বোকাখাত মহকুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বোকাখাত মহকুমা
মহকুমা
দেশ India
রাজ্যআসাম
জেলাগোলাঘাট
ভাষা
 • প্রাতিষ্ঠানিকঅসমীয়া
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডIN-AS
যানবাহন নিবন্ধনAS-
ওয়েবসাইটhttp://bokakhat.gov.in/

বােকাখাত মহকুমা হচ্ছে গোলাঘাট জেলার তিনটি মহকুমার মধ্যে অন্যতম। ১৯৯২ সালে গােলাঘাট মহকুমা থেকে নিয়ে প্রথমে রাঙামাটি, মহুরা, খুমটা মৌজার একাংশ, বােকাখাত এবং কাজিরাঙা মৌজা নিয়ে এই মহকুমার গঠন করা হয়েছিল।[১] পরবর্তী সময় খুমটা এবং রাঙামাটি মৌজাকে পূর্বের গােলাঘাট জেলায় সামিল করায় মহুরা, বােকাখাত এবং কাজিরাঙা এই তিনটি মৌজাকে নিয়ে বােকাখাত মহকুমা। এই মহকুমায় দুটি পৌরসভা খুমটাই এবং বােকাখাত তিনটি মৌজা সমন্বিত। রাঙামাটি মৌজা বােকাখাত বিধানসভা কেন্দ্রর অন্তর্ভুক্ত হয়ে আছে।

ইতিহাস[সম্পাদনা]

ব্রহ্মপুত্র এবং ধনশিরি নদীর এক বিশাল উপত্যকা অঞ্চল। ১৮৩৮ সাল পর্যন্ত আহােম স্বর্গদেউ পুরন্দর সিংহর রাজ্যের পশ্চিমসর একটি অংশ ছিল। আহােম রাজত্বকালে এই অঞ্চলটি বর্তমান বােকাখাত থেকে মরঙী মৌজা নিয়ে নামদৈয়াং নামে প্রখ্যাত ছিল।[২]

বােকাখাত নামটি ব্রিটিশ শাসনের আগে প্রাধান্যলাভ করে। নুমলীগড় থেকে বাগরি পর্যন্ত ব্রিটিশদের শাসনের প্রথম অবস্থায় খাগরিজান (নগাঁও) জেলার মধ্যে ছিল। পরবর্তী সময় শিবসাগর জেলার সাথে শাসনের সুবিধার্থে সংযােগ করা হয়। স্বর্গদেউ চুহুংমুং দিহিঙ্গীয়া রাজার সময়ে মুসলমান সেনাপতি তুর্বক আসাম আক্রমণ করাতে কনসেং বরপাত্র গােহাঁইর হাতে তুর্বকের মৃত্যু হওয়ায় বন্দী হিসাবে আনা এহেজার মুসলমান সৈন্যকে লখৌগড়ের (রাজগড়) মাথায় বসতি করতে দেন এবং হাতী ঘাঁহী কাজে নিয়ােগ করেন। তাঁর অকর্মণ্যতার জন্য গড়মূর খাতে চাষ করতে থাকেন। বন্দী পাঠানহঁত লুইতে এবং দিহিঙের সঙ্গমস্থলের হােলার থেকে বােকা এনে শুকনো মাটিতে কঠীয়া রুই চাষ করেন। একবছর চাষ করে মাত্র ছশো বড় পাওয়ায় তাঁকে নিষ্কর্মা বলে ভেবে ছেড়ে দেয়। হােলার থেকে বােকা এনে চাষ করার জন্য স্থানখণ্ডর নাম বােকাখাত হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. শোভন চন্দ্র শইকীয়া (২০২০)। "বোকাখাত জেলার (মহকুমা) ভৌগোলিক অবস্থান এবং আর্থ-সামাজিক স্থিতি এবং দিহিঙীয়া-মহুরা পথারের আশে-পাশে"। মৃণাল কুমার বরুয়া, হেমচন্দ্র বরুয়া। দয়ানিধি - শ্রীমন্ত শংকরদেব সংঘের ৮৯সংখ্যক বোকাখাত অধিবেশনের স্মৃতিগ্রন্থ - ২০২০। বোকখাত, গোলাঘাট জেলা: শ্রীমন্ত শংকরদেব সংঘের ৮৯সংখ্যক বার্ষিক অধিবেশন। পৃষ্ঠা ২৯৩।  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য);
  2. শোভন চন্দ্র শইকীয়া (২০২০)। "বোকাখাত জেলার (মহকুমা) ভৌগোলিক অবস্থান এবং আর্থ-সামাজিক স্থিতি এবং দিহিঙীয়া-মহুরা পথারের আশে-পাশে"। মৃণাল কুমার বরুয়া, হেমচন্দ্র বরুয়া। দয়ানিধি - শ্রীমন্ত শংকরদেব সংঘের ৮৯সংখ্যক বোকাখাত অধিবেশনের স্মৃতিগ্রন্থ - ২০২০। বোকখাত, গোলাঘাট জেলা: শ্রীমন্ত শংকরদেব সংঘের ৮৯সংখ্যক বার্ষিক অধিবেশন। পৃষ্ঠা ২৯৪।  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য);