বিসিজিএস এইচএসবি১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইতিহাস
বাংলাদেশ
নাম: বিসিজিএস এইচএসবি১
নির্মাণাদেশ: ২৩ জুন, ২০১৭
নির্মাতা:
নির্মাণের সময়: ৯ নভেম্বর, ২০১৭
অভিষেক: ৩০ সেপ্টেম্বর, ২০২১
অর্জন: ১১ মে, ২০২২
শনাক্তকরণ: পিবি২৮২১
অবস্থা: সক্রিয়
সাধারণ বৈশিষ্ট্য
প্রকার: দ্রুতগতি সম্পন্ন টহল নৌযান
ওজন: ১৫.১ টন
দৈর্ঘ্য: ১৫.৪০ মিটার (৫০.৫ ফু)
প্রস্থ: ৪.১০ মিটার (১৩.৫ ফু)
গভীরতা: ২.১০ মিটার (৬.৯ ফু)
প্রচালনশক্তি:
  • ২ × ভলবো পেন্টা ৫৫০ অশ্বশক্তি (৪১০ কিওয়াট) ডিজেল ইঞ্জিন (সুইডেন);
  • ২ × জেডএফ ২৮৬ ৪ রেশিও ওয়াটারজেট প্রপালশন;
  • ১ × ৪.৫ কিলোওয়াট জেনারেটর
গতিবেগ: ২৭ নট (৫০ কিমি/ঘ; ৩১ মা/ঘ) (সর্বোচ্চ)
সীমা: ৩০০ নটিক্যাল মাইল (৫৬০ কিমি; ৩৫০ মা)
সহনশীলতা: ৭ দিন
ধারণক্ষমতা: ১২ জন
সেন্সর এবং
কার্যপদ্ধতি:
  • ১ × ফুরুনো ডিআরএস৪ডব্লিউ র‍্যাডার (জাপান);
  • ১ × ডিজিপিএস রিসিভার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১ × সাউন্ড ভেলোসিটি প্রোফাইলার (যুক্তরাজ্য);
  • ১ × ডাইকো টি-১৩০এসএল; স্টেইনার নেভিগেটর প্রো ৭×৫০ চৌম্বকীয় কম্পাস (জাপান);
  • ১ × ফুরুনো জিপি-১৭০ জিপিএস রিসিভার;
  • ১ × ইকো সাউন্ডার (কোডেন সিভিএস-১২৬);
  • ১ × রাডার অ্যাঙ্গেল ইন্ডিকেটর;
  • ১ × আইকম আইসি-এম৫০৬ ভিএইচএফ সেট;
  • ১ × আইকম আইসি-এম২৫ পোর্টেবল ভিএইচএফ;
  • ৩ × ভিএইচএফ ওয়াকিটকি সেট (আইকম/মটোরোলা)
রণসজ্জা: ১ × টাইপ ৫৬ ১২.৭ মিমি বিমান-বিধ্বংসী মেশিনগান

বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ (শিপ) (সংক্ষেপেঃ বিসিজিএস) এইচএসবি১ বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ব্যবহৃত একটি বিসিজি হাই স্পিড বোট-লার্জ (কেএসওয়াই)। এটি ইকারাস মেরিন, দক্ষিণ আফ্রিকা কোম্পানির প্রযুক্তিগত সহায়তায় খুলনা শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক নির্মাণ করা হয়। উক্ত নৌযানটি সামুদ্রিক এবং উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যূতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম।[১][২][৩][৪][৫][৬][৭][৮]

ইতিহাস[সম্পাদনা]

সশস্ত্র বাহিনীর জন্য গৃহীত দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকার দেশীয় উৎস থেকে সমরাস্ত্র সংগ্রহ বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। এনহ্যান্সমেন্ট অব অপারেশনাল ক্যাপাবিলিটি অব বাংলাদেশ কোস্ট গার্ড শীর্ষক প্রকল্পের আওতায় ৬টি হাই স্পিড বোট নির্মাণের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) এর সাথে গত ২৩ জুন, ২০১৭ সালে চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় ৯ নভেম্বর, ২০১৭ সালে খুলনা শিপইয়ার্ড প্রাঙ্গণে বাংলাদেশ কোস্ট গার্ডের তৎকালীন মহাপরিচালক অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী এনবিপি, ওএসপি, বিসিজিএম, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি মহোদয়ের উপস্থিতিতে নৌযানসমূহের কিল লেয়িং অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত প্রকল্পের আওতায় নির্মাণাধীন ৬টি নৌযানের সকল মেশিনারী স্থাপন সম্পন্ন করে গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ সালে নৌযানসমূহ লঞ্চ করা হয়। নৌযানসমূহ নির্মাণে প্রয়োজনীয় নকশা, কারিগরি সহায়তা ও প্রযুক্তি সরবরাহ করে ইকারাস মেরিন, দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্রান্স ভিত্তিক ক্লাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভ্যারিটাস (বিভি) এর নীতিমালা অনুসরন করে নৌযানসমূহ নির্মাণ করা হয়।

