বিসিজিটি প্রমত্ত
ইতিহাস | |
---|---|
বাংলাদেশ | |
নাম: | বিসিজিটি প্রমত্ত |
নির্মাণাদেশ: | ২০ ফেব্রুয়ারি, ২০১৮ |
নির্মাতা: |
|
নির্মাণের সময়: | ২৬ এপ্রিল, ২০১৮ |
অভিষেক: | ১৪ ডিসেম্বর, ২০১৯ |
অর্জন: | ১১ মে, ২০২২ |
কমিশন লাভ: | ২১ জুন, ২০২৩ |
শনাক্তকরণ: | সিএ৭৫১ |
অবস্থা: | সক্রিয় |
সাধারণ বৈশিষ্ট্য | |
প্রকার ও শ্রেণী: | প্রত্যয়-শ্রেণীর টাগবোট |
ওজন: | ৫৫৫ টন |
দৈর্ঘ্য: | ৩০ মিটার (৯৮ ফু) |
প্রস্থ: | ১০.৪৩ মিটার (৩৪.২ ফু) |
ড্রাফট: | ৪.৮০ মিটার (১৫.৭ ফু) |
গভীরতা: | ৪.৬০ মিটার (১৫.১ ফু) |
প্রচালনশক্তি: |
|
গতিবেগ: | ১৩ নট (২৪ কিমি/ঘ; ১৫ মা/ঘ) |
সীমা: | ১,৫০০ নটিক্যাল মাইল (১,৭০০ মা; ২,৮০০ কিমি) |
সহনশীলতা: | ৭ দিন |
সেন্সর এবং কার্যপদ্ধতি: |
|
টীকা: | বোলার্ড পুল সক্ষমতা ৬০ টন |
বাংলাদেশ কোস্ট গার্ড টাগবোট (সংক্ষেপেঃ বিসিজিটি) প্রমত্ত বাংলাদেশ কোস্ট গার্ডের প্রত্যয়-শ্রেণীর একটি আজিমুথ স্টার্ন ড্রাইভ (এএসডি) টাগবোট। জাহাজটিকে ডামেন শিপইয়ার্ডস, নেদারল্যান্ড এর প্রযুক্তিগত সহায়তায় খুলনা শিপইয়ার্ডে নির্মাণ করা হয়। বর্তমানে জাহাজটি কোস্ট গার্ড পূর্ব-জোন চট্টগ্রাম এর অধীনে বহিঃনোঙ্গরে ও পোতাশ্রয়ে কোস্ট গার্ড জাহাজের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক জাহাজকে টোয়িং ও বার্থিং সহযোগিতা প্রদান করে। এছাড়াও পোতাশ্রয়ে ও সমুদ্রে অগ্নিনির্বাপণ এবং মোহনা ও অভ্যন্তরীণ নদীপথে সকল ধরনের দুর্ঘটনায় উদ্ধারকারী জাহাজ হিসেবে কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম।[১][২][৩][৪][৫][৬][৭][৮][৯][১০][১১][১২][১৩][১৪][১৫][১৬][১৭][১৮][১৯][২০][২১]
ইতিহাস
[সম্পাদনা]সশস্ত্র বাহিনীর জন্য গৃহীত দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকার দেশীয় উৎস থেকে সমরাস্ত্র সংগ্রহ বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। এনহ্যান্সমেন্ট অব অপারেশনাল ক্যাপাবিলিটি অব বাংলাদেশ কোস্ট গার্ড শীর্ষক প্রকল্পের আওতায় ২টি টাগবোট নির্মাণের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) এর সাথে গত ২০ ফেব্রুয়ারি, ২০১৮ সালে চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় ২৬ এপ্রিল, ২০১৮ সালে খুলনা শিপইয়ার্ড প্রাঙ্গণে কোস্ট গার্ডের তৎকালীন মহাপরিচালক এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী এনবিপি, ওএসপি, বিসিজিএম, বিসিজিএমএল, এনডিসি, পিএসসি-বিএন কিল লেয়িং অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ কোষ্টগার্ডের জন্য ২টি টাগবোট নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করেন। উক্ত প্রকল্পের আওতায় নির্মাণাধীন বিসিজিটি প্রমত্ত টাগবোটের সকল মেশিনারী স্থাপন সম্পন্ন শেষে ১৪ ডিসেম্বর, ২০১৯ সালে জাহাজটি লঞ্চ করা হয়।
পরবর্তীতে ১১ মে, ২০২২ সালে খুলনা শিপইয়ার্ড লিমিটেডে বুধবার দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট আনুষ্ঠানিকভাবে জাহাজটি হস্তান্তর করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মো. আখতার হোসেন, ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভেন লিউইন, খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম. আনোয়ার হোসেন এনজিপি পিসিজিএম এনডিসি এএফডব্লিউসি পিএসসি, বাংলাদেশ কোস্টগার্ডের তৎকালীন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কমডোর এম শামসুল আজিজ (এল) এনজিপি পিএসসি বিএন এমডি, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার) এবং পিটিসি খুলনার ডিআইজি (কমান্ড্যান্ট) মহা. আশরাফুজ্জামান বিপিএম। এ ছাড়া খুলনায় অবস্থানরত সামরিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রশাসনিক শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অবশেষে ২১ জুন, ২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিসিজি পতেঙ্গা বার্থ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহ করে ফ্লোটিং ক্রেন জাহাজটির কমিশনিং সম্পন্ন করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্রান্স ভিত্তিক ক্লাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভ্যারিটাস (বিভি) এর নীতিমালা অনুসরণ করে জাহাজটি নির্মাণ করা হয়।
