ব্যবহারকারী:Mayeenul Islam/অন্যান্য অবদান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উল্লেখযোগ্য পরিবর্ধন


  • বাংলাদেশ (প্রাণ যেখানে বাঁধা গো, মোর প্রাণ যেখানে গাঁথা)
  • হাওর (হাওরাঞ্চলের মানুষ আমি। আমি না লিখলে লিখবে কে?)
  • সুন্দরবন (উদ্ভিদ, পরিবেশ সব সময়ই টানে)
  • মসলিন (আসমার ওসমান আর মুনতাসির মামুনের লেখা পেয়ে মসলিন বিষয়ে বেশ বেগ চেপেছিল)
  • উয়ারী-বটেশ্বর (পুরাতত্ত্ব বিষয়ে আমার আগ্রহ দীর্ঘদিনের)
  • নিঝুম দ্বীপ (ভ্রমণের নেশা। যা দেখে এসেছি তা লিখতে পারলে অনেক কিছু লেখার ছিল)
  • সুন্নি (ইসলাম) (ধর্ম আমার আত্মিক সৌন্দর্য্য)
  • বড়লেখা উপজেলা (অনেক সময় নিয়ে বসতে হবে, ইতিহাসে হাত দিয়েছিতো...)
  • তিন গোয়েন্দা (যাদের হাত ধরে ঘুরেছি বিশ্ব ঐ বিছানায় শুয়ে, স্কুল ভ্যানে বসে)
  • বৃষ্টি (বৃ্ষ্টি আমার খুব ভালো লাগে, যদি না সেদিন বাইরে যাওয়া হয়)
  • মিসির আলি (হুমায়ূন আহমেদের এই চরিত্রটার সাথে আমার বেশ মিল আছে)
  • পানাম নগর (এক বন্ধুকে পাঠানো একটা সংক্ষিপ্ত বার্তা দেখে পানামের কথা মনে পড়লো, তাই)
  • যাকাত (হাতের কাছে একটা বই ছিল, তাই গুছিয়ে তথ্য তুলে দিতে দেরি করলাম না)
  • মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় (নিজের স্কুল বিষয়ক নিবন্ধের করুণ দশাটি বেশ মর্মাহত করছিল, তাই না লেগে পারলাম না)

একীকরণ ও পরিবর্ধন


ব্যবহারকারী টেমপ্লেট


ব্যবহারকারী প্রকৃতিযোদ্ধা নামে একটা ব্যবহারকারী টেমপ্লেট তৈরি করেছি আমি। আমি উৎসাহ দেই, আপনিও এই টেমপ্লেটটি আপনার পাতায় ব্যবহার করুন এবং তার পাশাপাশি পরিবেশের জন্য একজন স্বেচ্ছাসেবক হয়ে যান। টেমপ্লেটটি ব্যবহারের জন্য আপনার ব্যবহারকারী পাতায় যোগ করুন: {{টেমপ্লেট:ব্যবহারকারী প্রকৃতিযোদ্ধা}}। ব্যস।

পরিচর্যা টেমপ্লেট


উইকিপিডিয়ার যেসব নিবন্ধে বিপুল পরিমাণ বানান ভুল রয়েছে, সেসব নিবন্ধে পাঠক ও ব্যবহারকারীকে সচেতন করতে আমি "বানান ভুল" টেমপ্লেটটি তৈরি করেছি। যেসব নিবন্ধে, অল্প সংখ্যক বানান ভুল রয়েছে, সেগুলোতে এই টেমপ্লেট সাঁটার ক্ষেত্রে আপনাকে নিরুৎসাহিত করা হচ্ছে। টেমপ্লেটটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় পাতায় যোগ করতে হবে: {{টেমপ্লেট:ভুল বানান}}। খুব ভালো হয়, ট্যাগ না সেঁটে নিজেই বানানগুলো শুদ্ধ করতে নেমে গেলে। :)