বিষয়বস্তুতে চলুন

বিসিজিএস এইচএসবি১০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইতিহাস
বাংলাদেশ
নাম: বিসিজিএস এইচএসবি১০
নির্মাণাদেশ: ২৬ ডিসেম্বর, ২০১৬
নির্মাতা:
নির্মাণের সময়: ১ আগস্ট, ২০১৮
অর্জন: ১০ জানুয়ারি, ২০২২
শনাক্তকরণ: পিবি২৮৩০
অবস্থা: সক্রিয়
সাধারণ বৈশিষ্ট্য
প্রকার ও শ্রেণী: ডিইডব্লিউ হাই স্পিড প্যাট্রোল বোট (এইচএসবি)
প্রকার: দ্রুতগতি সম্পন্ন টহল নৌযান
ওজন: ২৭ টন
দৈর্ঘ্য: ১৮.০৪ মিটার (৫৯.২ ফু)
প্রস্থ: ৫.০০ মিটার (১৬.৪০ ফু)
গভীরতা: ০.৯৭৩ মিটার (৩.১৯ ফু)
প্রচালনশক্তি:
  • ২ × ৯৮৫ অশ্বশক্তি (৭৩৫ কিওয়াট) ম্যান ডি২৮৬৮ এলই ৪২৬ ডিজেল ইঞ্জিন (জার্মানি);
  • ২ × জেডএফ ৫০০ রেশিও:১.১২৫:১ গিয়ারবক্স (জার্মানি);
  • ২ × হ্যামিল্টন জেট এইচজে৪০৩ ওয়াটারজেট প্রপালশন (মার্কিন যুক্তরাষ্ট্র)
গতিবেগ: ৩০ নট (৫৬ কিমি/ঘ; ৩৫ মা/ঘ) (সর্বোচ্চ)
সীমা: ৩০০ নটিক্যাল মাইল (৫৬০ কিমি; ৩৫০ মা)
ধারণক্ষমতা: ১২ জন
সেন্সর এবং
কার্যপদ্ধতি:
  • ১ × আইকম এমআর-১০১০আর২ মেরিন র‍্যাডার (জাপান);
  • ১ × এসসি-আর৪০ রাডোম স্ক্যানার (২ ফিট);
  • ১ × ডিজিপিএস রিসিভার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১ × সাউন্ড ভেলোসিটি প্রোফাইলার (যুক্তরাজ্য);
  • ১ × ডাইকো টি-১৩০এসএল; স্টেইনার নেভিগেটর প্রো ৭×৫০ চৌম্বকীয় কম্পাস (জাপান);
  • ১ × ফুরুনো জিপি-১৭০ জিপিএস রিসিভার;
  • ১ × ইকো সাউন্ডার (কোডেন সিভিএস-১২৬);
  • ১ × রাডার অ্যাঙ্গেল ইন্ডিকেটর;
  • ১ × আইকম আইসি-এম৫০৬ ভিএইচএফ সেট;
  • ১ × আইকম আইসি-এম২৫ পোর্টেবল ভিএইচএফ;
  • ৩ × ভিএইচএফ ওয়াকিটকি সেট (আইকম/মটোরোলা)
রণসজ্জা:
  • ১ × টাইপ ৫৬ ১২.৭মিমি বিমান-বিধ্বংসী মেশিনগান;
  • ২ × বিডি-০৮ ৭.৬২মিমি মেশিনগান

বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ (শিপ) (সংক্ষেপেঃ বিসিজিএস) এইচএসবি১০ বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ব্যবহৃত একটি বিসিজি হাই স্পিড বোট-লার্জ (ডিইডব্লিউ)। এটি বকসা মেরিন ডিজাইন, মার্কিন যুক্তরাষ্ট্র কোম্পানির প্রযুক্তিগত সহায়তায় ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড দ্বারা নির্মাণ করা হয়। উক্ত নৌযানটি সামুদ্রিক এবং উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যূতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম।[][][][][][][][][][১০][১১][১২][১৩][১৪][১৫][১৬][১৭]

ইতিহাস

[সম্পাদনা]

