বোরাক (প্রসাধনী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মায়ানমারের সামা-বর্মী মহিলা, মুখে বোরাক মেখেছেন

বোরাক বা বুরাক একটি প্রসাধনী চূর্ণ যা রোদ থেকে রক্ষা পেতে মুখমন্ডলে মাখা হয়। এটি ঐতিহ্যগতভাবে ফিলিপাইন, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সামা-বাজাউ নৃ-গোষ্টির লোকেরা ব্যবহার করে।[১]

বোরাক সাধারণত সামা-বাজাউ মহিলারা সমুদ্রের পাড়ে গ্রীষ্মমণ্ডলীয় তীক্ষ্ণ রোদ থেকে মুখমণ্ডল এবং ত্বকের উম্মুক্ত অংশকে রক্ষা করতে ব্যবহার করেন।[২] বোরাকের মিশ্রণের মধ্যে ট্যালকম পাউডার, চালের আটা, হলুদ এবং অন্যান্য গৌণ উপাদান অন্তর্ভুক্ত থাকতে পারে।[৩]

শুকিয়ে গেলে বোরাক চূর্ণ গুড়ো আকারে থাকে। মুখে লাগানোর আগে চূর্ণ প্রথমে পানিতে মিশিয়ে নরম আঠালো পিণ্ড (পেস্ট) তৈরি করা হয়। এটির রঙ কখনও হলুদ বা কখনও সাদা হতে পারে।[৩]

অনুরূপ প্রসাধনী[সম্পাদনা]

মায়ানমারে ঐতিহ্যগতভাবে সূর্য সুরক্ষার জন্য গাছের ছাল দিয়ে তৈরি থানাকা নামে আরেকটি হলুদ-সাদা প্রসাধনীর ব্যবহার হয়। মাদাগাস্কারে, মেসনজোয়ানি নামক কাঠের পেস্ট সূর্য রশ্মি থেকে সুরক্ষা ছাড়াও রূপসজ্জার কাজে ব্যবহার হয়।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Burak and Beautiful Women of Tawi-Tawi"My Mindanao | Mindanao Travels and Photography by Nanardx। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৯ 
  2. Tilmantaite, Berta (২০ মার্চ ২০১৪)। "In Pictures: Nomads of the sea"। Al Jazeera। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৪ 
  3. "Yakan - borak"SILP – Interactive Previously Published Resources। ২০১৩-০২-১১। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৯ 
  4. Mesa, Camillo La; Ranalison, Oliarinony (২০২১)। "Natural Products from Madagascar, Socio-Cultural Usage, and Potential Applications in Advanced Biomedicine: A Concise Review" (ইংরেজি ভাষায়): 4507। আইএসএসএন 1420-3049ডিওআই:10.3390/molecules26154507অবাধে প্রবেশযোগ্য