ফারহানের প্রাপ্ত উইকিপদক
এটি আমার উইকিপদক পাতা । দয়া করে এখানে হস্তক্ষেপ করবেন না । এই আশাই করি। ধন্যবাদ ।
| এই ব্যবহারকারী বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য ৭টি উইকিপদক পেয়েছেন। |
টেমপ্লেট এডিটাথন পদক
[সম্পাদনা]| অবদানকারী পদক | ||
| প্রিয় Md.Farhan Mahmud, বাংলা উইকিপিডিয়ায় টুইংকল গ্যাজেটে ব্যবহৃত টেমপ্লেট অনুবাদ ও মানোন্নয়নে আয়োজিত টেমপ্লেট অনুবাদ এডিটাথন ২০২২ -এ অংশ নেয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে উইকিপদকটি প্রদান করা হলো। এই তালিকায় বাকি থাকা টেমপ্লেটগুলোও তৈরি করার অনুরোধ করছি। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। |
—ধন্যবাদান্তে, Yahya ১৭:২৭, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)
দলগত কাজের পদক
[সম্পাদনা]| দলগত কাজের পদক | |
| নারীবাদ ও লোকগাথা এডিটাথনে আপনার নিরলস অবদানের ফলস্বরূপ যে দলগত সাফল্য এসেছে, তার জন্য আপনাকে এই পদক প্রদান করা হলো। আপনার ভবিষ্যত উজ্বল হয়ে উঠুক। Nettime Sujata (আলাপ) ১৩:০৯, ১৯ মে ২০২৩ (ইউটিসি) |
ইসলাম বিষয়ক এডিটাথন পদক
[সম্পাদনা]![]() |
ইসলাম বিষয়ক এডিটাথন পদক | |
| প্রিয় Md.Farhan Mahmud, ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশ নেওয়ায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি জেনে খুশি হবেন যে, এডিটাথনে আপনার জমাদানকৃত ৩টি নিবন্ধ গৃহীত হয়েছে। ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। |
—ধন্যবাদান্তে, উইকিপ্রকল্প ইসলাম ২:০০, ৯ জুন ২০২৩ (ইউটিসি)
১০ হাজার সম্পাদনার পদক
[সম্পাদনা]| ১০ হাজার সম্পাদনার পদক | |
| দেখতে দেখতে ছোট, বড়, উল্লেখ্য, অনুল্লেখ্য মিলিয়ে ১০ হাজার সম্পাদনা পার করে ফেলেছ, সামনের দিনগুলিতে আরো বড় মাইলফলক অতিক্রম করবে এই কামনা করছি। ১০ হাজার সম্পাদনার জন্য অভিনন্দন। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৮, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি) |
ইসলাম বিষয়ক এডিটাথন পদক
[সম্পাদনা]![]() |
ইসলাম বিষয়ক এডিটাথন পদক | |
| প্রিয় Md.Farhan Mahmud,
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৪-এ অংশ নেওয়ায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি জেনে খুশি হবেন যে, এডিটাথনে আপনার জমাদানকৃত ১টি নিবন্ধ গৃহীত হয়েছে। ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। |
—ধন্যবাদান্তে, উইকিপ্রকল্প ইসলাম ৮:১৮, ১২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
উইকিপিডিয়া গণিত এডিটাথন পদক
[সম্পাদনা]| উইকিপিডিয়া গণিত এডিটাথন পদক | |
|
প্রিয় Md.Farhan Mahmud, |
— ধন্যবাদান্তে, Ishtiak Abdullah (আলাপ) ০২:১৫, ৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
উইকিপদক: উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪
[সম্পাদনা]আশা করি পরবর্তী বছরগুলোতেও আপনাকে আমরা পাশে পাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।- Aishik Rehman (আলাপ) ০৬:২৫, ৪ এপ্রিল ২০২৫ (ইউটিসি)
বিশ্ব আদিবাসী দিবস সম্পাদনাসভা পদক ২০২৫!
[সম্পাদনা]| বিশ্ব আদিবাসী দিবস সম্পাদনাসভা পদক ২০২৫! | ||
| সুপ্রিয় Md.Farhan Mahmud! বিশ্ব আদিবাসী দিবস সম্পাদনাসভায় অংশগ্রহণ এবং আপনার অসাধারণ অবদানের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনার নিষ্ঠা, গবেষণাশীলতা এবং সক্রিয় সম্পাদনার স্বীকৃতিস্বরূপ এই উইকিপদকটি প্রদান করা হল। আশা করি, ভবিষ্যতেও বাংলা উইকিপিডিয়ায় আপনার গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত থাকবে।
বিশ্ব আদিবাসী দিবস সম্পাদনাসভা ২০২৫ আয়োজক দল |