সশস্ত্র বাহিনীর জন্য গৃহীত দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকার দেশীয় উৎস থেকে সমরাস্ত্র সংগ্রহ বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। এনহ্যান্সমেন্ট অব অপারেশনাল ক্যাপাবিলিটি অব বাংলাদেশ কোস্ট গার্ড শীর্ষক প্রকল্পের আওতায় ৬টি হাই স্পিড বোট নির্মাণের জন্য ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড-এর সাথে গত ২৬ ডিসেম্বর, ২০১৬ সালে চুক্তি স্বাক্ষরিত হয়। ১ আগস্ট, ২০১৮ সালে কিল লেয়িং এর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। নৌযানসমূহ নির্মাণে প্রয়োজনীয় নকশা সরবরাহ করে বকসা মেরিন ডিজাইন, মার্কিন যুক্তরাষ্ট্র। সম্পূর্ণ প্রকল্প ব্যবস্থাপনার দায়িত্বে ছিলো মাল্টিবিম কর্পোরেশন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রকল্প বাস্তবায়নে অংশীদার হিসেবে ছিলো সেলেস্টিয়াল টেক লিমিটেড, বাংলাদেশ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্রান্স ভিত্তিক ক্লাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভ্যারিটাস (বিভি) এর নীতিমালা অনুসরণ করে নৌযানসমূহ নির্মাণ করা হয়।

পরবর্তীতে ১০ জানুয়ারি, ২০২২ সালে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড কর্তৃক নির্মাণকৃত ৬টি নৌযান কোস্ট গার্ডের নিকোট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর তৎকালীন মাননীয় মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, বিএন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিইডব্লিউ লিঃ এর কনস্ট্রাকসন সাইটে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি আইপিভি এবং বোটসমূহের হস্তান্তর কার্য সুসম্পন্ন করেন। উল্লেখ্য, আন্তর্জাতিক মান সম্পন্ন এরূপ যুদ্ধজাহাজ এবং হাই স্পিড বোট নির্মাণ আমাদের দেশের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। এর ফলে একদিকে যেমন দেশীয় শিল্প প্রতিষ্ঠানের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পাবে, অন্যদিকে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখবে।

বৈশিষ্ট্য ও যান্ত্রিক কাঠামো

[সম্পাদনা]

বিসিজিএস এইচএসবি১০ নৌযানের দৈর্ঘ্য ১৮.০৪ মিটার (৫৯.২ ফু), প্রস্হ ৫ মিটার (১৬ ফু), গভীরতা ০.৯৭৩ মিটার (৩.১৯ ফু) এবং ওজন ২৭ টন।

নৌযানটিতে প্রচালনশক্তি হিসেবে রয়েছে:

  • ২টি ৯৮৫ অশ্বশক্তি (৭৩৫ কিওয়াট) ম্যান ডি২৮৬৮ এলই ৪২৬ ডিজেল ইঞ্জিন (জার্মানি);
  • ২টি জেডএফ ৫০০ রেশিও:১.১২৫:১ গিয়ারবক্স (জার্মানি);
  • ২টি হ্যামিল্টন জেট এইচজে৪০৩ ওয়াটারজেট প্রপালশন (মার্কিন যুক্তরাষ্ট্র)।

নৌযানটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৩০ নট (৫৬ কিমি/ঘ; ৩৫ মা/ঘ)। এছাড়াও নৌযানসমূহ সি স্টেট-৪ মাত্রায় ১২ জন আরোহী নিয়ে একনাগাড়ে ৩০০ নটিক্যাল মাইল (৫৬০ কিমি; ৩৫০ মা) বিস্তীর্ণ সমুদ্র এলাকা জুড়ে অভিযান পরিচালনা করতে পারে এবং সি স্টেট-৬ মাত্রা অবধি টিকে থাকতে সক্ষম। সেন্সর এবং কার্যপদ্ধতি হিসেবে রয়েছে:

  • ১টি আইকম এমআর-১০১০আর২ মেরিন র‍্যাডার (জাপান);
  • ১টি এসসি-আর৪০ রাডোম স্ক্যানার (২ ফিট);
  • ১টি ডিজিপিএস রিসিভার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১টি সাউন্ড ভেলোসিটি প্রোফাইলার (যুক্তরাজ্য);
  • ১টি ডাইকো টি-১৩০এসএল; স্টেইনার নেভিগেটর প্রো ৭×৫০ চৌম্বকীয় কম্পাস (জাপান);
  • ১টি ফুরুনো জিপি-১৭০ জিপিএস রিসিভার;
  • ১টি ইকো সাউন্ডার (কোডেন সিভিএস-১২৬);
  • ১টি রাডার অ্যাঙ্গেল ইন্ডিকেটর;
  • ১টি আইকম আইসি-এম৫০৬ ভিএইচএফ সেট;
  • ১টি আইকম আইসি-এম২৫ পোর্টেবল ভিএইচএফ;
  • ৩টি ভিএইচএফ ওয়াকিটকি সেট (আইকম/মটোরোলা)।

