ব্যবহারকারী:Mamun Al Imran/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশে বিমান চালনার ইতিহাস[সম্পাদনা]

১৯৪৭-পূর্ব ভারতে বিমান চালনার ইতিহাস শুরু হয় ঘুড়ির মাধ্যমে যা মানুষের তৈরি একটি ঐতিহ্যবাহী বাতাসের চেয়ে ভারী বস্তু যা কিনা মাটিতে থাকা এক বা একাধিক লোক দ্বারা ওড়ানো হয়।১৮৮২ সালে, প্রথম রেকর্ডকৃত মনুষ্যবাহী উড্ডয়নের অায়োজন করে ঢাকার নবাব পরিবার,যাতে বৈমানিকের মৃত্যু ঘটে।

প্রাথমিক যুগ[সম্পাদনা]

মনুষ্যবিহীন উড্ডয়ন[সম্পাদনা]

মুঘল অামল থেকেই,ঘুড়ি ওড়ানো ছিল ঢাকার অভিজাত লোকদের বিভিন্ন ধরনের চিত্তবিনোদনের অন্যতম।১৭৪০ সালে নবাব-ই-নাজিম নওয়াজেশ মোহাম্মদ খানের অামলে এটি একটি অামুদে ঐতিহ্যে পরিণত হয়।ঘুড়ি উড়ানো এখনো বাংলাদেশে একটি জনপ্রিয় অবসর বিনোদন,বিশেষ করে ঠিক বর্ষাকালের পরই।পুরান ঢাকায় এটি অন্যতম জনপ্রিয় কার্যকলাপ।১৮শ শতকের বাংলাদেশে ঘুড়ি রাঙানো ছিল একটি বিশেষায়িত শিল্প রীতি।বাংলার কিছু ঘুড়ি একটানা ৩ মাস ওড়ার জন্য পরিচিত।সেগুলো ছিল মোটা দড়ি দিয়ে নোঙরের সাথে বাঁধা বড় ঘুড়ি।

ঘুড়ি উড়ানো উৎসব দীর্ঘদিনযাবৎ ছিল একটি প্রধান উৎসব।প্রতিবছর বাংলা বর্ষপঞ্জির শেষ দিন(৩০শে চৈত্র,এপ্রিলের মাঝামাঝি) চৈত্র সংক্রান্তি উৎসব([[পুরনো