ডিইডব্লিউ হাই স্পিড প্যাট্রোল বোট (এইচএসবি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রেণি'র সারাংশ
নাম: ডিইডব্লিউ হাই স্পিড প্যাট্রোল বোট (এইচএসবি)
নির্মাতা:
ব্যবহারকারী:
নির্মিত: ২০১৫-২০১৯
পরিষেবাতে: ২০১৯-বর্তমান
অনুমোদন লাভ: ২০১৯-বর্তমান
সম্পন্ন: ১৮টি
সক্রিয়: ১৮টি
সাধারণ বৈশিষ্ট্য
প্রকার: দ্রুতগতি সম্পন্ন টহল নৌযান
ওজন: ১০.৭ টন
দৈর্ঘ্য: ১১.৭০ মিটার (৩৮.৪ ফু)
প্রস্থ: ৩.৫০ মিটার (১১.৫ ফু)
গভীরতা: ০.৮৫ মিটার (২.৮ ফু)
প্রচালনশক্তি:
  • ২ × ভলবো পেন্টা ৪৩৫ অশ্বশক্তি (৩২৪ কিওয়াট) ডিজেল ইঞ্জিন;
  • ২ × জেডএফ ২৮৬ ৪ রেশিও ওয়াটারজেট প্রপালশন;
  • ১ × ৪.৫ কিলোওয়াট জেনারেটর
গতিবেগ: ৩৫ নট (৬৫ কিমি/ঘ; ৪০ মা/ঘ) (সর্বোচ্চ)
সীমা: ৩০০ নটিক্যাল মাইল (৫৬০ কিমি; ৩৫০ মা)
ধারণক্ষমতা: ১১ জন
রণসজ্জা:
  • ১ × ১২.৭ মিমি বিমান-বিধ্বংসী কামান
  • ২ × ৭.৬২ মিমি মেশিনগান

ডিইডব্লিউ হাই স্পিড প্যাট্রোল বোট (এইচএসবি) হলো বাংলাদেশে নির্মিত কম্পোজিট ম্যাটেরিয়াল প্যাট্রোল বোটের শ্রেণী যা বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ব্যবহৃত হয়। এই জাহাজগুলো নর্থ সি বোটস, ইন্দোনেশিয়া কোম্পানির প্রযুক্তিগত সহায়তায় ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড-এ নির্মাণ করা হয়। এক্স-১২ কম্ব্যাট ক্রাফট সিরিজের উপর ভিত্তি করে নির্মিত প্রতিটি নৌযান নদী এবং উপকূলবর্তী অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যূতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। এছাড়াও জাহাজগুলো দুর্যোগ কালীন সময়ে উদ্ধার অভিযান পরিচালনা ও দুর্যোগ পরবর্তী ত্রাণ তৎপরতা কার্যক্রমে অংশগ্রহণ করতে সক্ষম।[১][২][৩][৪][৫][৬][৭][৮][৯][১০][১১][১২]

ইতিহাস[সম্পাদনা]

সশস্ত্র বাহিনীর জন্য গৃহীত দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকার দেশীয় উৎস থেকে সমরাস্ত্র সংগ্রহ বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ড এর জন্য ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এ জাহাজ নির্মানের পদক্ষেপ নেয়া হয়। জাহাজ নির্মাণে প্রয়োজনীয় নকশা ও প্রযুক্তি সরবরাহ করে নর্থ সি বোটস, ইন্দোনেশিয়া। ২৫ মে, ২০১৫ সালে কিল লেয়িং অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য ৮টি বোট নির্মাণ কাজের সূচনা হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্রান্স ভিত্তিক ক্লাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভ্যারিটাস (বিভি) এর নীতিমালা অনুসরন করে জাহাজটি নির্মিত হয়।

বৈশিষ্ট্য ও যান্ত্রিক কাঠামো[সম্পাদনা]

ডিইডব্লিউ হাই স্পিড প্যাট্রোল বোট (এইচএসবি)-শ্রেণীর প্রতিটি জাহাজের দৈর্ঘ্য ১১.৭০ মিটার (৩৮.৪ ফু), প্রস্থ ৩.৫৪ মিটার (১১.৬ ফু) এবং গভীরতা ০.৮৪ মিটার (২.৮ ফু)। প্রতিটি জাহাজে রয়েছে ২টি ওয়াটারজেট প্রপালশন ভলবো পেন্টা ৪৩৫ অশ্বশক্তি (৩২৪ কিওয়াট) ডিজেল ইঞ্জিন এবং ২টি জেডএফ ২৮৬ ৪ রেশিও গিয়ারবক্স। ফলে জাহাজগুলো সর্বোচ্চ ৩৫ নট (৬৫ কিমি/ঘ; ৪০ মা/ঘ) গতিতে চলছে সক্ষম। এছাড়াও জাহাজগুলো ৩ জন ক্রু এবং ৮ জন সৈন্য বহন করতে পারে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dockyard and Engineering Works Limited Bangladesh - High Speed Boat"dewbn.gov.bd। ২০২২-১০-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৮ 
  2. "Dockyard and Engineering Works Limited Bangladesh - High Speed Boat"dewbn.gov.bd। ২০২২-১০-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৮ 
  3. "BOAT BUILDING PROJECTS OF DWE (Composit Boats), High Speed Patrol Boat (HSB)"www.facebook.com। ২০২৩-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০২ 
  4. "North Sea Boats 16 boat Tot contract with Bangladesh Navy Shipyard completed with successful sea trials and commissioning this week."www.facebook.com। ২০২৩-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০২ 
  5. "High Speed Boat (HSB-1421) Custom Built High Speed Boat Of Bangladesh Navy | Max Speed 35 Knots"। ২০ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩ 
  6. "নৌবাহিনীর স্পিড বোট এর ঝড়ের বেগে ছুটে চলা । Bangladesh Navy speed boat । উরাধুরা গতিতে ছুটছে নেভি"। ২৬ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩ 
  7. "দেখুন কিভাবে নৌবাহিনী নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের ধরেফেললো।🫣চ্যনেলটি সাবসক্রাইব করার অনুরোধ রইলো"। ১৩ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৩ 
  8. "মেঘনায় টহল দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর স্পিডবোট | Bangladesh Navy Speedboat patrolling in The Meghna"। ১৯ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৩ 
  9. "High Speed Boat Is Facing Difficulty Navigating Rough Waters and Strong Currents"। ৭ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৩ 
  10. "চাঁদপুর মোহনার মারাত্মক ঢেউয়ের কবলে কোস্ট গার্ডের দ্রুতগামী মেটাল শার্ক বোট"। ৩১ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৩ 
  11. "নদি কাপিয়ে কোস্ট গার্ডের স্পীডবোট গুলো যখন ছুটে চলে | Cost Guard Speedboat"। ৩১ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৩ 
  12. "ধলেশ্বরী নদীতে দুরন্ত গতিতে ছুট চলছে কোস্টগার্ডের অত্যাধুনিক স্পিডবোট | Coast guard speedboat"। ৩১ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৩