বৈশিষ্ট্য ও যান্ত্রিক কাঠামো
[সম্পাদনা]বিসিজিটি প্রমত্ত জাহাজটির দৈর্ঘ্য ৩০ মিটার (৯৮ ফু), প্রস্থ ১০.৪৩ মিটার (৩৪.২ ফু) এবং গভীরতা ৪.৫০ মিটার (১৪.৮ ফু)। জাহাজটিতে রয়েছে:
- ২টি ২,৫০০ অশ্বশক্তি (১,৯০০ কিওয়াট) ক্যাটারপিলার ডিজেল ইঞ্জিন (মার্কিন যুক্তরাষ্ট্র);
- ২টি ১১৫ অশ্বশক্তি (৮৬ কিওয়াট) ক্যাটারপিলার ডিজেল জেনারেটর (মার্কিন যুক্তরাষ্ট্র)।
যার ফলে জাহাজটি সর্বোচ্চ ১৩ নট (২৪ কিমি/ঘ; ১৫ মা/ঘ) গতিতে চলতে সক্ষম।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ASD Tug Boat – Khulna Shipyard Ltd" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২১।
- ↑ "2টি টাগ বোট এবং 13টি পনটুন এর কিল লেয়িং অনুষ্ঠান"। www.khulna shipyard ltd facebook.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২১।
- ↑ "বাংলাদেশ কোস্টগার্ডের জন্য খুশিলিতে নির্মাণাধীন টাগ বোট- 2 এর লঞ্চিং অনুষ্ঠান"। www.khulna shipyard ltd facebook.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২১।
- ↑ আলম, নাছিম উল। "খুলনা শিপইয়ার্ডে কোস্টগার্ডের জন্য ২টি টাগবোট ও ১৩টি পন্টুন নির্মান কাজের উদ্বোধন"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২১।
- ↑ "বাংলাদেশ কোস্ট গার্ড সাফল্য" (পিডিএফ)। coastguard.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৮।
- ↑ প্রতিনিধি, কেএমপি (২০২২-০৫-১২)। "কোস্টগার্ডের জন্য নির্মিত বিভিন্ন জলযান হস্তান্তর করলেন স্বরাষ্ট্রমন্ত্রী"। police.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২০।
- ↑ "ALL SHIPS - BANGLADESH COAST GUARD" (পিডিএফ)। coastguard.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৮।
- ↑ "প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোস্ট গার্ডের জন্য পাঁচটি অত্যাধুনিক জাহাজ কমিশন করেন"। pmo.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৮।
- ↑ "কোস্ট গার্ডের জন্য পাঁচটি অত্যাধুনিক জাহাজ কমিশন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা"। btv.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৮।
- ↑ "বাংলাদেশ কোস্ট গার্ড এর ০২টি ইনসোর পেট্রোল ভেসেল, ০২টি টাগ বোট এবং ০১টি ফ্লোটিং ক্রেন কমিশনিং"। coastguard.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৮।
- ↑ "আগামীকাল কোস্টগার্ডের ৫টি জাহাজ কমিশনিং করবেন প্রধানমন্ত্রী"।
- ↑ "অটোমেটিক কামান আর শক্তির দাপটে 'ক্ষমতা বাড়লো' কোস্টগার্ডের | Bangladesh Five Coast Guard Ships"।
- ↑ "বাংলাদেশ কোস্ট গার্ডের বহরে যুক্ত হলো ৫টি অত্যাধুনিক জাহাজ | Coast Guard | ship | Gtv News"।
- ↑ "কোস্ট গার্ডে যুক্ত হচ্ছে ভাসমান ক্রেন, টাগবোর্ড | Bangladesh Coast Guard | Floating crane | Ekhon TV"।
- ↑ "'আধুনিক ও আন্তর্জাতিক বাহিনী হবে কোস্টগার্ড' | Sheikh Hasina | Bangladesh Coast Guard | Ekhon TV"।
- ↑ "কোস্টগার্ডের বহরে দেশে তৈরি নতুন ৫ জাহাজ; কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী | Coast Guard Ship"।
- ↑ "বাংলাদেশ কোস্ট গার্ড-এর ২টি বোট এবং ১টি ফ্লোটিং ক্রেন এর কমিশনিং"।
- ↑ "চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের পাঁচটি নতুন জাহাজের কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। News"।
- ↑ "কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে নতুন পাঁচ জাহাজ | bangladesh Coast Guard"।
- ↑ "বাংলাদেশ কোস্ট গার্ড এর নব-সংযোজিত ০৫ টি জাহাজ সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও"।
- ↑ "বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট"। Launch Lover In Bangladesh Facebook.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০১।