পরবর্তীতে ১১ মে, ২০২২ সালে খুলনা শিপইয়ার্ড লিমিটেডে বুধবার দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট আনুষ্ঠানিকভাবে নৌযানসমূহ হস্তান্তর করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মো. আখতার হোসেন, ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভেন লিউইন, খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম. আনোয়ার হোসেন এনজিপি পিসিজিএম এনডিসি এএফডব্লিউসি পিএসসি, বাংলাদেশ কোস্টগার্ডের তৎকালীন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কমডোর এম শামসুল আজিজ (এল) এনজিপি পিএসসি বিএন এমডি, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার) এবং পিটিসি খুলনার ডিআইজি (কমান্ড্যান্ট) মহা. আশরাফুজ্জামান বিপিএম। এ ছাড়া খুলনায় অবস্থানরত সামরিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রশাসনিক শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৈশিষ্ট্য ও যান্ত্রিক কাঠামো[সম্পাদনা]

বিসিজিএস এইচএসবি১ নৌযানের দৈর্ঘ্য ১০ মিটার (৩৩ ফু), প্রস্হ ৩ মিটার (৯.৮ ফু), গভীরতা ১ মিটার (৩.৩ ফু) এবং ওজন ১৫.১ টন।

নৌযানটিতে প্রচালনশক্তি হিসেবে রয়েছে:

  • ২টি ভলবো পেন্টা ৫৫০ অশ্বশক্তি (৪১০ কিওয়াট) ডিজেল ইঞ্জিন (সুইডেন);
  • ২টি জেডএফ ২৮৬ ৪ রেশিও ওয়াটারজেট প্রপালশন;
  • ১টি ৪.৫ কিলোওয়াট জেনারেটর।

নৌযানের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫ নট (৪৬ কিমি/ঘ; ২৯ মা/ঘ)। এছাড়াও নৌযানসমূহ সি স্টেট-৪ মাত্রায় ১২ জন আরোহী নিয়ে একনাগাড়ে ৩০০ নটিক্যাল মাইল (৫৬০ কিমি; ৩৫০ মা) বিস্তীর্ণ সমুদ্র এলাকা জুড়ে অভিযান পরিচালনা করতে পারে এবং সি স্টেট-৬ মাত্রা অবধি টিকে থাকতে সক্ষম। সেন্সর এবং কার্যপদ্ধতি হিসেবে রয়েছে:

  • ১টি ফুরুনো ডিআরএস৪ডব্লিউ র‍্যাডার (জাপান);
  • ১টি হাল মাউনন্টেড মাল্টি-বিম ইকো সাউন্ডার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১টি হাল মাউনন্টেড সিঙ্গেল-বিম ইকো সাউন্ডার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১টি ডিজিপিএস রিসিভার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১টি সাউন্ড ভেলোসিটি প্রোফাইলার (যুক্তরাজ্য);
  • ১টি চৌম্বকীয় কম্পাস (জাপান);
  • ১টি জিপিএস রিসিভার (ফুরুনো);
  • ১টি ইকো সাউন্ডার (কোডেন);
  • ১টি রাডার অ্যাঙ্গেল ইন্ডিকেটর;
  • ১টি ভিএইচএফ সেট (আইকম);
  • ৩টি ভিএইচএফ ওয়াকিটকি সেট (আইকম/মটোরোলা)।

নৌযানের কর্মকর্তা এবং নাবিকদের জন্য রয়েছে:

  • ১টি কেবিন (কর্মকর্তার জন্য);
  • ১টি কেবিন (নাবিকদের জন্য- ৪টি বেডসহ);
  • ১টি কেবিন (অতিথিদের জন্য)।

প্রতিটি কেবিন রান্না, খাবার এবং বিনোদনের জন্য উপযুক্ত আসবাবপত্র এবং জিনিসপত্র সহ সজ্জিত।

রণসজ্জা[সম্পাদনা]

বিসিজিএস এইচএসবি১ নৌযানটির আকার আয়তন অপেক্ষাকৃত ছোট হলেও এর সক্ষমতা আধুনিক বিশ্বে ব্যবহৃত সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ। শত্রু জাহাজ মোকাবেলা, চোরাচালান রোধ, জলদস্যূতা দমনে জাহাজটিতে রয়েছে:

  • ১টি টাইপ ৫৬ ১২.৭ মিমি বিমান-বিধ্বংসী মেশিনগান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "HIGH SPEED BOAT (LARGE) – Khulna Shipyard Ltd" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৪ 
  2. Marine, Icarus (২০১৬-১০-০৬)। "15.4m Patrol Boat"Icarus Marine (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৪ 
  3. "বাংলাদেশ কোস্ট গার্ড সাফল্য" (পিডিএফ)coastguard.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৮ 
  4. প্রতিনিধি, কেএমপি (২০২২-০৫-১২)। "কোস্টগার্ডের জন্য নির্মিত বিভিন্ন জলযান হস্তান্তর করলেন স্বরাষ্ট্রমন্ত্রী"police.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২০ 
  5. "বাংলাদেশ কোস্ট গার্ড এর জন্য ০২ টি টাগ বোট, ০৬ টি হাই স্পীড বোট, ০১ টি ফ্লোটিং ক্রেন এবং ০১ টি আইপিভি এর হস্তান্তর অনুষ্ঠান"www.khulna shipyad ltd facebook.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৪ 
  6. "ALL BOATS - BANGLADESH COAST GUARD" (পিডিএফ)coastguard.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৮ 
  7. "খুলনা শিপইয়ার্ড কর্তৃক নির্মিত বাংলাদেশ কোস্টগার্ডের ০৬ টি হাইস্পিড বোটের রিভার ট্রায়ালের সূচনা"www.khulna shipyard ltd facebook.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৪ 
  8. "15m Harbour Security Boat Large delivered to Bangladesh Coast Guard"