন্ধটি স্থান সম্পর্কে লিখা হয়েছে, কিন্তু গুরুত্ব ও উল্লেখযোগ্যতা সম্পর্কে কোনো ব্যাখ্যা নেই।

এপ্রিল ২০২৪

[সম্পাদনা]
  1. Ahmed Wolfex: nominated at AfD; Vopa60 (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ১৯:১৭, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
    • কারণ: একজন [মিশরীয়] অভিনেতা সম্পর্কিত, যা WP:বিনোদনকারী মানদণ্ডে উত্তীর্ণ নয়।

আগস্ট ২০২৪

[সম্পাদনা]
  1. পূর্ব মায়ানী খায়েরিয়া মাদ্রাসা: nominated at AfD; সরওয়ার নিজামী (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ১০:০৫, ৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)
    • কারণ: কোনো তথ্যসূত্র নেই, এবং এটি নিবন্ধের চাইতেও রচনার মতো বেশি মনে হচ্ছে। বিশ্বকোষে থাকার মতো উপযুক্ত নয়
  2. মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়: nominated at AfD; Al Redowan Ahmed Fahim (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ১০:১৩, ৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)
  3. ঢাকা ভয়েস২৪: nominated at AfD; Tanvir Hayder (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ১০:৫৮, ১৮ আগস্ট ২০২৪ (ইউটিসি)

সেপ্টেম্বর ২০২৪

[সম্পাদনা]
  1. পারসা ইভানা: nominated at AfD; Musunny.95 (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ১৯:২৩, ৪ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
  2. সরকারি আকবর আলী কলেজ: nominated at AfD; Sadat500 (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ১৪:৫৪, ১১ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
    • কারণ: ব্যবহৃত উৎসসমূহে বিষয়বস্তু সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
  3. দৈনিক স্পষ্টবাদী: nominated at AfD; Antorvai (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ২১:১২, ১৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
    • কারণ: উল্লেখযোগ্যতা মানদণ্ডে উত্তীর্ণ নয়, এবং নিবন্ধটি একটু বিজ্ঞাপনধর্মীয় বলে মনে হচ্ছে। এছাড়া এতে ব্যবহৃত ৩উৎসের মধ্যে প্রথমটিতে বিষয়বস্তু সম্পর্কিত কিছুই পাওয়া যায়নি, দ্বিতীয়টি নিবন্ধ বিষয়বস্তুর নিজস্ব প্রকাশ, তৃতীয়টির একটি অংশে বিষয়বস্তু সম্পর্কে উল্লেখ থাকলেও এটি উল্লেখযোগ্যতার প্রদর্শনে যথেষ্ট নয়।

অক্টোবর ২০২৪

[সম্পাদনা]
  1. হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ: nominated at AfD; Khandaker Jabir Hossain (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ১১:১১, ৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
    • কারণ: ১০০ বছরের পুরনো প্রতিষ্ঠান নয় অথবা সরকারি প্রতিষ্ঠানও নয় কিংবা WP:GNG ও পূরণ করেনা। এছাড়া বিশ্বকোষীয় মানেও লিখা নয়।
  2. সিক্স৫সিক্স: nominated at AfD; অনুরাগ (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ২০:৫২, ৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
  3. মোহাম্মদ রফিক (সঙ্গীতজ্ঞ): nominated at AfD; Lazybones2016 (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ১৫:০৩, ২১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
    • কারণ: WP:MUSICBIO এবং WP:GNG অনুযায়ী উল্লেখযোগ্য নয়, এবং কোনো উল্লেখযোগ্য পুরষ্কারও নেই। এছাড়া ব্যবহৃত তথ্যসূত্রসমূহও সংবাদ বিজ্ঞপ্তি (প্রেস রিলিজ) বলে মনে হচ্ছে।