বৃহৎ সংখ্যার নামের তালিকা
বাংলা ভাষাতে ১৮টি ঘর রয়েছেঃ একক, দশক, শতক, হাজার বা সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্বুদ, পদ্ম, খর্ব, নিখর্ব, মহাপদ্ম, শঙ্কু, জলধি, অন্ত্য, মধ্য, পরার্ধ। প্রতিটি ঘর আগের ঘরের মানের দশগুণ।
এই সংখ্যাগুলো আমেরিকা, কানাডা ও আধুনিক ব্রিটিশ এককে প্রদত্তঃ
নাম | পরিমাণ | সংখ্যা | ইংরেজি নাম |
---|---|---|---|
১ হাজার | (১০^৩) | ১,০০০ | 1 Thousand |
১ নিযুত | ১০ লক্ষ (১০^৬) | ১,০০০,০০০ | 1 Million |
১ পদ্ম | ১০০ কোটি (১০^৯) | ১,০০০,০০০,০০০ | 1 Billion |
১ মহাপদ্ম | ১ লক্ষ কোটি (১০^১২) | ১০০০,০০০,০০০,০০০ | 1 Trillion
১,০০০,০০০,০০০,০০০,০০০ ||[১] |
১ জলধি | (১০^১৮) | ১,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ | 1 Quintillion |
১ মধ্য | (১০^২১) | ১,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ | 1 Sextillion |
১ গুগল | (১০^১০০) | 1 Googol | |
১ গুগলপ্লেক্স | (১০^১০^১০০) | ১০^Googol | 1 Googolplex |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Names of large numbers"। wikipedia। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৫।