নৌযানের কর্মকর্তা এবং নাবিকদের জন্য রয়েছে:

  • ১টি কেবিন (কর্মকর্তার জন্য);
  • ১টি কেবিন (নাবিকদের জন্য- ৪টি বেডসহ);
  • ১টি কেবিন (অতিথিদের জন্য)।

প্রতিটি কেবিন রান্না, খাবার এবং বিনোদনের জন্য উপযুক্ত আসবাবপত্র এবং জিনিসপত্র সহ সজ্জিত।

রণসজ্জা

[সম্পাদনা]

বিসিজিএস এইচএসবি১০ নৌযানের আকার আয়তন অপেক্ষাকৃত ছোট হলেও এর সক্ষমতা আধুনিক বিশ্বে ব্যবহৃত সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ। শত্রু জাহাজ মোকাবেলা, চোরাচালান রোধ, জলদস্যূতা দমনে জাহাজটিতে রয়েছে:

  • ১টি টাইপ ৫৬ ১২.৭ মিমি বিমান-বিধ্বংসী মেশিনগান।
  • ২টি বিডি-০৮ ৭.৬২মিমি মেশিনগান।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "06X HIGH SPEED BOAT (LARGE), Project Year: 2022"www.dewbn.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৪ 
  2. "বাংলাদেশ কোস্ট গার্ড সাফল্য" (পিডিএফ)coastguard.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৮ 
  3. "বাংলাদেশ কোস্ট গার্ড-এর চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি" (পিডিএফ)coastguard.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৮ 
  4. "ALL BOATS - BANGLADESH COAST GUARD" (পিডিএফ)coastguard.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৮ 
  5. আইএসপিআর (২০২২-০১-১০)। "বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য নির্মিত ০১টি ইনশোর প্যাট্রোল ভেসেল এবং ০৬টি হাই স্পিড বোট হস্তান্তর - ISPR-আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, বাংলাদেশ"ISPR---আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৮ 
  6. "সক্ষমতা ও গতিশীলতা বাড়বে কোস্টগার্ডের! | Narayanganj News | Coast Guard | Boat | Somoy TV" 
  7. "06 x High Speed Boat of Bangladesh Coast Guard" 
  8. "DOCKYARD AND ENGINEERING WORKS LTD, STATE OWNED BOAT BUILDING INDUSTRY." (পিডিএফ)www.dewbn.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২১ 
  9. "DOCKYARD AND ENGINEERING WORKS LTD, CORPORATE BROCHURE FOR WEB." (পিডিএফ)www.dewbn.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২১ 
  10. "Exploring High Speed Boat | Most Expensive Luxury Boat in BD | বাংলাদেশ কোস্ট গার্ড" 
  11. "বাংলাদেশ কোস্ট গার্ড পেট্রোল বোটের দুর্দান্ত গতি | Coast guard petrol boat PB 2832" 
  12. "দুর্দান্ত গতিতে ধলেশ্বরী নদী কাপিয়ে ছুটে চলছে কোস্ট গার্ডের পেট্রোল বোট BD Coast Guard Patrol Boat" 
  13. "দ্রুত গতিতে ধলেশ্বরী নদী কাপিয়ে ছুটছে বাংলাদেশ কোস্ট গার্ডের প্যাট্রোল বোট" 
  14. "মিয়ানমার - বাংলাদেশ উপকূলীয় সীমান্তে সর্তক কোস্টগার্ড | Coast Guard at BAN - Mayanmar Border" 
  15. "টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের টহল ও নজরদারি বৃদ্ধি | Protidiner Bangladesh" 
  16. "রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বাংলাদেশ কোস্ট গার্ড | Rohingya News |Myanmar| Bangladesh Coast Guard" 
  17. "নাফ নদীতে মেটাল শার্ক বোটে কোস্টগার্ডের টহল | Bangladesh Coast Guard | Bangladesh–Myanmar border"