বিষয়শ্রেণী আলোচনা:বাংলাদেশের সম্মিলিত কোম্পানি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাম পরিবর্তন[সম্পাদনা]

@Al Riaz Uddin Ripon: ব্যবসা প্রতিষ্ঠান বলা উচিত কী?— Greatder (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Greatder: আপনি কি কোম্পানির বাংলা ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ার কথা বলছেন? উল্লেখ্য, কোম্পানিবিষয়শ্রেণী:ব্যবসা প্রতিষ্ঠান নামেও পাতা রয়েছে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১০:২২, ২৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

শুধু ব্যবসা প্রতিষ্ঠান করলেই মনে হয় ভালো হয়। —মহাদ্বার আলাপ ১০:৪১, ২৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Greatder: কোম্পানির বাংলা 'প্রতিষ্ঠান' করাটা কি ঠিক হলো? কোম্পানি নামে একটি নিবন্ধও রয়েছে, আলোচনা ব্যতীত এইরকম স্থানান্তর করবেন না। —শাকিল (আলাপ · অবদান) ০৯:৩২, ৭ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: আলোচনাসভায় জিজ্ঞেস করতে হবে? আমি তো ভাবলাম একজন প্রশাসকের সাথে আলাপ পাতায় পরামর্শ করলেই হবে। আর কোম্পানি ও প্রতিষ্ঠানে কি কোনো পার্থক্য আছে? —মহাদ্বার আলাপ ১০:১৮, ৭ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

কয়েকটা প্রতিষ্ঠান কী পারিবারিক মালিকানাধীন?[সম্পাদনা]

@Al Riaz Uddin Ripon: https://www.thedailystar.net/news-detail-145603 Besides Partex, Akij Group, Nasir Group, Square, Ispahani, Abul Khair Group, ACI and PHP are some prominent family-owned businesses in the country —মহাদ্বার আলাপ ১০:৫০, ২৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Greatder: এগুলোকে ব্যবসায় প্রতিষ্ঠান বিষয়শ্রেণীর আওতায় করতে হবে? — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১১:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান বলে আরেকটা বিষয়শ্রেণী করে সেটাকে ব্যবসা প্রতিষ্ঠান বিভাগে ঢুকালে ভালো হয়। —মহাদ্বার আলাপ ১১:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Greatder: পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান না লিখে ইংরেজি en:Category:Family-owned companies অনুসারে পারিবারিক মালিকানাধীন কোম্পানি নামে বিষয়শ্রেণী তৈরি করতে পারেন। ওপরের সূত্রসহকারে নিবন্ধেও তথ্যটি যুক্ত করে দিয়েন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১১:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]