বে অব বেঙ্গল বাংলাদেশী এক্সপেরিমেন্টাল রক/মেটাল ব্যান্ড। ২০১০ সালে চট্টগ্রামে এটি গঠিত হয়।[১] তাদের প্রথম অ্যালবাম "নীরব দুর্ভিক্ষ" ২০১৬ সালে মুক্তি পায়।[২][৩]
ব্যান্ডটি ২০১০ সালের ২৬ ডিসেম্বরে গঠিত হয়। তাদের প্রথম অ্যালবাম "নীরব দুর্ভিক্ষ" ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি মুক্তি পায়। ২০১৫ সাল পর্যন্ত তাড়া ১৭ টি গান নিয়ে কাজ করেছিল, যেখান থেকে ১০ টি গান প্রথম অ্যালবামের জন্য নির্বাচিত করা হয়।[২]